৭৮ জনকে নিয়োগ দিবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ
৭৮ জনকে নিয়োগ দিবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ৯ ডিসেম্বর ৭৮ জনকে নিয়োগ দেওয়ার লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিআইডব্লিওটিএ এর ওয়েবসাইটে ২০২০ সালের ৭৮ জনকে নিয়োগ দিবে মর্মে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত ৭৮ জনের নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন এর বিস্তারিত দেখুন-
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নিম্নবর্ণিত ০৭ (সাত) ক্যাটাগরির ৭৮টি শূন্য পদে নিয়ােগের নিমিত্ত বর্ণিত শর্তাধীনে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।
০১. পদের নাম: নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক
- বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৬তম গ্রেডভূক্ত টাকা ৯,৩০০-২২,৪৯০/- স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি।
- বয়স সীমা: ১৮ থেকে ৩০ বৎসর।
- পদ সংখ্যা: ০৪ জন
- শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেটসহ টাইপিং এর জ্ঞান।
০২. পদের নাম: ট্রেসার
- বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৬তম গ্রেডভুক্ত টাকা ৯,৩০০-২২,৪৯০/- স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি।
- বয়স সীমা: ১৮ থেকে ৩০ বৎসর।
- পদ সংখ্যা: ০১ জন
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগে পাসসহ হাতের লেখা সুন্দর।
০৩. পদের নাম: গ্রীজার
- বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৭তম গ্রেডভুক্ত টাকা ৯,০০০-২১,৮০০/- স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি।
- বয়স সীমা: ১৮ থেকে ৩০ বৎসর।
- পদ সংখ্যা: ০১ জন
- শিক্ষাগত যোগ্যতা: এস,এস,সি অথবা সমমানের যােগ্যতাসহ সংশ্লিষ্ট
কাজে অভিজ্ঞতা।
০৪. পদের নাম: অফিস সহায়ক
- বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ২০তম গ্রেডভূক্ত ৮,২৫০-২০,০১০/- স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি।
- বয়স সীমা: ১৮ থেকে ৩০ বৎসর।
- পদ সংখ্যা: ৪৮ জন
- শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাস।
০৫. পদের নাম: ভান্ডারী
- বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৯তম গ্রেডভুক্ত টাকা ৮,৫০০-২০,৫৭০/- স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি।
- বয়স সীমা: ১৮ থেকে ৩০ বৎসর।
- পদ সংখ্যা: ০৩ জন।
- শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাসসহ খাদ্য পাক করার জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।
০৬. পদের নাম: টার্মিনাল গার্ড/নিরাপত্তা প্রহরী
- বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ২০তম গ্রেডভুক্ত ৮,২৫০-২০,০১০/- স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি।
- বয়স সীমা: ১৮ থেকে ৩০ বৎসর।
- পদ সংখ্যা: ০৫ জন।
- শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাস।
০৭. পদের নাম: ঝাড়ুদার/পরিচ্ছন্ন কর্মী
- বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ২০তম গ্রেডভুক্ত ৮,২৫০-২০,০১০/- স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি।
- বয়স সীমা: ১৮ থেকে ৩০ বৎসর।
- পদ সংখ্যা: ১৬ জন।
- শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাস।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ আবেদনের সময়সূচী:
- অনলাইনে আবেদন শুরু: ০৯ ডিসেম্বর ২০২০ থেকে;
- অনলাইনে আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২০;
বিআইডব্লিউটিএ নিয়োগ প্রাপ্তির জন্য অনলাইন আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদন করার জন্য http://jobsbiwta.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে অথবা Apply Now তে ক্লিক করে যে পদে আবেদন করতে ইচ্ছুক তার নামের উপর ক্লিক করতে হবে।
এরপর সংশ্লিষ্ট পদের শূণ্য পদের সংখ্যাসহ বিস্তারিত তথ্য প্রদর্শিত হবে। তথ্যের নিচে দেওয়ার Apply Now বাটনে ক্লিক করলে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
আবেদনের সতর্কতা:
আবেদন এর জন্য ওপেন হওয়া ফর্মটি অবশ্যই বাংলা ইউনিকোড ফন্টে পূরণ করতে হবে৷ শুধুমাত্র নিজ নাম বাংলা এবং ইংরেজীতে লিখতে হবে। অন্যথায় আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে ।
বাংলা ইউনিকোড ফন্টে টাইপ করার জন্য এই লিংকটিতে (http://www.google.com/intl/bn/inputtools/try/) ক্লিক করুন৷
অথবা আপনার কম্পিউটার এ গুগল ইনপুট টুলস এর মাধ্যমে ইউনিকোডে বাংলা টাইপিং প্রক্রিয়া ইনস্টল করার জন্য এই লিঙ্কটিতে যান (http://www.google.com/intl/bn/inputtools/windows/) ৷
এছাড়াও আপনি অভ্র অথবা যেকোনো বাংলা ইউনিকোড ফন্টে এই ফর্মটি পূরণ করতে পারেন।
বিআইডব্লিউটিএ চাকুরীর জন্য আবেদন ফর্মটি সাবমিট করার পর যে Applied ID টি দেয়া হবে সেটা সংরক্ষণ করে রাখুন। পরিবর্তিতে সকল ক্ষেত্রে এই নম্বর টি দরকার হবে।
বিভিন্ন পদে আবেদন করার জন্য নিচের দেওয়ার পদের নামের পাশে Apply Now বাটনে ক্লিক করুন:
পদের নাম | বিস্তারিত | আবেদন লিংক |
অফিস সহায়ক | 48 | Apply Now |
গ্রীজার | 01 | Apply Now |
ঝাড়ুদার / পরিচ্ছন্ন কর্মী | 16 | Apply Now |
টার্মিনাল গার্ড /নিরাপত্তা প্রহরী | 05 | Apply Now |
ট্রেসার | 01 | Apply Now |
নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক | 04 | Apply Now |
ভান্ডারী | 03 | Apply Now |
আবেদন ফি পরিশোধ পদ্ধতি:
অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত Applied ID টি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। উক্ত Applied ID টি রকেটের Biller Number হিসেবে ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে ডাচ বাংলা মােবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে বিআইডব্লিউটিএর বিলার আইডি নং-৪২২ এ আবেদন ফি বাবদ ২১৫/- (দুই শত পনেরাে) টাকা (অফেরতযােগ্য) আবেদন ফি জমা দিতে হবে;
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ সংক্রান্ত অন্যান্য তথ্য:
২। ১০/১২/২০২০ তারিখে প্রার্থীদের বয়স উল্লেখ করতে হবে।
০৩। আগ্রহী প্রার্থীদেরকে ৩১/১২/২২০ তারিখ পর্যন্ত শুধুমাত্র www.jobsbiwta.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন দাখিল করতে হবে। ৭৮ জনকে নিয়োগ দিবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ।
০৪। আবেদন করার সময় ফরম পূরনের নিয়ম ও অন্যান্য শর্তাবলী www.jobsbiwta.gov.bd সাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত Applied ID টি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। উক্ত Applied ID টি রকেটের Biller Number হিসেবে ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে ডাচ বাংলা মােবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে বিআইডব্লিউটিএর বিলার আইডি নং-৪২২ এ আবেদন ফি বাবদ ২১৫/- (দুই শত পনেরাে) টাকা (অফেরতযােগ্য) আবেদন ফি জমা দিতে হবে, অন্যথায় আবেদন পত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
০৫। আবেদনকারীগণকে নিজ নিজ Applied ID ব্যবহার করে www.jobsbiwta.gov.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য আবেদনপত্রে উল্লিখিত মােবাইল নম্বরে যথাসময়ে SMS প্রদানের মাধ্যমে অবহিত করা হবে।
০৬। প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোন কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক/ব্যবহারিক পরীক্ষা (প্রযােজ্য ক্ষেত্রে) গ্রহণের সময় প্রার্থীদের আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়ােজনীয় দলিলাদি দাখিল করতে হবে।
০৭। চাকুরীরত প্রার্থীগণকে তাদের নিয়ােগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় (প্রযােজ্য ক্ষেত্রে) উত্তীর্ণ হলে চাকুরীরত প্রতিষ্ঠানের নিকট থেকে অব্যাহতি পত্র দাখিল করতে হবে।
০৮। বিআইডব্লিউটিএ’তে দৈনিক ভিত্তিতে কর্মরত রীট পিটিশন নং-৭৭৩৯/২০১৮ এর মামলার বাদী ৭৮ জন প্রার্থীর বয়স শিথিলযােগ্য এবং বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযােগ্য।
০৯। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্তান ও প্রতিবন্ধিদের ক্ষেত্রে বয়স ৩২ (বত্রিশ) বৎসর এবং মুক্তিযােদ্ধার নাতী/নাতনীদের ক্ষেত্রে বয়স ৩০ (ত্রিশ) বৎসর।
১০। অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত দরখাস্ত কোন প্রকার যােগাযােগ ব্যতিরেকেই বাতিল করা হবে।
১১। নিয়ােগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা ও অন্যান্য বিধি বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।
১২। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।
১৩। প্রার্থীদের নিয়ােগ প্রদান করা বা না করার ক্ষেত্রে নিয়ােগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করেন।
আপনার জন্য আরও কিছু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি:
- প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ৩৮ জনের চাকুরির সুযোগ
- স্কলার্স মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি
দেশের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিসহ শিক্ষা, চাকুরি, প্রশিক্ষণ, বৃত্তি ও দেশ-বিদেশের অফিসিয়াল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Like & Follow করে রাখুন।
চাকুরি ও বিজ্ঞপ্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিজস্ব মতামত ও সহযোগিতা পেতে ফেসবুক গ্রুপে যোগ দিন। YouTube চ্যানেল Subscribe করে রাখুন।