জাতীয়

মুজিববর্ষে গাছ রোপণ-পরিবেশের সংরক্ষণ কার্যক্রম মনিটরিং তথ্য পূরণ নির্দেশিকা

মুজিববর্ষে গাছ রোপণ-পরিবেশের সংরক্ষণ শীর্ষক মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠানে প্রজেক্ট ভিত্তিক শিখন কার্যক্রম মনিটরিং নির্দেশিকা ও নিয়ম-কানুন প্রকাশ করেছে মাউশি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং বিভাগের পরিচালক প্রফেসর মাে: আমির হােসেন স্বাক্ষরিত ০৩ নভেম্বর ২০২১ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এই নির্দেশনা প্রদান করা হয়।

মাধ্যমিক সকল প্রতিষ্ঠানে মুজিববর্ষে গাছ রোপণ-পরিবেশের সংরক্ষণ কার্যক্রম মনিটরিং তথ্য পূরণ নির্দেশিকায় প্রতিষ্ঠান প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের সুবিদার্থে প্রকাশিত নির্দেশনা বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে। বাংলা নোটিশ ডট কম এর পাঠকদের জন্য সম্পূর্ণ বিষয়টি দেওয়া হল এবং নমুনা ফাইল দেওয়া হল যা এই পোস্ট এর শেষে ডাউনলোড বাটনে ক্লিক করলে পাওয়া যাবে।

‘মুজিববর্ষে গাছ রোপণ-পরিবেশের সংরক্ষণ’ শীর্ষক মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠানে প্রজেক্ট ভিত্তিক শিখন কার্যক্রম মনিটরিং নির্দেশনায় বলা হয়-

জাতীয় শিক্ষাক্রমের নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের সকল স্কুলে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে শিখণ-শিখানাে কার্যক্রমের অংশ হিসেবে ‘মুজিববর্ষে গাছ রােপন-পরিবেশের সংরক্ষণ’ শীর্ষক প্রজেক্ট ভিত্তিক শিখন কার্যক্রমটি গত ২৯/০৮/২০২১ খ্রি. থেকে শুরু হয়েছে।

প্রজেক্ট নির্দেশিকা অনুযায়ী প্রজেক্ট বাস্তবায়নের পরিকল্পনা, তথ্য সংগ্রহ, স্থান নির্বাচন, গাছ রােপণের জন্য গর্ত তৈরি করা বা টব প্রস্তুত, বীজ বা চারা সংগ্রহ এবং গাছ রােপণ সম্পন্ন করার নির্দেশনা ইতােমধ্যে প্রদান করা হয়েছে। মাঠ পর্যায়ে চলমান এ কার্যক্রমের তথ্য সংগ্রহের লক্ষ্যে ১টি মনিটরিং তথ্য ছক (এক্সেল ফরমেটে) তৈরি করা হয়েছে।

তথ্য ছক এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট এক্সেল ফরমেটে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর বর্ণিত বিষয়ে তথ্য প্রেরণ করবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ নিজ উপজেলার সকল বিদ্যালয়ের তথ্য সংরক্ষণ করবেন এবং একটি সারসংক্ষেপ প্রস্তুত করে গুগল ফর্মে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবর প্রেরণ করবেন। গুগল ফর্মের লিংক পরবর্তীতে ই-মেইল করে জানিয়ে দেয়া হবে।

এমতাবস্থায় সংযুক্ত ছক অনুযায়ী উপরিউক্ত কার্যক্রমের তথ্য মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংযুক্ত তথ্য ছক অনুযায়ী সংগ্রহ পূর্বক সারসংক্ষেপ প্রস্তুত করে গুগল ফর্মে আগামী ২১/১১/২০২১খ্রি. তারিখের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

মাধ্যমিক সকল প্রতিষ্ঠানে মুজিববর্ষে গাছ রোপণ-পরিবেশের সংরক্ষণ কার্যক্রম মনিটরিং তথ্য পূরণ নির্দেশিকা
বিজ্ঞপ্তি দেখুন

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ