২০২২ এসএসসি ৮ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ও সমাধান (১০ম শ্রেণি ২০২১)
দীর্ঘদিন বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরাও পাঠ থেকে দূরে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ৩১ আগস্ট ২০২১ মাউশি ওয়েবসাইট ২০২২ এসএসসি ৮ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট এর নির্ধারিত বিষয়সমূহ প্রশ্ন সহ প্রকাশ করা হয়। Forex EA – Expert Advisors for automated trading
দেশের সকল সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের দশম শ্রেণীতে অধ্যয়নরত বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য কর্তৃপক্ষের নির্ধারিত অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমূহ কার্যক্রম শুরু হবে ৪ সেপ্টেম্বর ২০২১ তারিখ থেকে এবং শিক্ষার্থীরা তা সম্পন্ন করে এক সপ্তাহের মধ্যে জমা দিবে। Forex EA – Expert Advisors for automated trading
পাঠকদের জন্য অষ্টম সপ্তাহে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট এর বিষয় সমূহ, লেখার নির্দেশনা ও মূল্যায়ন নির্ধারক সমূহ বিস্তারিত উল্লেখ করা হলো।
২০২২ এসএসসি ৮ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট
২০২১ সালের দশম শ্রেণীতে অধ্যয়নরত যে সকল শিক্ষার্থী ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য অষ্টম সপ্তাহের নির্ধারিত এসাইনমেন্ট সমূহ হলো – বাংলা দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ।
শিক্ষার্থীদের জন্য অষ্টম সপ্তাহের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ অ্যাসাইনমেন্ট এর বিষয় সমূহ বিভাগভিত্তিক আলাদা আলাদা পিডিএফ আকারে দেয়া হলো এবং সেগুলোর সমাধান সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করা হলো যাতে শিক্ষার্থীরা খুব ভালোভাবে তাদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে পারে।
২০২২ এসএসসি ৮ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান
অষ্টম সপ্তাহে প্রকাশকরা এসাইনমেন্ট সমূহে শিক্ষার্থীদের জন্য সমাধান লেখার কৌশল সমূহ বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এগুলো অনুসরণ করে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে অধ্যায়ন পূর্ব অর্জিত জ্ঞান এবং ইন্টারনেট ও অন্যান্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট বিষয়সমূহের সমাধান করবে।
যেখান থেকে তথ্য সংগ্রহ করুন শিক্ষার্থীরা অবশ্যই নিজেদের মেধা মনন কে ভালোভাবে কাজে লাগিয়ে তাদের অ্যাসাইনমেন্ট গুলোর একটি ইউনিক উত্তর রেডি করার চেষ্টা করবে যাতে তারা মূল্যায়নের সর্বোচ্চ ফলাফল পায়।
অষ্টম সপ্তাহে ২০২১ সালের দশম শ্রেণী অর্থাৎ ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট লেখার পারদর্শিতার ওপর নির্ভর করে শিক্ষকগণ তাদের প্রতি উত্তম, উত্তম, ভালো অথবা অগ্রগতি প্রয়োজন হিসেবে মূল্যায়ন করবেন।
একনজরে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও সমাধান
শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য সকল বিভাগের ২০২২ সালের এসএসসি পরীক্ষার অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর নির্ধারিত বিষয়সমূহের সমাধান করার লক্ষ্যে প্রতিটি বিষয়ের জন্য একটি করে বাছাই করার নমুনা সমাধান সমাধান সংক্রান্ত সব তথ্য প্রকাশ করা হলো।
নিচের কাঙ্খিত বিষয়ের পাশে ক্লিক করে তোমরা অষ্টম সপ্তাহে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার অ্যাসাইনমেন্ট সমূহের শিরোনাম, এসাইনমেন্ট সমাধান ও অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন ও উন্নত কোয়ালিটির ছবি আকারে দেখতে পাবে।
2022 SSC 8th Week Assignment
[ninja_tables id=”11463″]বাংলা দ্বিতীয় পত্রঃ বাংলা শব্দ গঠনের উপায় বর্ণনা এবং মমতাদি গল্প থেকে সাধিত শব্দ বিশ্লেষণ;
পদার্থ বিজ্ঞানঃ একজন সাইকেল আরোহীর ক্ষেত্রে বল, বাতাসের বাধা, গতিশক্তি ও দক্ষতা কিভাবে কাজ করে তা গাণিতিকভাবে নির্ণয়।
ব্যবসা উদ্যোগঃ দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগ এর ভূমিকা নিরূপণ।
ভূগোল ও পরিবেশঃ পৃথিবীর পশ্চিম বা পূর্বে গমনাগমন এর ক্ষেত্রে 180° দ্রাঘিমা রেখায় তারিখ, বার ও সময়ের কার্যকারিতা ব্যাখ্যা এবং যুক্তরাজ্যের সকাল আটটা হলে তখন বাংলাদেশ সময় নিরূপণ।
এসএসসি পরীক্ষা ২০২২ অষ্টম সপ্তাহ বাংলা ২য় পত্র অ্যাসাইনমেন্ট
বিষয়ঃ বাংলা ২য় পত্র, অ্যাসাইনমেন্ট নং-৩, স্তর: এসএসসি পরীক্ষা ২০২২, সপ্তাহ: ৮ম
অ্যাসাইনমেন্টঃ বাংলা শব্দগঠনের উপায় বর্ণনা এবং ‘মমতাদি’ গল্প থেকে সাধিত শব্দ বিশ্লেষণ।
শিখনফল/বিষয়বস্তুঃ বাংলা শব্দগঠনের উপায়গুলাে বর্ণনা করতে পারবে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি): ১. উপসর্গ, প্রত্যয় ও সমাস – বাংলা শব্দগঠনের এই তিন উপায় সম্পর্কে বর্ণনা। ২. ‘মমতাদি’ গল্প থেকে উপসর্গ, প্রত্যয় ও সমাস সাধিত শব্দ শনাক্ত করে বিশ্লেষণ করা।
নমুনা:
ক. উপসর্গসাধিত শব্দ: উপদেশ = উপদেশ: তৎসম উপসর্গ।
খ. প্রত্যয়সাধিত শব্দ: কৃতজ্ঞতা = কৃতজ্ঞ + তা: তদ্ধিত প্রত্যয়।
গ. সমাসসাধিত শব্দ: রান্নাঘর = রান্নার নিমিত্ত ঘর: ৪র্থী তৎপুরুষ।
এসএসসি পরীক্ষা ২০২২ অষ্টম সপ্তাহ পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট
বিষয়ঃ পদার্থ বিজ্ঞান, অ্যাসাইনমেন্ট নং-২, স্তর: এসএসসি পরীক্ষা ২০২২, সপ্তাহ: ৮ম
অ্যাসাইনমেন্টঃ একজন সাইকেল আরােহীর ক্ষেত্রে বল, বাতাসের বাধা, গতিশক্তি ও দক্ষতা কীভাবে কাজ করে তা গাণিতিকভাবে নির্ণয়।
চিত্রে সাইকেল আরােহীর এগিয়ে যাওয়ার পথে বলের আনুভূমিক অংশ দেখানাে হয়েছে
(ক) সাইকেলটি একটি ধ্রুব বেগ প্রাপ্তি পর্যন্ত সুষম ত্বরণে চলল।
(i) এই সময়ে বাতাসের বাধা কীভাবে কাজ করে তা বর্ণনা কর।
(ii) সাইকেলটির গতি বাড়ানাের সময় আনুভূমিক বলদ্বয়ের তুলনা কর।
(খ) সাইকেল এবং সাইকেল আরােহীর মােট ভর 75 kg. কোনাে এক মুহূর্তে সাইকেলের গতিবেগ 4 ms-1, আরােহীর প্রয়ােগকৃত বল 30N এবং বাতাসের বাধা 210 N নির্ণয় কর;
(i) সাইকেলসহ আরােহীর মােট গতি শক্তি।
(ii) সাইকেলসহ আরােহীর ত্বরণ।
(গ) সাইকেলটি চলার সাথে সাথে, প্যাডেল থেকে পেছনের দিকে চাকাতে শক্তি সঞ্চারিত হয়;
চিত্র ২: প্যাডেলে শক্তি ইনপুটের সাথে কী ঘটে তা দেখায়।
(i) শক্তিটি পিছনের চাকায় সঞ্চারিত হওয়ায় কিছু শক্তি হারিয়ে যায়। এটি কীভাবে ঘটে তা ব্যাখ্যা কর।
(ii) প্যাডেল থেকে পিছনের চাকাতে শক্তি প্রেরণে সাইকেলের দক্ষতা নির্ণয় কর।
শিখনফল/বিষয়বস্তু: বল ও ঘর্ষণ বল ব্যাখ্যা করতে পারবে। গতিশক্তির পরিমাপ করতে পারবে। কর্মদক্ষতা নির্ণয় করতে পারবে।
নির্দেশনা এবং প্রয়ােজনীয় তথ্য পাঠ্য বইয়ের ৬৬, ৮৭, ১০২ ও ১১৯-১২০ পৃষ্ঠায় বর্ণিত অংশ অনুসরণ কর।
এসএসসি পরীক্ষা ২০২২ অষ্টম সপ্তাহ ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট
বিষয়ঃ ব্যবসায় উদ্যোগ, অ্যাসাইনমেন্ট নং-২, স্তর: এসএসসি পরীক্ষা ২০২২, সপ্তাহ: ৮ম
অ্যাসাইনমেন্টঃ দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের ভূমিকা নিরূপণ;
শিখনফল/ বিষয়বস্তুঃ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব। ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারব ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার অনুকূল পরিবেশ বর্ণনা করতে পারব;
নির্দেশনা (সংকেত/পরিধি/ধাপ): ব্যবসায় উদ্যোগের গুরুত্ব ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার অনুকূল পরিবেশ; ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির সম্পর্ক; আর্থ সামাজিক উন্নয়নের ধারণা;
এসএসসি পরীক্ষা ২০২২ অষ্টম সপ্তাহ ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট
বিষয়ঃ ভূগোল ও পরিবেশ, অ্যাসাইনমেন্ট নং-২, স্তর: এসএসসি পরীক্ষা ২০২২, সপ্তাহ: ৮ম
অ্যাসাইনমেন্টঃ
ক. পৃথিবীর পশ্চিম বা পূর্বে গমনাগমনের ক্ষেত্রে ১৮০°দ্রাঘিমা রেখায় তারিখ, বার ও সময়ের কার্যকারিতা ব্যাখ্যা কর; খ. যুক্তরাজ্যে সকাল ৮টা হলে তখন। বাংলাদেশের সময় নিরূপণ;
শিখনফল/বিষয়বস্তুঃ • অক্ষরেখা ও দ্রাঘিমারেখাসহ গুরুত্বপূর্ণ রেখাসমূহ ব্যাখ্যা এবং এদের গুরুত্ব বর্ণনা করতে পারবে • অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা ব্যবহার করে মানচিত্রে বিভিন্ন স্থান শনাক্ত করতে পারবে;
নির্দেশনা (সংকেত/পরিধি/ধাপ): • গুরুত্বপূর্ণ রেখাসমূহ এবং আন্তর্জাতিক তারিখ রেখারব্যাখ্যা ও গুরুত্ব বর্ণনা • অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা দ্বারা অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় করা। • আন্তর্জাতিক তারিখ রেখা ব্যবহার করে সময় নিরূপণ করা।
২০২২ এসএসসি ৮ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড
শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সুবিধার্থে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিভাগভিত্তিক আলাদাভাবে পিডিএফ আকারে দেয়া হলো। নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে অষ্টম সপ্তাহের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত এসাইনমেন্ট এর বিষয় সমূহ পিডিএফ ডাউনলোড করে নিন।
প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
এসএসসি পরীক্ষা ২০২২ (১০ম শ্রেণি) সকল অ্যাসাইনমেন্ট
২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও সমাধান পাওয়ার জন্য নিচের ছকে দেওয়া তথ্য গুলো অনুসরন করুন। কাঙ্খিত সপ্তাহের পাশে বিস্তারিত বাটনে ক্লিক করে এই সপ্তাহের জন্য নির্ধারিত ২০২২ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস এর আলোকে প্রণীত অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন সমূহ ও উত্তর দেখে নিতে পারেন।
[ninja_tables id=”10684″]