চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ২০২১ শিক্ষাবর্ষে ৮ম শ্রেণির রেজিষ্ট্রেশন বিজ্ঞপ্তি
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ২০২১ শিক্ষাবর্ষে ৮ম শ্রেণির রেজিষ্ট্রেশন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম এর অফিসিয়াল ওয়েবসাইটে ০৯ মার্চ ২০২১ তারিখে ২০২১ সালে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জেএসসি রেজিষ্ট্রেশন সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর জেএসসি পরীক্ষার্থীদের রেজিষ্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়-
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবাের্ড, চট্টগ্রাম এর আওতাধীন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল এন্ড কলেজ এবং ৮ম শ্রেণী চালুকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ এবং সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে, ২০২১ সালের ৮ম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিষ্ট্রেশনের জন্য নির্ধারিত ফি, সময়সূচি ও নির্দেশাবলী নিম্নে দেয়া হল:
১। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ৮ম শ্রেণির রেজিষ্ট্রেশন ফি এর হার (প্রতি শিক্ষার্থী):
- রেজিষ্ট্রেশন ফিঃ ৫০/-
- রেডক্রিসেন্ট ফিঃ ২৪/-
- মােট ফি (বিলম্ব রেজিঃ ফি ব্যতীত): ৭৪/-
- মােট ফি (বিলম্ব রেজিঃ ফিসহ): ১২৪/-
বিঃ দ্রঃ শিক্ষা মন্ত্রণালয়ের ১৭/১২/২০২০ তারিখের ৩৭.০০.০০০০.০৭২.৪৪, ০২২.১৭.৪৩৬ স্মারক অনুযায়ী ৮ম শ্রেণীর রেজিষ্ট্রেশন কার্যক্রমের সময় শিক্ষার্থীদের কাছ থেকে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীতে আদায়কৃত মােট রেডক্রিসেন্ট ফি (২০+২০+২০) = ৬০ (ষাট) টাকার ৬০% অর্থাৎ ৩৬/- (ছত্রিশ) টাকা নিজ প্রতিষ্ঠানের যুব রেড ক্রিসেন্ট এর একাউন্টে বিবিধ কার্যক্রম পরিচালনার জন্য সংরক্ষণ করবে।
অবশিষ্ট ৪০% অর্থাৎ ২৪/- (চব্বিশ) টাকা শিক্ষাবাের্ডে প্রদান করতে হবে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ৬ষ্ঠ,৭ম ও ৮ম শ্রেণীতে ভর্তির সময় প্রতি শিক্ষাবর্ষে ২০/(বিশ) টাকা হারে রেড ক্রিসেন্ট ফি সংগ্রহ করবে এবং ৮ম শ্রেণীতে রেজিষ্ট্রেশনের সময় একত্রিত ও সমন্বয় করে নিজস্ব একাউন্ট-এ সংরক্ষণ ও বাের্ডকে প্রদান করবে।
২। চট্টগ্রাম বোর্ডের জেএসসি রেজিষ্ট্রেশন eSIF পূরণ (রেজিষ্ট্রেশন) ও টি.টি (T.T) করার সময়সূচিঃ
- ১. eSIF পূরণ ও টি.টি (T.T) করার তারিখ: ১৪/০৩/২০২১ তে ৩১/০৩/২০২১ পর্যন্ত;
- ২. বিলম্ব ফিসহ eSIF পূরণ ও টি.টি (T.T) করার তারিখ: ০১/০৪/২০২১ হতে ০৯/০৪/২০২১ পর্যন্ত;
- ৩. অনলাইনে শিক্ষার্থীদের ছবি, বিষয় ইত্যাদি সম্পর্কিত তথ্যের ভুলভ্রান্তি সংশােধনের তারিখ: ১৬/০৪/২০২১ হতে ২৫/০৪/২০২১ পর্যন্ত;
- ৪. শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরযুক্ত eSIF প্রিন্ট আউট সরাসরি জমাদানের তারিখ: ৩০/০৪/২০২১;
৩। অনলাইনে রেজিষ্ট্রেশন করার জন্য বাের্ডের ওয়েবসাইটে প্রবেশ করে জেএসসি কর্ণারে ক্লিক করে নির্দেশনা অনুযায়ী eSIF পূরণ করতে হবে।
৪। শিক্ষার্থীদের ফি সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড, চট্টগ্রাম এর অনুকূলে হিসাব নং- SND-59, সােনালী ব্যাংক, বহদ্দারহাট শাখা, চট্টগ্রাম বরাবর নির্ধারিত সময়ে সােনালী ব্যাংকের যে কোন শাখার মাধ্যমে (বহদ্দারহাট শাখা ব্যতীত) টি.টি করতে হবে।
যতজন শিক্ষার্থীর eSIF পূরণ করা হবে ঠিক ততজন শিক্ষার্থীর টি.টি করতে হবে। কোন অবস্থাতেই টি টি করা শিক্ষার্থীর সংখ্যা থেকে অতিরিক্ত কোন শিক্ষার্থীর eSIF পূরণ করা যাবে না ।
৫। জেএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালার ১(খ) ধারা অনুযায়ী পরীক্ষা বছর অর্থাৎ ১লা জানুয়ারী, ২০২১ তারিখে পরীক্ষার্থীর ন্যূনতম বয়স ১১+ এবং ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে সর্বোচ্চ ১৭ বছর।
৬। eSIF পূরণ করার সময় শিক্ষার্থীর পিতা ও মাতার নামের পূর্বে মিঃ, মিসেস, মৃত, মরহুম, মেজর, কর্ণেল, ব্রিগেডিয়ার, মৌলভী, ডাঃ, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ড., শ্রীযুক্ত, আলহাজ্ব ইত্যাদি এবং নামের শেষে বি,এ, এম,এ এফআরসিএস ইত্যাদি পরিহার করতে হবে।
৭। বাের্ডের অনুমতি ব্যতীত নিজ প্রতিষ্ঠানে ভর্তিকৃত ও অধ্যয়নরত শিক্ষার্থী ছাড়া অন্য কোন শিক্ষার্থীকে রেজিঃভূক্ত করা যাবে না।
যদি এর ব্যত্যয় ঘটে তাহলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণসহ প্রতিষ্ঠানের স্বীকৃতি/পাঠদানের অনুমতি প্রত্যাহার করা হবে ।
তবে পাঠদানের অনুমতিবিহীন কোন বিদ্যালয় বাের্ডের অনুমতি সাপেক্ষে একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে রেজিষ্ট্রেশন করাতে পারবে। তবে স্বীকৃতিপ্রাপ্ত অন্য প্রতিষ্ঠানে সর্বোচ্চ ০৩ (তিন) বারের অধিক রেজিষ্ট্রেশন করানাে যাবে না।
৮। যে কোন বিদ্যালয় সর্বমােট ৫০০ (পাঁচশত) এর অধিক শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করার ক্ষেত্রে বাের্ডের অনুমতি গ্রহণ করতে হবে।
৯। ভর্তি বহির্ভূত কোন শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন করা হয় নি মর্মে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র জমা দিতে হবে। অন্য প্রতিষ্ঠানের | শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করালে বাের্ডের পূর্বানুমতি পত্র জমা দিতে হবে।
১০। রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে শিক্ষার্থীদের নাম, পিতার নাম, মাতার নাম অবশ্যই ইংরেজিতে লিখতে হয় বিধায় প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষার্থীদের সকল তথ্য বাংলার পাশাপাশি ইংরেজিতে সঠিকভাবে সংগ্রহ করে অনলাইনে ডাটা এন্ট্রি করার জন্য নির্দেশনা প্রদান করা হল।
১১। বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সকল তথ্য নিশ্চিত হয়ে ডাটা এন্ট্রি করতে হবে। উল্লেখিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের
রেজিষ্ট্রেশন করাতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীর কোন সমস্যা হলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ২০২১ শিক্ষাবর্ষে ৮ম শ্রেণির রেজিষ্ট্রেশন বিজ্ঞপ্তিটি
আরও পড়ুন: জেএসসি/জেডিসি রেজিষ্ট্রেশন এ ভুল ভ্রান্তি এড়াতে প্রতিষ্ঠান প্রধানের করণীয়
আপনার জন্য আরও কিছু তথ্য:
- ২০১৯-২০ একাদশ শ্রেণির eSIF পূরণের সর্বশেষ সুযোগ ঢাকা বোর্ডের;
- ঢাকা শিক্ষাবোর্ডে ২০২১ সালে ৮ম শ্রেণিতে রেজিষ্ট্রেশন বিজ্ঞপ্তি;
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–
আমাদের আরও কিছু ওয়েবসাইট: সফটডোড, গ্র্যাফিয়ার, ভিডিও বার্তা, বিডি রোস্টার, সাহসী বার্তা, বঙ্গ আয়না;