শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় কম্পিউটার সামগ্রী ও ডিজিটাল ডিভাইস স্থাপন
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় কম্পিউটার সামগ্রী ও ডিজিটাল ডিভাইস স্থাপন করতে একটি জরুরি নির্দেশনা প্রদান করেছেন। ২২ .০৮.২০২৩ খ্রি সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নতুন ক্যারিকুলাম বাস্তবায়নে ১০ নভেম্বরের মধ্যে প্রত্যেক প্রতিষ্ঠানে কমপক্ষে ২টি ল্যাপটপ বা ডেক্সটপ ক্রয় করার জন্য অনুরোধ জানানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় কম্পিউটার সামগ্রী ও ডিজিটাল ডিভাইস স্থাপন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়-
নতুন কারিকুলাম এর আওতায় প্রণীত ডিজিটাল প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও ব্যবহারিক দক্ষতা অর্জনের জন্য শ্রেণি কার্যক্রম পরিচালনায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহার উপযোগি কম্পিউটার/ডিজিটাল ডিভাইস থাকা আবশ্যক।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহার উপযোগি কম্পিউটার/ডিজিটাল ডিভাইস/ল্যাব নাই, সে সকল প্রতিষ্ঠানকে আগামী ১০/১১/২০২৩ তারিখের মধ্যে স্ব-উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় ইন্টারনেট সংযোগসহ ন্যূনতম ২টি ল্যাপটপ/ডেক্সটপ স্থাপনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় কম্পিউটার সামগ্রী ও ডিজিটাল ডিভাইস স্থাপন
নিচের ছবিতে মাউশি কর্তৃক প্রকাশিত ট্যাব/কম্পিউটার/ল্যাপটপ ক্রয় সংক্রান্ত নির্দেশনাটি নিচের ছবিতে দেওয়া হল। আপনি চাইলে এখানে ক্লিক করে অর্ডারটি দেখে নিতে পারেন।
শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেইজ লাইক ও ফলো করুন এবং আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।