নিয়ম বহির্ভুতভাবে ভর্তি ও সেশন চার্জ না নিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ
নতুন শিক্ষাবর্ষে ভর্তি ও পুনরভর্তিতে ভর্তি ফি ও সেশন চার্জ নেওয়ার বিষয়ে নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। নিয়ম বহির্ভুতভাবে ভর্তি ও সেশন চার্জ না নিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ। প্রতিষ্ঠান সমূহকে ভর্তির সর্বশেষ নীতিমালা অনুসরণ করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১১-০২-২০২০
যাদের জন্য প্রযোজ্য: বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, স্কুল এন্ড কলেজ, নিন্ম মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের জন্য।
ভর্তি সর্বশেষ নীতিমালায় ভর্তিতে ফি ও পুন: ভর্তি ফি ও শেসন চার্জ নেওয়া বিষয়ে যে নিদের্শনা আছে তা হল-
১১.০: ভর্তি আবেদন ফরমের মূল্য ও ভর্তি ফি:
১১.১: ভর্তির আবেদন ফরমের জন্য MPO, Semi-MPO এবং Non-MPO শিক্ষা প্রতিষ্ঠান ভর্তির আবেদন ফি বাবদ-২০০ (দুইশত) টাকা গ্রহন করতে পারবে।
১১:২: সেশন চার্জসহ ভর্তি ফি (সর্বসাকুল্যে): মফস্বল এলাকায় ৫০০/- উপজেলা (পৌর) এলাকায়: ১০০০/- (এক হাজার), জেলা সদর এলাকায়: ২০০০/-, মেট্রোপলিটন এলাকায়-৩০০০/- (ঢাকা ব্যতীত), ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৮০০০-১০০০/- টাকা গ্রহন করা যাবে।
নিয়ম বহির্ভুতভাবে ভর্তি ও সেশন চার্জ না নিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–