সর্বশেষ আপটেড

Bangabandhu and the Language Movement

দেশের সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় সমূহের অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ১৬ তম সপ্তাহের অ্যাসাইনমেন্টে অষ্টম শ্রেণির ইংরেজি বইয়ের পঞ্চম ইউনিট থেকে Bangabandhu and the Language Movement সংক্রান্ত ২০০ শব্দের একটি প্যারাগ্রাফ নির্ধারণ করা হয়েছে। এই আর্টিকেলটিতে অষ্টম শ্রেণির ১৬তম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট এর উত্তর/সমাধান দেয়ার চেষ্টা করবো।

অষ্টম শ্রেণির ১৬তম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট

Class: Eight; Group: All; Subject: English; Assignment No. 05

Assignment: Lesson-1: Bangabandhu Language Movement.

Your school observes the International Mother Language Day every year. Early in the morning wearing black badges students and teachers go to the Shaheed Minar in barefoot procession. They sing mourning songs and place flowers at the shaheed minar as a sign of respect. Think about how you celebrated the International Mother Language Day last year in your school and write a short paragraph in 200 words.

In your writing use the following cues:

  1. When did you reach school?
  2. Who did you go with?
  3. When did the program begin?
  4. What activities were taken place?
  5. Did you take part in any of the Activities?
  6. Which activity did you enjoy Most?
  7. When was the program ended?

Instruction:

Students are asked to discuss with friends if any information is needed. Also, Students can talk to the teachers.

অষ্টম শ্রেণির ১৬তম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট এর উত্তর/সমাধান

21st February is a red-letter day in the history of our nation. It is also a mourning day for us. It is a day of historical importance. The day reminds us of our language movement and the sacrifice of our heroic sons. Now we observe the day year every as international mother language day which was formerly observed as shaheed dibosh. The day is a national holiday. UNESCO declared the day as international mother language day in November 1999. It is not observed in our country but also observed as an international mother language day all over the world.

In the morning, I got up and went to the Shaheed Minar with my father barefoot and took flowers. We reached the Shaheed Minar at eight o’clock, including me and my friend Bandhab. Our program started at 10 am. And many of my friends spoke there. There are many important issues of Language Day. On the day in 1952, the Pakistani wanted to impose their undue language as our state language. They wanted to take away our mother tongue. Then our heroic sons of Bangladesh established the Bangla language as the state language sacrificing their blood and lives.

Bangabandhu and the Language Movement

On the day To show respect for their sacrifice, we pay homage to the shaheed minar with flowers and we bow down our heads singing a traditional song “Amar vai er rokte rangano ekushe February, ami ki vulte pari” which I enjoyed most. All Government and Government organizations bring out rallies very early in the morning singing song, they go to shaheed miner. All classes of people go to shaheed minar with flowers to show respect to the language martyrs. So the day and language martyrs will be remembered forever in the history of our Bengali nation. There are also various cultural events throughout the day. Which I and my friends enjoy a lot together. And from this, I learned a lot about Language Day. Finally, the program ended with the speech of the headteacher at 12 pm.

বি.দ্র: পুরো প্যারাগ্রাফটি এক প্যারায় লিখতে হবে।

আশা করি তোমরা তোমাদের অষ্টম শ্রেণির ১৬তম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট এর উত্তর/সমাধান পেয়েছো।

আরো দেখুন-

সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন। ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন। আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

আনসার আহাম্মদ ভূঁইয়া

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা নোটিশ ডট কম এর প্রকাশক ও সম্পাদক জনাব আনসার আহাম্মদ ভূঁইয়া। জন্ম ১৯৯৩ সালের ২০ নভেম্বর, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। বাবা আবদুল গফুর ভূঁইয়া এবং মা রহিমা বেগম। এক ছেলে এক মেয়ে। ছেলে আবদুল্লাহ আল আরিয়ান বয়স ৫ বছর। মেয়ে ফাবিহা জান্নাত বয়স ১ বছর। আনসার আহাম্মদ ভূঁইয়া এর শিক্ষাজীবন আনসার আহাম্মদ ভূঁইয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ২০১৮ সালে ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি উত্তরা ইউনিভার্সিটি ঢাকা থেকে বিপিএড সম্পন্ন করেন। আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু। এরপর আজিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ লাকসাম উচ্চ মাধ্যমিক স্তরে কিছুদিন ক্লাস করার পর। পারিবারিক কারণে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। শিক্ষা জীবনে তিনি কুমিল্লা সরকারি কলেজ এ কিছুদিন রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করার পর ভালো না লাগায় পুনরায় ব্যবসায় শিক্ষা বিষয়ে অধ্যয়ন করেন। ছাত্র জীবনে তিনি নানা রকম সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কর্মজীবন কর্মজীবনের শুরুতে তিনি আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যোগদেন। বেশ কিছুদিন পর তিনি ২০১৯ সালে উন্নত ভবিষ্যতের আশায় কুয়েত পারি জমান। কিন্তু সেখানকার কাজের পরিস্থিতি অনুকুলে না থাকায় পুনরায় আবার বাংলাদেশে ফিরে এসে পূর্বের পদে কাজে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। এছাড়াও তিনি স্বপ্ন গ্রাফিক্স এন্ড নেটওয়ার্ক নামে একটি মাল্টিমিডিয়া এবং প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী সেই সাথে স্বপ্ন ইশকুল নামক একটি কম্পিউটার ট্রেণিং ইনস্টিটিউট এর মালিকানায় আছেন যেখানে তিনি নিজেই ক্লাস পরিচালনা করেন। লেখা-লেখি ও সাহিত্য কর্ম ছাত্র অবস্থায় তিনি লেখা-লেখি ও সাহিত্য কর্মের সাথে জড়িত আছেন। ২০১১ সালে রাইটার্স এসোসিয়েশন এর ম্যাগাজিনে তার প্রথম লেখা বন্ধু চিরন্তন প্রকাশিত হয়। এর পর তিনি বিভিন্ন পত্র পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ