বাবা ও মায়ের কাজের তালিকায় বৃত্তি ও পেশা নির্ধারণ
প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনায় থাকছে ক্যারিয়ার সম্পর্কিত কাজ- বৃত্তি ও পেশা। এই অনুচ্ছেদ শেষে তোমরা বৃত্তি ও পেশা সম্পর্কে জানতে পারবে। বাবা ও মায়ের কাজের তালিকায় বৃত্তি ও পেশা নির্ধারণ করতে সক্ষম হবে।
তোমার বাবা ও মায়ের কাজের একটি তালিকা তৈরি করে কোনটি বৃত্তি এবং কোনটি পেশা তা নির্ধারণ করে নিম্নের ছকে লিখ।
কাজের অর্থ অনেক ব্যাপক। মূলত কোন উদ্দেশ্য সাধনের জন্য যে কোন শারীরিক বা মানসিক কর্মকাণ্ড-ই হলো কাজ। এটি অর্থ উপার্জনের জন্য হতে পারে বা অর্থ উপার্জন ছাড়াও হতে পারে।
পেশা মূলত এমন কাজ যার জন্য ব্যক্তির বিশেষ ধরনের শিক্ষা ও প্রশিক্ষণের প্রয়োজন হয়। আর বৃত্তি হলো এমন একটি কাজ যা দ্বারা কোন ব্যক্তি বিশেষ কোনো শিক্ষা বা দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ ছাড়াই অর্থ উপার্জন করতে পারে। এটি ক্যারিয়ারের সাথে সম্পর্কযুক্ত হতেও পারে আবার নাও হতে পারে। তবে ক্যারিয়ারের স্বার্থে পেশা বেশি সম্পর্কযুক্ত। ক্যারিয়ার হলো সব ধরনের কাজ, পেশা, চাকরি বা জীবন অভিজ্ঞতার সমন্বিত রূপ, যা একজন ব্যক্তি তার সারা জীবনে অর্জন করে।
আরো সহজে বললে, প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে সেই শিক্ষাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করাকে পেশা বলে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া কোনো প্রশিক্ষণ নিয়ে অর্থ উপার্জন করাকে বৃত্তি বলে। বৃত্তি বলতে সাধারণ একটা ধারণাকে বুঝায়। যার জন্য কোনো তাত্ত্বিক জ্ঞান বা প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন হয় না।
আমার বাবা ও মায়ের কাজের একটি তালিকা তৈরি করে কোনটি বৃত্তি এবং কোনটি পেশা তা নির্ধারণ করে নিম্নের ছকে লিখা হলো-
কাজের বিবরণঃ
বাগান করা, ঘর বা গৃহস্থালির কাজ করা, গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষিকা, সাংবাদিক।
মায়ের বৃত্তি-
- বাগান করা,
- ঘর বা গৃহস্থালির কাজ করা,
- গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি।
মায়ের পেশা-
- শিক্ষিকা,
- সাংবাদিক।
বাবা ও মায়ের কাজের তালিকায় বৃত্তি ও পেশা নির্ধারণ
কাজের বিবরণঃ
বাগান পরিচর্যা করা, ঘরের কাজে সহায়তা করা, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, চিকিৎসক, আইনজীবী।
বাবার বৃত্তি-
- বাগান পরিচর্যা করা,
- ঘরের কাজে সহায়তা করা,
- বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি।
বাবার পেশা-
- চিকিৎসক,
- আইনজীবী।
আরো দেখুন-
- প্রযুক্তি নির্ভর বিশ্ব – ব্যক্তিগত জীবনে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র ও গুরুত্ব
- এসএসসি ২০২০ বৃত্তির ফলাফল (মেধা ও সাধারণ) প্রকাশিত – সকল বোর্ড
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।