এবার শিক্ষকদেরও সংসদ টিভিতে ক্লাস দেখার নির্দেশনা – মাউশি
সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের পাঠদানের হতো না হওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক সংসদ টিভিতে আমার ঘরে আমার স্কুল প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হচ্ছে।
গত ২৯ মার্চ থেকে এই কার্যক্রম চলমান আছে।
এবার শিক্ষার্থীদের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের আমার ঘরে আমার স্কুল প্রোগ্রামের সংসদ টিভিতে প্রচারিত ক্লাসসমূহ দেখার নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সকল আঞ্চলিক কার্যালয়, জেলা শিক্ষা, উপজেলা শিক্ষা অফিস, সরকারি-বেসরকারি সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতিষ্ঠান বন্ধ কালীন সময়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের ধারাবাহিকতা রক্ষার জন্য সংসদ বাংলাদেশ টিভিতে নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিষয় ভিত্তিক পাঠদান প্রক্রিয়া চলমান।
শিক্ষার্থীদের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষকদের শ্রেণি কার্যক্রম দেখার নির্দেশনা প্রদান করা হলো।
প্রত্যেকটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা খাতায় তারিখ অনুযায়ী পাঠদানকারী শিক্ষক কর্তৃক প্রদত্ত বাড়ির কাজ সম্পন্ন করবেন।
এবং স্কুল খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের নিকট তা জমা দিবেন।
এই বাড়ির কাজের উপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়ন এর সাথে যোগ হবে।
মোবাইলের সংসদ টিভি দেখার প্রক্রিয়া জানতে ক্লিক করুন
ইউটিউব এর সংসদ টিভির ক্লাস গুলো দেখতে ক্লিক করুন