প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০২০ ম্যানুয়াল ও সকল ফরম ডাউনলোড
প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০২০ ম্যানুয়াল ও সকল ফরম শিক্ষকগণের সুবিদার্থে এখান বিভিন্ন ফরম্যাটে দেওয়া হল।
আগামীকাল ২৩ ফেব্রুয়ারি ২০২০, রোজ-রবিবার সারা দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রাথমিক স্তর থেকে শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রের চর্চা তৈরির জন্য স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১০ সালের প্রথম প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০২০ সালে এই নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখ সকাল ০৯ ঘটিকা থেকে দুপুর ০১:০০ ঘটিকা পর্যন্ত।
সকল ফরম এই আর্টিকেল এর শেষে দেওয়া আছে।
স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০২০ এর কর্মপরিকল্পনা
ক্রমিক নং | কাজের বিবরণ | তারিখ |
০১। | উপজেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এস.এম.সির সভাপতিকে অবহিত করবেন: | ০৫ থেকে ০৮ ফেব্রুয়ারি ২০২০ |
০২। | বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এস.এম.সি ও শিক্ষার্থীদের অবহিত করণ সভা: | ০৯ থেকে ১০ ফেব্রুয়ারি ২০২০ |
০৩। | নির্বাচন কমিশনার নিয়োগ: | ১১ ফেব্রুয়ারি ২০২০ |
০৪। | ভোটার তালিকা প্রকাশ ও তফসিল ঘোষণা: | ১২ ফেব্রুয়ারি ২০২০ |
উপরোক্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার প্রধান শিক্ষকের সহায়তায় নির্বাচনী তফসিল ঘোষনা করবেন।
প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনী তফসিল-২০২০
ক্রমিক | কাজের বিবরণ | তারিখ |
০১ | শিক্ষার্থীদের মধ্যে যারা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে আগ্রহী তাদের পক্ষ থেকে মনোনয়নপত্র আহবান। | ১৩-০২-২০২০ |
০২ | মনোনয়নপত্র গ্রহিতাগণ মনোনয়নপত্র পূরণ করে জমা দিবেন। | ১৬-০২-২০২০ |
০৩ | মনোনয়নপত্র যাছাই বাছাই করে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ | ১৭-০২-২০২০ |
০৪ | মনোয়নপত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ | ১৮-০২-২০২০ |
০৫ | ভোট গ্রহণ (সকাল ০৯ টা থেকে দুপুর ০১ টা) ও ফলাফল | ২৩-০২-২০২০ |
০৬ | নির্বাচন সম্পন্ন করে প্রতিবেদন অধিদপ্তরে প্রেরণ: | ২৫-০২-২০২০ |
উপজেলা শিক্ষা অফিসারগণ যেসকল বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন করার জন্য মনোনীত করবেন যে সকল বিদ্যালয়ের তালিকা প্রস্তুত করে তাদেরকে ০৫ থেকে ০৮ ফেব্রুয়ারি ২০২০ মধ্যে অবহিত করবেন। (তালিকার নমূণা)
বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপজেলা শিক্ষা অফিসার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিদ্যালয়ের পরিচালনা কমিটি, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের ০৯ থেকে ১০ ফেব্রুয়ারি এই দুই দিনের মধ্যে অবহিত করবেন।
ভোটার তালিকা প্রণয়ন:
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্বাচনের কমপক্ষে ১০ দিন আগে ৩য় থেকে ৫ম শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোটার করে ভোটার তালিকা তৈরি করে প্রকাশ করবেন।
ভোটার তালিকার নমূনা ডাউনলোড করুন (Download)
স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন-২০২০
ভোটার তালিকার ছক
বিদ্যালয়ের নাম: ………………………………………………………………,উপজেলা/থানা:…………………………….., জেলা: …………………………..
ক্রমিক নং | নাম | শ্রেণি | শাখা | রোল নম্বর | ভোটার নম্বর |
প্রধান শিক্ষকের
স্বাক্ষর ও তারিখ
প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ:
* প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণের সমন্বয়ে ৫ম শ্রেণি থেকে ১ জন ছাত্র/ছাত্রীকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করবেন। সে নির্বাচন সংক্রান্ত সকল দায়-দায়িত্ব প্রধান শিক্ষকের পরামর্শ মোতাবেক পালন করবে।
প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার:
- নির্বাচন কমিশনার প্রতি ভোট কক্ষের জন্য ০১ জন প্রিজাইডিং অফিসার ও ০২ জন পোলিং অফিসার নিয়োগ করবেন।
শৃংখলা বজায় রাখা: নির্বাচন কমিশনার নির্বাচনের শৃংখলা বজায় রাখার জন্য বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের দায়িত্ব অর্পন করবেন।
নির্বাচনী তফসিল প্রকাশ:
প্রধান নির্বাচন কমিশনার অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্বাচনী তফসিল প্রকাশ করবেন।
নির্বাচনী তফসিল নমূনা কপি ডাউনলোড করুন
মনোনয়নপত্র বিতরণ ও দাখিল:
নির্বাচন কমিশনার তফসিল অনুযায়ী নির্ধারিত তারিখে ৩য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ করবেন এবং নির্ধারিত সময়ে তা গ্রহন করবেন।
মনোনয়পত্র নমূনা কপি ডাউনলোড করে নিন।
মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ:
নির্বাচন কমিশনার প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাইকের বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবেন।
মনোনয়নপত্র বিতরণ, জমা, বাছাই ও প্রত্যাহার এবং চুড়ান্ত প্রার্থীর সংখ্যা প্রকাশ সংক্রান্ত ফরমটি ডাউনলোড করে নিন।
নিচের তালিকা থেকে প্রয়োজনীয় ফরমগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। (এগুলো .doc ফরম্যাটে তাই যেকোন ভার্সনে ব্যবহার করা যাবে-
ক্রমিক নং | ফরমের নাম ও ফরম নং | ছক নং | ডাউনলোড বাটন |
০১ | নির্বাচনী কর্মপরিকল্পনা ও তফসিল ফরম | সংলগ্নি-১ | ডাউনলোড |
০২ | নির্বাচিত বিদ্যালয়ের তালিকা (উপজেলা শিক্ষা অফিসের জন্য) | ছক-১ | ডাউনলোড |
০৩ | ভোটার তালিকার ছক | ছক-২ | ডাউনলোড |
০৪ | প্রার্থীর মনোনয়নপত্রের ছক | ছক-৩ | ডাউনলোড |
০৫ | নমূনা ব্যালট পেপার | ছক-৪ | ডাউনলোড |
০৬ | মনোনয়নপত্র বিতরণ, জমা, বাছাই ও প্রত্যাহার এবং চূড়ান্ত প্রার্থীর সংখ্যা | ছক-৫ | ডাউনলোড |
০৭ | ভোটের হিসাব | ছক-৬ | ডাউনলোড |
০৮ | নির্বাচিত প্রার্থীর তালিকা | ছক-৭ | ডাউনলোড |
০৯ | নির্বাচিত প্রার্থীদের মধ্যে কর্মবন্টন ছক | ছক-৮ | ডাউনলোড |
১০ | বাৎসরিক কর্মপরিকল্পনা প্রণয়ন ছক | ছক-৯ | ডাউনলোড |
১১ | সভার কার্যবিবরণী লিপিবদ্ধ করণ ছক | ছক-১০ | ডাউনলোড |
স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সংক্রান্ত সকল ফরম
Download
উপরে প্রদত্ত বিভিন্ন ফরম সমূহ ব্যবহার উপযোগী করে প্রস্তুত করা হয়েছে। আপনাদের নুন্যতম উপকার হলে এই নিউজটি শেয়ার করে দিবেন এবং আমাদের ফেইসবুক পেইজ লাইক দিন এবং গ্রুপে যোগ দিন।
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।