একজন সাইকেল আরোহীর ক্ষেত্রে বল, বাতাসের বাধা, গতিশক্তি ও দক্ষতা কিভাবে কাজ করে তা গাণিতিকভাবে নির্ণয়
দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। একজন সাইকেল আরোহীর ক্ষেত্রে বল, বাতাসের বাধা, গতিশক্তি ও দক্ষতা কিভাবে কাজ করে তা গাণিতিকভাবে নির্ণয় শিরোনামে ২০২২ সালের এসএসসি পরীক্ষার অষ্টম সপ্তাহের পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে। তোমাদের জন্য আজ এসএসসি ২০২২ ৭ম সপ্তাহ পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান সংক্রান্ত নমুনা উত্তর নিয়ে হাজির হলাম।
এখানে এসএসসি পরীক্ষা ২০২২ অষ্টম সপ্তাহ পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর খুটিনাটি বিস্তারিত আলোচনা করা হয়েছে যাতে হে তুমি খুব ভালোভাবে অষ্টম সপ্তাহে পদার্থবিজ্ঞান বিষয় নির্ধারিত কাজটি সম্পন্ন করতে পারো এবং যথাসময়ে জমা দিতে পারো।
একজন সাইকেল আরোহীর ক্ষেত্রে বল, বাতাসের বাধা, গতিশক্তি ও দক্ষতা কিভাবে কাজ করে তা গাণিতিকভাবে নির্ণয়। এসএসসি পরীক্ষা ২০২২ ৮ম সপ্তাহ পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান
এসএসসি পরীক্ষা ২০২২ অষ্টম সপ্তাহ পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট
উত্তর শুরু করার পূর্বে আমরা প্রথমে জানবো অষ্টম সপ্তাহে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নির্ধারণ করা পদার্থ বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট সম্পর্কে এবং তারপর অ্যাসাইনমেন্টে দেওয়া প্রশ্নগুলো বোঝার চেষ্টা করে উত্তর লেখা শুরু করব।
ছবিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের অষ্টম সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন টি উল্লেখ করা হয়েছে
অ্যাসাইনমেন্টঃ একজন সাইকেল আরােহীর ক্ষেত্রে বল, বাতাসের বাধা, গতিশক্তি ও দক্ষতা কীভাবে কাজ করে তা গাণিতিকভাবে নির্ণয়।
চিত্রে সাইকেল আরােহীর এগিয়ে যাওয়ার পথে বলের আনুভূমিক অংশ দেখানাে হয়েছে
(ক) সাইকেলটি একটি ধ্রুব বেগ প্রাপ্তি পর্যন্ত সুষম ত্বরণে চলল।
(i) এই সময়ে বাতাসের বাধা কীভাবে কাজ করে তা বর্ণনা কর।
(ii) সাইকেলটির গতি বাড়ানাের সময় আনুভূমিক বলদ্বয়ের তুলনা কর।
(খ) সাইকেল এবং সাইকেল আরােহীর মােট ভর 75 kg. কোনাে এক মুহূর্তে সাইকেলের গতিবেগ 4 ms-1, আরােহীর প্রয়ােগকৃত বল 30N এবং বাতাসের বাধা 210 N নির্ণয় কর;
(i) সাইকেলসহ আরােহীর মােট গতি শক্তি
(ii) সাইকেলসহ আরােহীর ত্বরণ।
(গ) সাইকেলটি চলার সাথে সাথে, প্যাডেল থেকে পেছনের দিকে চাকাতে শক্তি সঞ্চারিত হয়;
চিত্র ২: প্যাডেলে শক্তি ইনপুটের সাথে কী ঘটে তা দেখায়।
(i) শক্তিটি পিছনের চাকায় সঞ্চারিত হওয়ায় কিছু শক্তি হারিয়ে যায়। এটি কীভাবে ঘটে তা ব্যাখ্যা কর।
(ii) প্যাডেল থেকে পিছনের চাকাতে শক্তি প্রেরণে সাইকেলের দক্ষতা নির্ণয় কর।
শিখনফল/বিষয়বস্তু: বল ও ঘর্ষণ বল ব্যাখ্যা করতে পারবে। গতিশক্তির পরিমাপ করতে পারবে। কর্মদক্ষতা নির্ণয় করতে পারবে।
নির্দেশনা এবং প্রয়ােজনীয় তথ্য পাঠ্য বইয়ের ৬৬, ৮৭, ১০২ ও ১১৯-১২০ পৃষ্ঠায় বর্ণিত অংশ অনুসরণ কর।
এসএসসি ২০২২ অষ্টম সপ্তাহ পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান বা উত্তর
এখন আমরা উপরের প্রশ্নপত্রের উল্লেখিত শিখনফল সমূহ আলোকে বর্জিত জ্ঞান প্রয়োগ করে, পদার্থবিজ্ঞান পাঠ্যবইয়ের থেকে উল্লেখিত অষ্টম সপ্তাহের দ্বিতীয় এসাইনমেন্ট সকল প্রশ্ন গুলো ধারাবাহিক উত্তর জানার চেষ্টা করব।
তোমরা কোনভাবেই এখান থেকে সরাসরি উত্তর টি কপি করবে না এর থেকে ধারণা সংগ্রহ করার মাধ্যমে নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি আলাদা উত্তর তৈরি করবেন যাতে শিক্ষকগণ তাদের এসাইনমেন্ট বাতিল করার কোন সুযোগ না পায়।
এসএসসি পরীক্ষা ২০২২ ৮ম সপ্তাহ পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান একজন সাইকেল আরোহীর ক্ষেত্রে বল, বাতাসের বাধা, গতিশক্তি ও দক্ষতা কিভাবে কাজ করে তা গাণিতিকভাবে নির্ণয়।
একজন সাইকেল আরােহীর ক্ষেত্রে বল, বাতাসের বাধা, গতিশক্তি ও দক্ষতা কীভাবে কাজ করে তা গাণিতিকভাবে নির্ণয়
আমাদের প্রকাশিত উত্তর অন্যকোনো ওয়েবসাইটে প্রকাশ না করার অনুরোধ করা হলো। আমাদের প্রকাশিত কোনো ছবি, ভিডিও বা অন্য কোনো কনটেন্ট অনুমতি ব্যতিত প্রকাশ করলে গুগল DMCA রিপোর্ট করা হবে।
(ক) সাইকেলটি একটি ধ্রুব বেগ প্রাপ্তি পর্যন্ত সুষম ত্বরণে চলল;
প্রশ্ন-ক এর (i): এই সময়ে বাতাসের বাধা কীভাবে কাজ করে তা বর্ণনা কর।
ক (i) এর উত্তর
পরিবেশের খুবই গুরত্বপূর্ণ ও অত্যাবশকীয় উপাদান হলো বায়ু।সবখানে বায়ু বিদ্যমান। পৃথিবী একটি বায়ুর মহাসমুদ্র।বায়ুর চাপের কারনে তা মূলত এক স্থান হতে অন্য স্থানে প্রভাহিত হয়।
সাইকেল আরোহী যখন সাইকেল চালিয়ে সামনের দিকে যাই, তখন সে বাতাসের বাধা অনুভব করে, বাতাস তাকে তার গতির বিপরীতে এক প্রকার বল সৃষ্টি করে।
যার কারনে তার গতি আস্তে আস্তে কমতে থাকে। এজন্য তার বেগ আস্তে আস্তে হ্রাস পায়।
সুতারাং, বলা যায়, বাতাসের বাধা গতির বিপরীতে কাজ করে।
এসএসসি পরীক্ষা ২০২২ ৮ম সপ্তাহ পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান একজন সাইকেল আরোহীর ক্ষেত্রে বল, বাতাসের বাধা, গতিশক্তি ও দক্ষতা কিভাবে কাজ করে তা গাণিতিকভাবে নির্ণয়
প্রশ্ন-ক এর (ii): সাইকেলটির গতি বাড়ানাের সময় আনুভূমিক বলদ্বয়ের তুলনা কর।
ক (ii) এর উত্তর
সাইকেল আরোহীর গতি বাড়ানোর সময় আনুভূমিক বলদ্বয়ের তুলনাঃ
আমরা জানি, বল প্রয়োগ ও সরনের মধ্যবর্তী কোণ শূন্য হলে আনুভূমিকভাবে চলমান বস্তর ক্ষেত্রে তার বেগের সমীকরন হয়ঃ v=u+at
কোনো পৃষ্ঠের উপর দিয়ে যখন কোনো বস্তু চলে তখন নিউটনের ৩য় সূত্র মেনে চলে। অর্থাৎ, নিউটনের ৩য় সূত্র দ্বারা তা ব্যাখ্যা করা যায়।
সূত্রঃ প্রত্যেক ক্রিয়া বলের সমান ও প্রতিক্রিয়া বল আছে।
এখানে,সাইকেল আরোহী আনুভূমিক বরাবর বল ক্রিয়া করে তখন ভূপৃষ্ঠ সে বল প্রতিক্রিয়া হিসেবে ফেরত দেয়।যার ফলে সাইকেল সামনের দিকে অগ্রসর হয়।
আর এই ক্রিয়া -প্রতিক্রিয়া বলের কারনে মূলত সাইকেল আনুভূমিক বরাবর সামনের দিকে যায়।
এসএসসি পরীক্ষা ২০২২ ৮ম সপ্তাহ পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান একজন সাইকেল আরোহীর ক্ষেত্রে বল, বাতাসের বাধা, গতিশক্তি ও দক্ষতা কিভাবে কাজ করে তা গাণিতিকভাবে নির্ণয়
(খ) সাইকেল এবং সাইকেল আরােহীর মােট ভর 75 kg. কোনাে এক মুহূর্তে সাইকেলের গতিবেগ 4 ms-1, আরােহীর প্রয়ােগকৃত বল 30N এবং বাতাসের বাধা 210 N নির্ণয় কর;
প্রশ্ন-খ এর (i): সাইকেলসহ আরােহীর মােট গতি শক্তি
খ (i) এর উত্তর
প্রশ্ন-খ এর (ii): সাইকেলসহ আরােহীর ত্বরণ।
খ (ii) এর উত্তর
এসএসসি পরীক্ষা ২০২২ ৮ম সপ্তাহ পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান একজন সাইকেল আরোহীর ক্ষেত্রে বল, বাতাসের বাধা, গতিশক্তি ও দক্ষতা কিভাবে কাজ করে তা গাণিতিকভাবে নির্ণয়
(গ) সাইকেলটি চলার সাথে সাথে, প্যাডেল থেকে পেছনের দিকে চাকাতে শক্তি সঞ্চারিত হয়;
প্রশ্ন-গ এর (i): শক্তিটি পিছনের চাকায় সঞ্চারিত হওয়ায় কিছু শক্তি হারিয়ে যায়। এটি কীভাবে ঘটে তা ব্যাখ্যা কর।
গ (i) এর উত্তর
শক্তিটি পিছনের চাকায় সঞ্চারিত হওয়ায় কিছু শক্তি হারিয়ে যাওয়ার বিষয়টি ব্যাখ্যাঃ সাইকেল চলার সাথে সাথে প্যানেল থেকে পেছনের দিকে চাকাতে শক্তি যায়। তখন চাকা কোন তলের ওপর দিয়ে ঘুরে এবং সাইকেল চলমান হয়। যখন কোন বস্তু কোন পৃষ্ঠের উপর চলমান থাকে তখন গতি ও প্রবাহী ঘর্ষণ কাজ করে।
আর এই ঘর্ষণ বলের কারণে কিছু পরিমাণ শক্তি অপচয় হয়। আর যার কারণে যা প্রয়োগ করা হয় তা কার্যকর হয় না। কিছু শক্তি হারিয়ে যায়।
প্রশ্ন-গ এর (ii) প্যাডেল থেকে পিছনের চাকাতে শক্তি প্রেরণে সাইকেলের দক্ষতা নির্ণয় কর।
গ (ii) এর উত্তর
বন্ধুরা এই ছিল তোমাদের জন্য এসএসসি ২০২২ অষ্টম সপ্তাহ পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর উত্তর বা সমাধান। তোমাদের জন্য এটি প্রদান করেছে- মোঃ শাখাওয়াত হোসেন, ফেনী।
২০২২ এসএসসি ৮ম সপ্তাহ সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট সমাধান
[ninja_tables id=”11463″]প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।