৩৪ শিক্ষক-কর্মচারীকে কারণ দশার্নো নোটিশ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তাৎক্ষণিক পরিদর্শন প্রতিবেদনের আলোকে অনুমোদনহীন অনুপস্থিতির জন্য ৩৪ শিক্ষক-কর্মচারীকে কারণ দশার্নো নোটিশ করেছে। ২০ জুলাই ২০২৩ মাউশি সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত একটি নোটিশে আগামী ০৫ কর্ম দিবসের মধ্যে জেলা শিক্ষা অফিসে স্ব শরীরে গিয়ে কারণ দাখিল করতে বলা হয়েছে।
মাউশি ওয়েবসাইটে প্রকাশিত জুন-২০২৩ মাসে পরিদর্শনকালীন অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত শিক্ষক-কর্মচারীদের কারণ দর্শানো সংক্রান্ত পত্রে জানানো হয় অধিদপ্তরের পূর্বের নির্দেশনা অনুযায়ী পূর্ব ঘোষণা ছাড়াই মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শণ করেন।
ডিজিটাল মনিটরিং সিস্টেম-এ দাখিলকৃত জুন/২৩ এর রিপোর্ট বিভিন্ন জেলার শিক্ষক-কর্মচারীদের বিনা অনুমোতিতে প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকতে দেখা যায়। তাই অনুপস্থিত শিক্ষক/কর্মচারীদের নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
কুমিল্লা অঞ্চলের ২ জন, খুলনা অঞ্চলের ৫ জন, চট্টগ্রাম অঞ্চলের ১ জন, ঢাকা অঞ্চলের ৪ জন, বরিশাল অঞ্চলের ১ জন, ময়মনসিংহ অঞ্চলের ৩ জন, রংপুর অঞ্চলের ১০ জন, রাজশাহী অঞ্চলের ৭ জন এবং সিলেট অঞ্চলের ১ জন শিক্ষক রয়েছেন এই তালিকায়।
নিচের ছবিতে মাউশির দেওয়া কারণ দর্শানো নোটিশ এর অন্তর্ভূক্ত শিক্ষকদের তালিকা দেখুন
অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত শিক্ষক-কর্মচারীদের কারণ দর্শানো সংক্রান্ত তালিকা এখান থেকে ডাউনলোড করুন।