শ্রেণি কার্যক্রম পরিচালনায় মাউশি’র জরুরি নির্দেশ
কোভিড-১৯ এর পর ২২ ফেব্রুয়ারি থেকে পুনরায় খুলে দেওয়া হলো দেশের সকল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় শ্রেণি কার্যক্রম পরিচালনায় মাউশি’র জরুরি নির্দেশনা প্রদান করেছে।
২৭ ফেব্রুয়ারি ২০২২ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল সাইটে এই সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রতি তথ্যটি জানানো হয়। বাংলা নোটিশ ডট কম এর পাঠকদের জন্য কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতকরণ সংক্রান্ত এই নির্দেশনাটি হুবহু দেওয়া হলো-
কোভিড-১৯ অতিমারির কারণে ২১/০১/২০২২ খ্রি. তারিখ হতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার পর গত ২২/০২/২০২২ খ্রি. তারিখ হতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পুনরায় চালু করা হয়েছে।
এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা অতীব জরুরী। কোভিড-১৯ অতিমারি মােকাবেলায় মাউশি অধিদপ্তর প্রণীত গাইড লাইন এবং নির্দেশিত ২০টি কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানসমূহে যথাযথভাবে পালন করার বিষয়টি নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
নিচের ছবিতে শ্রেণি কার্যক্রম পরিচালনায় মাউশি’র জরুরি নির্দেশনাটি দেখুন
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন। আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনার জন্য আরও কিছু তথ্যঃ