সরকারি চাকরিজীবীদের শ্রান্তি ও বিনোদন ভাতা প্রাপ্যতার বিষয়ে অর্থমন্ত্রণালয়ের স্পষ্টীকরণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি চাকরিজীবী চাকুরী কালীন সময়ে শ্রান্তি বিনোদন ভাতা পেয়ে থাকেন। সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীগণ এর শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদান সংক্রান্ত একটি স্পষ্টীকরণ প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে।
১৯৮৯ সালের ২০ মার্চ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এর প্রবিধি শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মোঃ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত একটি অফিস স্মারকের মাধ্যমে সকল সরকারি চাকরিজীবীদের শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদান সংক্রান্ত স্পষ্টীকরণ প্রকাশ করা হয়।
স্পষ্টীকরণ পত্রে সরকারি প্রতিষ্ঠানসমূহ কর্মরত কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদান সংক্রান্ত প্রাপ্যতার বিভিন্ন বিষয়ে গণনার বিষয়ে স্পষ্ট করা হয়।
নিম্নস্বাক্ষরকারী আদিষ্ট হইয়া জানাইতেছেন যে, অত্র বিভাগ কর্তৃক জারিকৃত ১৭-৩-১৯৭৯ তারিখের এস.আর.ও নং ৬১-এল/৭৯ এম এফ/ আর II/ এল-১/৭৮-৭১ বিজ্ঞপ্তিতে বর্ণিত শ্রান্তি বিনােদন ভাতা প্রাপ্যতার ভিত্তি হিসাবে নিম্নলিখিত চার ধরণের তথ্য বিবেচনা করা হয় বলিয়া সরকারের গােচরীভূত হইয়াছে:
১) চাকরিতে নিয়ােগের তারিখ;
২) বিগত শ্রান্তি ও বিনােদন ছুটি শুরুর তারিখ;
৩) ছুটি শেষ হওয়ার পরের দিনের তারিখ;
৪) আবেদনপত্রের তারিখ;
এই চার ধরণের গণনার দরুণ সম্ভাব্য বিভ্রান্তি দূরীকরণার্থে নিম্নবর্ণিত স্পষ্টীকরণ প্রদান করা হইল:
ক) ছুটির প্রাপ্যতা সাপেক্ষে আবেদনকারীর আবেদনের তারিখ হইতে পরবর্তী তিন বৎসর হিসাব করিতে হইবে।
খ) কোন কর্মচারী যে মাসে ছুটিতে যাইবেন সেই মাসে যে মূল বেতন পাইবেন উহাই তাঁহার চিত্ত-বিনোদন ছুটির বিধিসমাত এক মাসের বেতন বলিয়া গণ্য হইবে।
নিচের ছবিতে সরকারি চাকরিজীবীদের শ্রান্তি ও বিনোদন ভাতা প্রাপ্যতার বিষয়ে অর্থমন্ত্রণালয়ের স্পষ্টীকরণ দেখুন
শিক্ষা, চাকরি, প্রশিক্ষণ, ব্যবসা, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে বিভিন্ন তথ্য সবার আগে পাওয়ার জন্য বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজ লাইক ও ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করে রাখুন।
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
- নিন্ম-মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলের জন্য ক্লাস পরিচালনার রুটিন প্রকাশ
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৭তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত
- ডিজিটাল বাংলাদেশে ই-সার্ভিস, ই-গভর্ন্যান্স ও ই-কমার্স আমাদের জীবনকে করেছে সহজতর