সমন্বিত উপবৃত্তি কার্যক্রম এর তথ্য এন্ট্রি ও হালনাগাদের সময় বৃদ্ধি করা হবে – বাংলা নোটিশ
সমন্বিত উপবৃত্তি কার্যক্রম এর তথ্য এন্ট্রি ও হালনাগাদের সময় বৃদ্ধি করা হবে মর্মে সমন্বিত উপবৃত্তি কার্যক্রম প্রকল্পের সূত্রে জানা গেছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সমন্বিত উপবৃত্তি কার্যক্রম সফটওয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির ভাতা সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে প্রেরণের লক্ষ্যে তথ্য হালনাগাদের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর করতে গত ২২ মে ২০২০ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
- আরও পড়ুন: ইতোপূর্বে আপলোডকৃত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সংশোধন ও নতুন তথ্য প্রসঙ্গে জরুরী বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মেডিকেল, প্রকৌশল ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত রাজস্বখাতভূক্ত বৃত্তিপ্রাপ্ত (মেধা ও সাধারন) নিয়মিত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ G2P (EFT) পদ্ধতিতে ব্যাংক হিসেবে প্রেরণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত শিক্ষার্থীদের খসড়া তালিকা প্রকাশ এবং ভুল সংশোধন ও নতুন শিক্ষার্থীর তথ্য সংযোজনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা প্রদান করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ০৫-০৬-২০২০ তারিখের মধ্যে তথ্য এন্ট্রি করে মন্ত্রণালয়ে ইমেইল করার নির্দেশনা দেওয়া হয়।
- জেএসসি বৃত্তি ২০১৯ এর ফলাফল ও বৃত্তিপ্রাপ্তদের করণীয়
- যেভাবে বৃত্তির নতুন তথ্য আপলোড ও তথ্য সংশোধন করবেন (ফরমসহ)
কিন্তু সমন্বিত উপবৃত্তি কার্যক্রম প্রকল্পের সফটওয়ারটি সম্পূর্ণ নতুনভাবে ডেভেলাপ করায় কিছু সীমাবদ্ধতার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সঠিক সময়ে ডাটা এন্ট্রি করতে ব্যর্থ হয়েছেন।
ডাটা এন্ট্রি নিয়ে অনেকেই চিন্তায় আছেন শেষ তারিখ ০৫-০৬-২০২০ তারিখ থাকলেও নির্ধারিত সময়ে ডাটা এন্ট্রি করা নিয়ে।
সমন্বিত উপবৃত্তির কার্যক্রমের বিশ্বস্ত সূত্রে জানা গেছে শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি সময় বৃদ্ধি করা হবে।
এই প্রসঙ্গে শীঘ্রই একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে যা বাংলা নোটিশ ডট কম এ পাওয়া যাবে।
বৃত্তির তথ্য আপডেট এর সময় সীমা নিয়ে নিশ্চিন্ত থাকার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।
শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজ টি লাইক এবং ফলো করে রাখুন।
উপবৃত্তি তথ্য সংক্রান্ত যেকোন সমস্যা ও সহযোগিতার জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন।
আপনার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য-
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজন
- আনন্দধারা: সবাই মিলে বনভোজন আয়োজন
- সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন
- কলেজ ভর্তি নিশ্চায়ন বাতিল আবেদন ফরম ও নিয়মাবলি
- প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন