৩য় চক্রে সুপারিশপ্রাপ্তদের পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে এনটিআরসি-এর জরুরি বিজ্ঞপ্তি
এনটিআরসিএ’র ৩য় গণ বিজ্ঞপ্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ৩য় চক্রে সুপারিশপ্রাপ্তদের পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে এনটিআরসি-এর জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ দ্বারা প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বিভিন্ন বেসরকারি এমপিও এবং নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পুলিশ ভ্যারিফিকেশন নিয়ে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
এনটিআরসিএ উপসচিব, পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত ৩য় চক্রে সুপারিশপ্রাপ্তদের পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে এনটিআরসি-এর জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়-
এনটিআরসিএ কর্তৃক গত ৩০ মার্চ ২০২১ খ্রি: তারিখে প্রকাশিত ৩য় গণবিজ্ঞপ্তি-২০২১ এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানাে যাচ্ছে যে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ/সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীকে পুলিশ প্রত্যয়ন ফরম (ভি-রােল) যথাযথভাবে পূরণ করে গত ১৫ সেপ্টেম্বর ২০২১ খ্রি: তারিখের মধ্যে এ কার্যালয়ে প্রেরণের জন্য অনুরােধ জানানাে হয়েছিল।
কিন্তু উল্লিখিত সময়ের মধ্যে ৫,২৯৫ জন প্রার্থীর ভি-রােল ফরম এনটিআরসিএ কার্যালয়ে পাওয়া যায়নি। যে সকল প্রার্থীর ভিরােল ফরম পাওয়া যায়নি তাদের তালিকা এনটিআরসিএ’র ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) প্রকাশ করা হয়েছে। (তালিকা দেখার জন্য এনটিআরসিএ ওয়েবসাইটের অভ্যন্তরীণ ই-সেবাসমূহ লিংক-এ ক্লিক করুন)।
উক্ত প্রার্থীগণকে এনটিআরসিএ-এর ওয়েবসাইটে পুলিশ/সিকিউরিটি ভেরিফিকেশন বক্স থেকে ভি-রােল ফরম ডাউনলােড করে উক্ত ফরমের ০৪ (চার) কপি স্বহস্তে যথাযথভাবে পূরণ করে ভি-রােল ফরমের উপরিভাগে রােল, ব্যাচ এবং খামের উপরে বড় অক্ষরে প্রার্থীর নিজ জেলার নাম, নিবন্ধন পরীক্ষার রােল, ব্যাচ এবং মােবাইল নম্বর উল্লেখ করে ডাকযােগে এ কার্যালয়ে আগামী ২৬ ডিসেম্বর ২০২১ খ্রি: তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরােধ করা হলাে।
যে সকল প্রার্থীর ভি-রােল ফরম পাওয়া যায়নি তাদেরকে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক SMS এর মাধ্যমেও বিষয়টি জানিয়ে দেয়া হবে। উক্ত তারিখের পরে আর কোন ভি-রােল ফরম গ্রহণ করা হবে না।
বিশেষ দ্রষ্টব্যঃ প্রার্থীদেরকে তাদের শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত স্থায়ী ঠিকানাই ভি-রােল ফরমের স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করার জন্য অনুরােধ করা হলাে। জরুরি প্রয়ােজনে এনটিআরসিএ’র মােবাইল নম্বর ০১৬৩৫-৪০৫৮০১ তে যােগাযােগ করার জন্য অনুরােধ করা হলাে।
নিচের ছবিতে ৩য় চক্রে সুপারিশপ্রাপ্তদের পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে এনটিআরসি-এর জরুরি বিজ্ঞপ্তি দেখুন
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।