নতুন শিক্ষাবর্ষে ভর্তি ও পুনরভর্তিতে ভর্তি ফি ও সেশন চার্জ নেওয়ার বিষয়ে নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।
প্রতিষ্ঠান সমূহকে ভর্তির সর্বশেষ নীতিমালা অনুসরণ করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১১-০২-২০২০
যাদের জন্য প্রযোজ্য: বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, স্কুল এন্ড কলেজ, নিন্ম মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের জন্য।
ভর্তি সর্বশেষ নীতিমালায় ভর্তিতে ফি ও পুন: ভর্তি ফি ও শেসন চার্জ নেওয়া বিষয়ে যে নিদের্শনা আছে তা হল-
১১.০: ভর্তি আবেদন ফরমের মূল্য ও ভর্তি ফি:
১১.১: ভর্তির আবেদন ফরমের জন্য MPO, Semi-MPO এবং Non-MPO শিক্ষা প্রতিষ্ঠান ভর্তির আবেদন ফি বাবদ-২০০ (দুইশত) টাকা গ্রহন করতে পারবে।
১১:২: সেশন চার্জসহ ভর্তি ফি (সর্বসাকুল্যে): মফস্বল এলাকায় ৫০০/- উপজেলা (পৌর) এলাকায়: ১০০০/- (এক হাজার), জেলা সদর এলাকায়: ২০০০/-, মেট্রোপলিটন এলাকায়-৩০০০/- (ঢাকা ব্যতীত), ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৮০০০-১০০০/- টাকা গ্রহন করা যাবে।

