বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবিতে স্নাতক পাশে চাকরি
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবিতে স্নাতক পাশে চাকরি : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) চাকরির সুযোগ তৈরি হয়েছে আগ্রহী প্রার্থীদের। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) ২টি পদে নেবে ৩১ জন প্রার্থীকে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর আবেদন শুরু হয়েছে এবং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)
পদের নাম : সহকারী পরিচালক (হিসাব/অর্থ/অডিট/বাণিজ্যিক পরিচালন)।
পদসংখ্যা: ১১।
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা। এ ছাড়া প্রচলিত অন্যান্য সুযোগ–সুবিধা।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতকসহ স্নাতকোত্তর। তবে কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগের নিচে ফল হলে আবেদন করতে পারবেন না আগ্রহী প্রার্থীরা। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা প্রয়োজন।
পদের নাম : হিসাবরক্ষক।
পদসংখ্যা: ২০।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। এ ছাড়া প্রচলিত অন্যান্য সুযোগ–সুবিধা।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতকসহ স্নাতকোত্তর। তবে কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগের নিচে ফল হলে আবেদন করতে পারবেন না আগ্রহী প্রার্থীরা।
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যেকোনো স্থান
বয়স :
গত বছরের মার্চে বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়ে। ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয় বাংলাদেশে, প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। করোনা ছড়িয়ে পড়ার কারণে বন্ধ ছিল চাকরির অনেক নিয়োগ ও পরীক্ষা। তাই সরকারি চাকরির আবেদনের জন্য বয়স কমিয়ে দেওয়া হয়েছে। গত বছরের ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে বিদ্যুৎ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ২৫ মার্চ যে প্রার্থীর বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, তাঁরাও আবেদনের যোগ্য হবেন। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর। বিভাগীয় ক্ষেত্রে ৪০ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী/শর্তাবলী :
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bpdb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ:
- Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ০৫-০১৯-২০২১ খ্রিঃ, সকাল-১০.০০ টা।
- Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ৩০-০৯-২০২১ খ্রিঃ, বিকাল-৫.০০ টা।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবিতে স্নাতক পাশে চাকরি
উক্ত সময়সীমার মধ্যে” User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান :
- Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।
- নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এক স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী রঙ্গিন প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন।
- Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিন্যোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk prepaid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি-বাবদ ৬০০/- (ছয়শত) টাকা পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবিতে স্নাতক পাশে চাকরি
প্রথম SMS: BPDB<space>User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। Example: BPDB ABCDEF Reply: Applicant’s Name, Tk 600/- (Six hundred) will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee type BPDB Space>Yes<space> PIN and send to 16222
দ্বিতীয় SMS: BPDB<space>Yes<Space>PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। Example: BPDB YES 12345678 Reply: Congratulation Applicant’s Name, payment completed successfully for BPDB Application for post XXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXXXX).
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bpdb.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথা সময়ে জানানাে হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় , উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়। SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
শুধু টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন হতে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
- i. User ID জানা থাকলে BPDB<space>Help<Space>User<Space>User ID & Send to 16222 নম্বরে। Example: BPDB Help User ABCDEF & send to 16222
- ii. PIN Number জানা থাকলে BPDB<space>Help<Space>PIN<Space>PIN No & Send to 16222 নম্বরে। Example: BPDB Help PIN 12345678 & send to 16222 Online এ আবেদন করতে কোন সমস্যা হলে যে কোন টেলিটক মােবাইল থেকে ১২১ এ কল করুন।
এ ছাড়াও vas.query@teletalk.com.bd 42 -CECT CESITGITT 1C (Mail 47 Subject Organization Name: BPDB, Post Name****, Applicants User ID Contract Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
আবেদন ফি
টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি ৬০০ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়
৩০ সেপ্টেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
আরো দেখুন-
- পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৯৯ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি
- সম্ভাব্য জঙ্গি হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, বিডেন আইএস
- কাবুল থেকে উচ্ছেদের চূড়ান্ত পর্যায়ে যুক্তরাষ্ট্র: পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তা
- বাংলাদেশ নৌবাহিনীতে বিভিন্ন পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
দেশের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিসহ শিক্ষা, চাকুরি, প্রশিক্ষণ, বৃত্তি ও দেশ-বিদেশের অফিসিয়াল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Like & Follow করে রাখুন। চাকুরি ও বিজ্ঞপ্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিজস্ব মতামত ও সহযোগিতা পেতে ফেসবুক গ্রুপে যোগ দিন। YouTube চ্যানেল Subscribe করে রাখুন।