এমপিও সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানীতে উপস্থিত থাকার নির্দেশ
কতিপয় শিক্ষক/কর্মচারীকে এমপিও সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানীতে উপস্থিত থাকার নির্দেশনার দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক-৩ কর্তৃক ০৪ অক্টোবর, ২০২২ তারিখে প্রয়ােজনীয় কাগজপত্রসহ শুনানীতে উপস্থিত থাকা প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়-
প্রয়ােজনীয় কাগজপত্রসহ শুনানীতে উপস্থিত থাকা প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রভাষক/প্রধান শিক্ষক/সহকারী শিক্ষক/শিক্ষিকা/ল্যাব সহকারী এর এমপিওভুক্তিাবকেয়া প্রদান/এমপিও বন্ধকরন/ছাড়করণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে তাঁদের নিয়ােগসহ যাবতীয় তথ্যাদি যাচাই করার জন্য আগামী ১১.১০.২০২২ তারিখ মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরাে (ব্যানবেইস), পলাশী, নীলক্ষেত, ঢাকা শুনানী অনুষ্ঠিত হবে।
উক্ত শুনানীতে যথাসময়ে (বক্তব্যের সমর্থনে সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর আবেদন এবং সূচিপত্রসহ সকল কাগজপত্রাদি) অংশগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
নিচে এমপিও সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানীতে উপস্থিত থাকার নির্দেশনা প্রাপ্ত শিক্ষকদের তালিকা দেওয়া হল-
০১. জনাব এ,কে এম শাহে আলম, অধ্যক্ষ, দুলারহাট আদর্শ ডিগ্রী কলেজ, চরফ্যাশন, ভােলা।
০২. জনাব হাসনা হেনা, প্রভাষক (সমাজবিজ্ঞান), দুলারহাট আদর্শ ডিগ্রী কলেজ, চরফ্যাশন, ভােলা।
০৩. জনাব মাে: বেলাল হােসেন, ল্যাব সহকারী (তথ্য ও যােগাযােগ প্রযুক্তি), কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ, কলাপাড়া, পটুয়াখালী।
০৪. জনাব মাে: বেলাল হােসেন, প্রধান শিক্ষক, উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, লালপুর নাটোর।
০৫. জনাব লতিকা রাণী ঘােষ, সহকারী শিক্ষিকা (কৃষি), ঘােষনগর গংগারামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তালা, সাতক্ষীরা।
০৬. জনাব রহিমা বেগম, সহকারী শিক্ষিকা (সমাজ বিজ্ঞান), সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, ভেদরগঞ্জ, শরীয়তপুর।
০৭. জনাব মাে: তৌহিদ হােসেন, অধ্যক্ষ, সাভার মডেল কলেজ, সাভার, ঢাকা।
০৮. জনাব মােছা: রুপালী খাতুন, প্রভাষক (গার্হস্থ্য বিজ্ঞান), রাজাপুর ডিগ্রী কলেজ, বড়াইগ্রাম, নাটোর।
০৯. জনাব তাসলিমা শহীদ, প্রভাষক (জীববিজ্ঞান), জরিনা মফজল সিটি কর্পোরেশন কলেজ, চট্টগ্রাম।
১০. জনাব সুমন রায়, প্রভাষক (উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন), সরাইপাড়া সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজ, চট্টগ্রাম।
১১.জনাব নন্দিতা বড়ুয়া, প্রভাষক (যুক্তিবিদ্যা, কাপাসগােলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ, চট্টগ্রাম।
১২. জনাব এবিএম মাহবুবুল হক, প্রভাষক (ব্যবস্থাপনা), সরাইপাড়া সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজ, চট্টগ্রাম।
১৩.জনাব কাওছার সাদেকা, প্রভাষক (ইংরেজি), সরাইপাড়া সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজ, চট্টগ্রাম।
১৪. জনাব এ কে মির্জা মাে: আব্দুল্লাহ, প্রভাষক (বাংলা), সরাইপাড়া সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজ, চট্টগ্রাম।
১৫. জনাব মাে: আব্দুল মজিদ, প্রভাষক (ইসলাম শিক্ষা), মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ, মহাদেবপুর, মানিকগঞ্জ।
১৬. জনাব রেবেকা পারভীন, প্রভাষক (অর্থনীতি), কমলাপুর স্কুল এন্ড কলেজ, ঢাকা।
১৭. জনাব ফারহানা সিদ্দিকী, প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), কমলাপুর স্কুল এন্ড কলেজ, ঢাকা।
১৮. জনাব রােজিনা রশিদ, প্রভাষক (দর্শন), কমলাপুর স্কুল এন্ড কলেজ, ঢাকা।
১৯. জনাব তারেক হাসনাত, প্রভাষক (পদার্থবিজ্ঞান), কমলাপুর স্কুল এন্ড কলেজ, ঢাকা।
২০. জনাব মাে: নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, বালিয়া উচ্চ বিদ্যালয়, করিমগঞ্জ, কিশােরগঞ্জ।
নিচের ছবিতে বিজ্ঞপ্তিটি দেখুন
আপনার জন্য আরও কিছু তথ্য:
দেশের শিক্ষাসংক্রান্ত যেকোন তথ্য সবার আগে পাওয়ার জন্য বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।