এসএসসি ২০২১ সপ্তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা
বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণই ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ২৯ আগষ্ট ২০২১ অধিদপ্তরের ওয়েবসাইটে এসএসসি ২০২১ সপ্তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা প্রকাশিত হয়।
সপ্তম সপ্তাহে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট এর বিষয় সমূহ, বিভাগ ভিত্তিক সবগুলো এসাইনমেন্ট এবং বিষয় সমূহের সমাধান সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে আজকে আমাদের আয়োজন। শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব সহজে এখান থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষার সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর বিস্তারিত বিষয় সমুহ বিভাগভিত্তিক আলাদা আলাদা পিডিএফ ডাউনলোড করতে পারবে।
সেইসাথে সকল সাধারণ শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয় সমূহের থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য সপ্তম সপ্তাহের সব গুলো বিষয়ের অ্যাসাইনমেন্ট সমাধান সংক্রান্ত তথ্যাবলী প্রদান করা হলো।
এসএসসি ২০২১ সপ্তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত ২০২১ সালের সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে রচিত ১২ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর মধ্যে ৭ম সপ্তাহের নির্ধারিত এসাইনমেন্ট সমূহ হল বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, পদার্থবিজ্ঞান, ব্যবসা উদ্যোগ, অর্থনীতি, জীববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং।
শিক্ষার্থীদের সুবিধার্থে এনসিটিভি ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত সপ্তম সপ্তাহে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্ধারিত বিষয় সমূহের অ্যাসাইনমেন্ট বিষয়ভিত্তিক আলাদা আলাদাভাবে দেয়া হলো যাতে শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয় এবং খুব ভালোভাবে লিখতে পারে।
নিচের ছবিতে মাউশি কর্তৃক প্রকাশিত সপ্তম সপ্তাহে এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেখি
২০২১ সালের এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট (সপ্তম সপ্তাহ) বিতরণ
উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (এনসিটিবি) কর্তৃক প্রণয়নকৃত ২০২১ সালের এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলােকে নির্ধারিত গ্রিড অনুযায়ী সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলাে৷
বিতরণকৃত অ্যাসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
২০২১ এসএসসি ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট শিরোনাম ও সমাধান
শিক্ষার্থী বন্ধুদের জন্য এসাইনমেন্ট সমূহ খুব ভালোভাবে সম্পন্ন করার সুবিধার্থে তথ্য সংগ্রহ করার জন্য সপ্তম সপ্তাহে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের এসাইনমেন্ট এর বিষয় সমূহের নির্ধারিত শিরোনাম এবং শিরোনামের আলোকে বিষয় ভিত্তিক একটি করে নমুনা আর্টিকেল প্রদান করা হলো।
এতে শিক্ষার্থীরা খুব ভালোভাবে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে পারবে এবং মূল্যায়নে ভালো ফলাফল অর্জন করবে। তবে কোনভাবেই এখান থেকে সরাসরি কপি করে অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হলেও কারণ এতে তোমার অ্যাসাইনমেন্ট বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
তোমরা এখান থেকে তথ্য সংগ্রহ করে নিজেদের মেধা মনন কে কাজে লাগিয়ে একটি ইউনিক উত্তর লেখার চেষ্টা করবে যাতে শিক্ষকরা মূল্যায়নে অবশ্যই সর্বোচ্চ নম্বর এবং অতি উত্তম হিসেবে মূল্যায়ন করতে পারে।
এক নজরে ৭ম সপ্তাহে এসএসসি পরীক্ষা ২০২১ এর অ্যাসাইনমেন্ট এর বিষয় ভিত্তিক শিরোনামসমূহ
[ninja_tables id=”11370″]পদার্থবিজ্ঞানঃ আয়না সমাচার: প্রতিবিম্ব, আয়না থেকে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব;
জীববিজ্ঞানঃ হাতে-কলমে একটি ফুলের বিভিন্ন স্তবক চিহ্নিতকরণ এবং পরাগায়নের মাধ্যমের সাথে সম্পর্ক বিশ্লেষণ;
ফিন্যান্স ও ব্যাংকিংঃ ব্যবসায় প্রতিষ্ঠান সাফল্যও স্থায়িত্বের সাথে মূলধন বাজেটিং এর সম্পর্ক বিশ্লেষণ;
ব্যবসা উদ্যোগঃ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় সমিতির গুরুত্ব বিশ্লেষণ;
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা: “ভাষা আন্দোলন ও বাঙালি জাতীয়তাবাদের বিকাশ” শীর্ষক প্রবন্ধ;
অর্থনীতিঃ একটি দেশের জিডিপি নির্ভর করে সেই দেশের ভূমি, প্রাকৃতিক সম্পদ, শ্রম, মূলধন ও প্রযুক্তি ইত্যাদি সম্পদের পরিমাণ এবং উৎপাদনশীলতার উপর।বাংলাদেশের মসজিদ জিডিপি পরিমাপের পদ্ধতি সমূহ ব্যাখ্যা সহ মাথাপিছু জিডিপি পরিমাপের সূত্র টি উদাহরণসহ উপস্থাপন;
এসএসসি ২০২১ সপ্তম সপ্তাহ পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট
স্তর: এসএসসি পরিক্ষা ২০২১, বিভাগ: বিজ্ঞান, বিষয়: পদার্থবিজ্ঞান, বিষয় কোড: ১৩৬, মোট নম্বর: ১০, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৫
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-অষ্টম; আলাের প্রতিফলন;
অ্যাসাইনমেন্ট:
আয়না সমাচার:-
আমরা বাসায় সাজগােজ করার জন্য সবসময় আয়না ব্যবহার করি; বলা যেতে পারে এধরনের আয়না আমাদের নিত্যব্যবহার্য একটি জিনিস; এবার আয়নাটাকে হাত দিয়ে দেখলে বুঝা যাবে এটি একটি সমতল আয়না;
ক) বাসায় ব্যবহৃত এধরনের আয়নায় আমরা যে প্রতিবিম্ব দেখি তা বাস্তব না অবাস্তব এঁকে দেখাও;
খ) এধরনের আয়নার সামনে যদি একটি ছােট্ট বিন্দু A কল্পনা করি তা হলে তারও একটি প্রতিবিম্ব তৈরি হবে; তুমি তােমার জ্যামিতি বক্সের বিভিন্ন উপকরণ ব্যবহার করে A বিন্দুর প্রতিবিম্বের অবস্থান এঁকে দেখাও; তারপর আয়না থেকে A বিন্দু ও এর প্রতিবিম্বের দূরত্বের অনুপাত বের করে ফলাফলের উপর তােমার যৌক্তিক মতামত তুলে ধর;
গ) এবার একই আয়না ঘড়ির কাটা যেদিকে ঘুরে সেই দিকে অল্প কোণে (৫ থেকে ২০ ডিগ্রি) ঘুরিয়ে জ্যামিতি বক্সের সাহয্যে A বিন্দুর প্রতিবিম্ব আঁক। আয়না থেকে A বিন্দু ও এর প্রতিবিম্বের দূরত্বের অনুপাত কি একই থাকবে? ফলাফলের উপর তােমার যৌক্তিক মতামত তুলে ধর;
শিখনফল/ বিষয়বস্তু:
১. আলাের প্রতিফলনের সূত্র ব্যাখ্যা পারবে;
২. প্রতিবিম্ব ব্যাখ্যা করতে পারবে;
৩. দর্পন ব্যাখ্যা করতে পারবে;
৪. প্রতিবিম্ব সৃষ্টি প্রদর্শন করতে পারবে;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
* পাঠ্য বইয়ের ২১৩-২৩৮ পৃষ্ঠায় বর্ণিত অংশ অনুসরণ করতে হবে;
এসএসসি ২০২১ সপ্তম সপ্তাহ জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট
স্তর: এসএসসি পরিক্ষা ২০২১, বিভাগ: বিজ্ঞান, বিষয়: জীব বিজ্ঞান, বিষয় কোড: ১৩৮, মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৫
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-একাদশ; জীবে প্রজনন;
অ্যাসাইনমেন্ট: হাতে কলমে একটি ফুলের বিভিন্ন স্তবক চিহ্নিতকরণ এবং পরাগায়ন মাধ্যমের সাথে তার সম্পর্ক বিশ্লেষণ;
শিখনফল /বিষয়বস্তু:
প্রজননের ধারণা ও ব্যাখ্যা করতে পারব;
প্রজনন হিসেবে ফুলের কাজ বর্ণনা পারব;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১. জীববিজ্ঞান পাঠ্যপুস্তকের ২৩৩-২৩৯ পৃষ্ঠা পাঠ করতে হবে;
২. আশেপাশে সহজলভ্য এমন কোনাে এক প্রজাতির ফুলের এক বা একাধিক নমুনা সংগ্রহ করতে হবে;
৩. ফুলটি ব্যবচ্ছেদ করতে হবে; এজন্য ব্লেড বা কাঁচির প্রয়ােজন হবে; দৈর্ঘ্য পরিমাপের জন্য স্কেল বা রুলার প্রয়ােজন হবে;
সতর্কতা: ধারালাে যন্ত্র নিয়ে কাজ করার সময় খুব সাবধান থাকতে হবে যাতে নিজের ক্ষতি না হয়। পরিবারের বয়ােজ্যেষ্ঠ কারাে তত্ত্বাবধানে কাজটি করতে হবে;
৪. জীববিজ্ঞান পাঠ্যপুস্তকের ২৩৫ পৃষ্ঠার চিত্রের মতাে করে শিক্ষার্থী তার সংগৃহীত ফুলের একটি চিত্র অঙ্কন করবে সেখানে সবগুলাে স্তবক লেবেল করতে হবে; পাশাপাশি একটি স্কেল বা দৈর্ঘ্য মাপক আঁকতে হবে যেটির সাপেক্ষে আঁকা ফুলের বিভিন্ন অংশের প্রকৃত মাপ কত সেটি নির্ণয় করা সম্ভব;
(উদাহরণ হিসেবে পরবর্তী পৃষ্ঠায় অ্যাসাইনমেন্টের ছক দ্রষ্টব্য);
৫. অ্যাসাইনমেন্টের ছক অনুসারে ফুলের ৬ টি বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে
৬. ফুলের উল্লিখিত বৈশিষ্ট্যাবলীর ভিত্তিতে সেটির পরাগায়ন কীভাবে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তা অ্যাসাইনমেন্টের ছকের নির্ধারিত ঘরে উল্লেখ করতে হবে;
৭. পরাগায়নের মাধ্যম হিসেবে যেটি উল্লেখ করা হবে সেটির যৌক্তিকতা ব্যাখ্যা করতে হবে; (শব্দসীমা ৭০-১০০);
এসএসসি ২০২১ সপ্তম সপ্তাহ ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট
স্তর: এসএসসি পরিক্ষা ২০২১, বিভাগ: ব্যবসায় শিক্ষা, বিষয়: ফিন্যান্স ও ব্যাংকিং, বিষয় কোড: ১৫২, মোট নম্বর: ২০, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৫
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-পঞ্চম; মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন;
অ্যাসাইনমেন্ট: ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও স্থায়ীত্বের সাথে মূলধন বাজেটিং এর সম্পর্ক বিশ্লেষণ;
শিখনফল/বিষয়বস্তু:
• মূলধন বাজেটিং এর ধারণা ব্যাখ্যা করতে পারবে; মূলধন বাজেটিং এর উদ্দেশ্য ও গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
অ্যাসাইনমেন্ট প্রণয়নের ক্ষেত্রে:-
ক. মূলধন বাজেটিং এর ধারণা ব্যাখ্যা করতে হবে এবং উদাহরণ হিসেবে নিজেদের পরিচিত ও আশেপাশে অবস্থিত ব্যবসায়ের উল্লেখ করতে হবে;
খ. মূলধন বাজেটিং এর গুরুত্ব ব্যাখ্যা করার ক্ষেত্রে পাঠ্য বই এবং নিজস্ব সৃজনশীলতার প্রকাশ থাকতে হবে;
গ. মূলধন বাজেটিং এর প্রয়ােগ ক্ষেত্রের উদাহরণ ও ব্যাখ্যা থাকতে হবে;
ঘ. মূলধন বাজেটিং প্রক্রিয়ায় যে ধাপগুলাে অনুসরণ করা হয় তার ব্যাখ্যা থাকতে হবে;
ঙ. সবশেষে ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও টিকে থাকার সাথে মূলধন বাজেটিং এর সম্পর্ক বিশ্লেষণ সংশ্লিষ্ট মতামত থাকবে। উপযুক্ত বিষয়গুলাের যথাযথ ব্যাখ্যাসহ অনধিক ২৫০ শব্দের মধ্যে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে;
এসএসসি ২০২১ সপ্তম সপ্তাহ ব্যবসায় উদ্যেগ অ্যাসাইনমেন্ট
স্তর: এসএসসি পরিক্ষা ২০২১, বিভাগ: ব্যবসায় শিক্ষা, বিষয়: ব্যবসায় উদ্যেগ, বিষয় কোড: ১৪৩, মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৫
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-চতুর্থ; মালিকানার ভিত্তিতে ব্যবসায়;
অ্যাসাইনমেন্ট: বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায় সমিতির গুরুত্ব বিশ্লেষণ;
শিখনফল/বিষয়বস্তু:
সমবায় সমিতির ধারণা ও বৈশিষ্টগুলাে ব্যাখ্যা করতে পারবাে;
বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সমবায় সমিতির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
আর্থ-সামাজিক উন্নয়নের ধারণা ব্যাখ্যা করতে হবে;
সমবায় সমিতির ধারণা উদাহরণসহ ব্যাখ্যা করতে হবে;
সমবায় সমিতির প্রকারভেদ ব্যাখ্যা করতে হবে;
বাংলাদেশে সমবায় ব্যবসায়ের সমস্যা ও সম্ভাবনা যুক্তিসহ ব্যাখ্যা করতে হবে;
এসএসসি ২০২১ সপ্তম সপ্তাহ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অ্যাসাইনমেন্ট
স্তর: এসএসসি পরিক্ষা ২০২১, বিভাগ: মানবিক, বিষয়: ব্যবসায় উদ্যেগ, বিষয় কোড: ১৫৩, মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৫
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-একাদশ; ভাষা আন্দোলন ও রাজনৈতিক ঘটনাপ্রবাহ;
অ্যাসাইনমেন্ট:
“ভাষা আন্দোলন ও বাঙালি জাতীয়তাবাদের বিকাশ” শীর্ষক প্রবন্ধ;
শিখনফল/বিষয়বস্তু:
ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে;
একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতির প্রেক্ষাপট এবং এর মর্যাদা বর্ণনা করতে পারবে;
ভাষা আন্দোলনের প্রতি সম্মান প্রদর্শণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আগ্রহী হবে;
নির্দেশনা (সংকেত/পরিধি/ধাপ):
ক. ভাষা আন্দোলনের পটভূমি বর্ণনা;
খ. ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু, অন্যান্য নেতৃত্ব এবং নারীদের ভূমিকা নিরূপণ;
গ. বাঙালি জাতীয়তাবাদের বিকাশ এবং পূর্ববাংলার স্বাধিকার আন্দোলনে (৫২ – ৭১) ভাষা আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ;
ঘ. আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি অর্জন (পটভূমি ও তাৎপর্য;
এসএসসি ২০২১ সপ্তম সপ্তুহ অর্থনীতি অ্যাসাইনমেন্ট
স্তর: এসএসসি পরিক্ষা ২০২১, বিভাগ: মানবিক, বিষয়: অর্থনীতি, বিষয় কোড: ১৪১, মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৫
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-ষষ্ঠ; জাতীয় আয় ও এর পরিমাপ
অ্যাসাইনমেন্ট: “একটি দেশের জিডিপি নির্ভর করে সেই দেশের ভূমি, প্রাকৃতিক সম্পদ,শ্রম,মূলধন ও প্রযুক্তি ইত্যাদি সম্পদের পরিমাণ এবং উৎপাদনশীলতার উপর”- উক্ত তথ্যের আলােকে বাংলাদেশের মােট জিডিপি পরিমাপের পদ্ধতিগুলাের ব্যাখ্যাসহ মাথাপিছু জিডিপি পরিমাপের সূত্রটি উদাহরণসহ উপস্থাপন;
শিখনফল বিষয়বস্তু:
জিডিপি পরিমাপের পদ্ধতিসমূহ ব্যাখ্যা। করতে পারবে বাংলাদেশে র মােট জিডিপি পরিমাপ পদ্ধতি বর্ণনা করতে পারবে;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১. জিডিপির সংজ্ঞা ব্যাখ্যা;
২. জিডিপি পরিমাপের পদ্ধতি বর্ণনা;
৩. বাংলাদেশের জিডিপি পরিমাপের পদ্ধতি বর্ণনা;
৪. সূত্রের সাহায্যে মাথাপিছু জিডিপি নির্ণয়;
এসএসসি পরীক্ষা ২০২১ সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড
শিক্ষার্থীদের সুবিধার্থে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমূহ বিভাগ ভিত্তিক পিডিএফ আকারে দেওয়া হল।
নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার কাঙ্খিত এসএসসি ২০২১ সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড করে নিন।
এস এস সি ২০২১ সপ্তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা পিডিএফ ডাউনলোড
২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর বিষয় সমূহ পিডিএফ আকারে ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন। খুব শীঘ্রই বিভাগভিত্তিক অ্যাসাইনমেন্ট আপলোড করা হবে দয়া করে সাথেই থাকুন।
প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
এসএসসি পরীক্ষা ২০২১ সকল অ্যাসাইনমেন্ট ও সমাধান
দেশের সকল সাধারণ শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ১২ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখার জন্য নিচের ছকটি অনুসরণ করুন। এখানে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার এসএসসি পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানসমূহ খুব সুন্দর ভাবে দেওয়া আছে।
[ninja_tables id=”9143″]bpsc website, bpsc teletalk com bd 43th, bpsc teletalk com bd 43 bcs, bpsc circular, bpsc teletalk com bd job circular 2020, www bpsc gov bd result 2021, bpsc notice board 2021, bpsc apply online, bpsc circular 2021
৭ম সপ্তাহে ২০২১ সালের এসএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তরঃ
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের লক্ষ্যে মাউশি ধা