৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত
১৫তম সপ্তাহে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের এসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ৭ সেপ্টেম্বর ২০২১ অধিদপ্তর কর্তৃক সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় সমূহের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ১৫ তম সপ্তাহে এসাইনমেন্ট সমূহ প্রদান করা হয়। শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য পনেরতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমূহ বিষয় ও বিভাগভিত্তিক পিডিএফ আকারে প্রকাশ করা হলো।
ষষ্ঠ থেকে নবম শ্রেণীর আবশ্যিক বিষয় সমূহের গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহ থেকে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে প্রণীত এসকল এসাইনমেন্ট শিক্ষার্থীদের জন্য খুবই দরকারী এবং অবশ্যই সম্পন্ন করে আগের নিয়মে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের কাছে জমা দিতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিখনফল অর্জনে এসকল এসাইনমেন্ট খুবই কাজের এবং এর আলোকে অধ্যয়ন করে শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য সংযোজন করে প্রতিটি প্রশ্নের উত্তর সম্পন্ন করবে এবং সঠিক নিয়মে তা জমা দিতে হবে।
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট (১৫তম সপ্তাহ) বিতরণ সংক্রান্ত ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট (১৫তম সপ্তাহ) বিতরণ সংক্রান্ত
স্মারক নং- ৩৭.০২.০০০০.১০৬.২৭.০০১.২০-২১ এ ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত অ্যাসাইনমেন্ট (১৫তম সপ্তাহ) বিতরণ
উপযুক্ত বিষয়ের প্রেক্ষিত জানানাে যাচ্ছে যে, কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (এনসিটিবি) কর্তৃক প্রণয়নকৃত ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যসূচির আলােকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলাে।
বিতরণকৃত অ্যাসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৫তম সপ্তাহের প্রকাশিত অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।