৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ৭ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশিত
নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরে অধ্যায়নরত ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ৭ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ১৪ জুন ২০২১ ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তম সপ্তাহের গণিত, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, এবং খ্রিষ্ট ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের এসাইনমেন্ট দেয়া হয়।
মাউশি কর্তৃক প্রকাশিত ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ৭ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়-
শিক্ষার্থীকে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত রাখতে ২০২০ শিক্ষাবর্ষের ন্যায় ২০২১ শিক্ষাবর্ষের এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নির্ধারণ করা হয়েছে। মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর জন্য নির্ধারণকৃত সপ্তম সপ্তাহের এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রেরণ করা হলাে।
উল্লেখ্য, কোভিড-১৯ অতিমারির কারণে দেশের যে সকল এলাকা কঠোর লকডাউন/বিধি-নিষেধের আওতায় রয়েছে সে সকল এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে চলমান এ্যাসাইনমেন্ট বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় জেলা/উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সংশ্লিষ্ট মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ প্রতিষ্ঠান প্রধানদের সাথে আলােচনার মাধ্যমে বাস্তব ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করবেন।
যে কোনাে পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধির নির্দেশনাসমূহ যেন কোনাে ভাবেই উপেক্ষিত না হয়।
এমতাবস্থায়, ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির সপ্তম সপ্তাহের এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সকল শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
বাংলা নোটিশ ডট কম এর পাঠকদের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণী সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ আকারে দেওয়া হল। নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ২০২১ শিক্ষাবর্ষের ৭ম অ্যাসাইনমেন্ট ডাউনলোড করে নাও।
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
- এইচএসসি ২০২২ এ্যাসাইনমেন্ট বা দ্বাদশ শ্রেণি ২০২১ নির্ধারিত কাজ পিডিএফ
- উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণি এইচএসসি ২০২২ প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট
- এসএসসি পরীক্ষা ২০২২ এর দশম শ্রেণি এ্যাসাইনমেন্ট ২০২১
প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য সবার আগে পাওয়ার জন্য বাংলায় নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করে রাখুন।