এমপিও আবেদনের শিক্ষক-কর্মচারীদের যে বিষয়গুলো যাচাই করা হবে
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে কয়েকদিন আগে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক গত ০৬ মে ২০২০ মাধ্যমিক এবং ৮ মে ২০২০ উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসাসমূহের এমপিও আবেদনের তারিখ শেষ হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এমপিও আবেদন নিষ্পত্তি অনুমোদন সততার সাথে সম্পন্ন করতে হবে।
এবং ঈদুল ফিতরের পূর্বেই নতুন শিক্ষক-কর্মচারীদের এমপিও প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রণালয়। আবেদন দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে কোন কোন কাগজপত্র যাচাই করা হবে সেই প্রসঙ্গে একটি পত্র জারি করেছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওই পত্রে বলা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল ও কলেজের এমপিও রিস্টোর পরিবর্তন নতুন এমপিওভুক্ত ক্ষরণের ফলে এমপিও পাওয়ার যোগ্য শিক্ষক কর্মচারীগণের মে ২০২০ মাসের এমপিও আবেদন নিষ্পত্তি অনুমোদন দ্রুততার সাথে সম্পন্ন করার লক্ষ্যে নিম্নে উল্লেখিত সংযুক্তিসমূহ যাচাই করে সিদ্ধান্ত গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।
- আরও পড়ুন: এমপিও আবেদনের পরিপূর্ণ গাইড লাইন
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, উপ-আঞ্চলিক কর্মকর্তা উক্ত নির্দেশনাটি ফলো করবেন।
যাচাইয়ের জন্য সংযুক্তিসমূহ-
১. শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ন পত্র
২. শিক্ষক-কর্মচারীদের ছবিযুক্ত ফর্ম
৩. পত্রিকায় বিজ্ঞপ্তির কপি
৪. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ
৫. এনটিআরসিএ সনদ (যদি থাকে)
৬. স্নাতক পরীক্ষার নম্বর ফর্দ (যদি প্রয়োজন হয়)
৭. নিয়োগ পত্র
৮. যোগদান পত্র
৯. ব্যাংক একাউন্টের স্লিপ ও প্রত্যয়ন পত্র
১০. সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষার্থীর সংখ্যা
১১. এমপিও সিট (প্রথম ও শেষ এমপিও) নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এগুলো প্রযোজ্য হবে না
১২. নিয়োগ পরীক্ষার নম্বর ফর্দ (এনটিআরসিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হলে এনটিআরসিএ রেকমেন্ডেশন লেটার
১৩. বিষয় অথবা সেকশন খোলার অনুমতি পত্র
১৪. পরিচালনা কমিটির সমস্ত রেজুলেশন।
উল্লেখ্য, নতুন এমপিওভুক্ত অথবা এমপিও স্তর পরিবর্তনকৃত শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল অথবা কলেজ এ বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কোন মে ২০২০ মাসের জন্য নির্ধারিত সময়ের আবেদনের ব্যর্থ হলে পরবর্তীতে নির্ধারিত সময়ে যথাযথ প্রক্রিয়ায় কর্মচারীগণ এমপিও আবেদন করতে পারবেন।
শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের পেইজ টি লাইক করে রাখুন।
আমি কিভাবে ব্যাংক একাউন্ট খুলতে পারি?