নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংকে বেতন বিল জমা প্রয়োজনীয় কাগজপত্র
নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ব্যাংক এর বিল জমা দেওয়ার কি কি কাগজপত্র লাগবে তা নিয়ে অনেকেই চিন্তায় আছেন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অথবা স্তর পরিবর্তনকৃত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ব্যাংকে বেতন-ভাতাদির বিল জমা দেওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে এবং সে সকল কাগজ পত্রের নমুনা কপি সহ।
এই পোস্টটি পড়লে ব্যাংকে কাগজপত্র জমা দানের বিষয়ে আপনার আর কোন সমস্যা থাকবে না বলে আশা করছি। পোস্টটি সম্পূর্ণ পড়বেন এবং ভালো লাগলে অন্যের উপকারার্থে অবশ্যই তা শেয়ার করে দিবেন।
এবার চলুন জেনে নেই ব্যাংকে এমপিও বিল সাবমিট করার জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে:
এখানে ক্রমান্বয়ে কাগজপত্র গুলোর তালিকা দেওয়া হল-
১. প্রতিষ্ঠান প্যাডে বেতন বিল এর সংক্ষিপ্ত বিবরণী: ০১ কপি
প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠান প্যাডে প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নামের তালিকা পদবী মোবাইল নম্বর মোট প্রাপ্য বেতন এর একটি সামারি তৈরি করবেন।
নমুনা ফাইলটি ডাউনলোড করুন
২. শিক্ষক-কর্মচারীদের অঙ্গীকারনামা: ০১ কপি
বিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মচারীদের নামের তালিকা সহ একটি অঙ্গীকারনামা প্রস্তুত করতে হবে। এখানে শিক্ষকদের নাম, ইনডেক্স নং, পদবি উল্লেখ থাকবে। শিক্ষকগণ তাদের নামের পাশে স্বাক্ষর সম্পাদন করবে।
নমুনা অঙ্গীকারনামা ডাউনলোড করুন
৩. খ – ফর্ম (বেতন ও ভাতা/পে স্কেল/আবর্তক/সহায়ক মঞ্জুরী বিল: ০২ কপি
প্রতিষ্ঠান নামে দুটি খ ফ্রম প্রস্তুত করে বিল ফরম এর সাথে জমা দিতে হবে। এই ফর্মে থাকে প্রতিষ্ঠান স্বীকৃতির মেয়াদ, পরিচালনা কমিটির মেয়াদ, মোট টাকার পরিমান কথায় ও অংকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও বিজ্ঞপ্তির স্মারক নং, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ।
৪. অনলাইন থেকে ডাউনলোডকৃত এমপিও কপি :০১ টি
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএস পোর্টাল থেকে ডাউনলোড কৃত এমপিও কপি বেতন বিলের সাথে সংযুক্ত করতে হবে।
৫. এমপিও (বেতন বিলের বিবরণী): ০৩ টি
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের মাসিক হাজিরা ও বিস্তারিত বিবরণ এর উপর ভিত্তি করে একটি এনপিও বিবরণী প্রস্তুত করবেন। এই কপির তিনটি প্রস্তুত করে শিক্ষক-কর্মচারীরা এতে স্বাক্ষর সম্পাদন করবেন।
নমুনা এমপিও বিবরণী ডাউনলোড করুন
উপরোক্ত কাগজপত্রগুলো প্রস্তুত করে দুটো সেট করবেন। এরপর শিক্ষক-কর্মচারীদের স্বাক্ষর গ্রহন করে প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক প্রয়োজনীয় স্থানে স্বাক্ষর সম্পাদন করে ব্যাংকে এক কপি জমা দিবেন এবং প্রতিষ্ঠান এমপিও ফাইল এক কপি সংরক্ষণ করবে।
শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজ টি ফলো এবং লাইক দিয়ে রাখুন।
এক নজরে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা:
১. প্রতিষ্ঠানের প্যাডে এমপিও সংক্ষিপ্তর বিবরণী – ০১ টি
২. প্রতিষ্ঠানের প্যাডে শিক্ষক/কর্মচারীদের অঙ্গীকার নামা- ০১ টি
৩. খ – ফর্ম (বেতন ও ভাতা/পে স্কেল/আবর্তক/সহায়ক মঞ্জুরী বিল: ০২ কপি
৪. ডাউনলোকৃত এমপিও শীট – ০১ টি
৫. শিক্ষক-কর্মচারীদের এমপিও বিবরণী- ০৩ টি
আপনার জন্য আরও কিছু খবর-
- আপনার মোবাইল সেট এর বৈধতা যাচাই করবেন যেভাবে
- আয়কর রিটার্ন কারা এবং কিভাবে দাখিল করবেন
- অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার পদ্ধতি ও প্রয়োজনীয় কাগজপত্র
- ঢাকা বোর্ড বিভিন্ন সনদ ও মার্কশীটে নাম ও বয়স সংশোধন আবেদনের নিয়মাবলি
- কুমিল্লা শিক্ষাবোর্ড নাম ও বয়স সংশোধন ফরম এবং আবেদনের নিয়মাবলি
- নাম ও বয়স সংশােধনের ফ্রেসকপির আবেদন অনলাইনে করার নির্দেশনা
- এমপিও ইনডেক্স ডিলেট ও রিলিজ আবেদনের নিয়ম – প্রয়োজনীয় কাগজপত্র
- কলেজ ভর্তি আবেদন ফি প্রেরণের সবগুলো নিয়ম
- নবম শ্রেণি রেজিষ্ট্রেশন তথ্য সংগ্রহের ফরম ও জরুরি নির্দেশনা
- যেভাবে উপবৃত্তির ও বৃত্তির নতুন তথ্য আপলোড ও তথ্য সংশোধন করবেন





