রমজানের ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান চালু বিষয়ে মাউশি ৬টি নির্দেশনা
রমজানের ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান চালু বিষয়ে মাউশি ৬টি নির্দেশনা: পবিত্র রমজানসহ অন্যন্য কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষনা করা হয়েছে। ২৩ মার্চ ২০২৩ থেকে এই ছুটি চলমান আছে এবং শেষ হবে এপ্রিল এর ২৭ তারিখ পর্যন্ত। পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পরবর্তী চালুকরণ সংক্রান্ত একটি নির্দেশনা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
১৩ এপ্রিল ২০২৩ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে নিন্মমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ দীর্ঘ ছুটি শেষে পুনরায় বিদ্যালয় চালু করার পূর্বে এবং পরে ৬টি জরুরি কাজের নির্দেশ দেওয়া আছে।
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পরবর্তী চালুকরণ সংক্রান্ত বিষয়ে প্রদত্ত নির্দেশনায় বলা হয়-
উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে, পবিত্র রজমান মাস উপলক্ষ্যে বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী ২৩ মার্চ, ২০২৩ তারিখ থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানসমূহ দীর্ঘদিন ছুটি পরবর্তী খোলার পর নিম্নোক্ত নির্দেশনাসমূহ বাস্তবায়ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
নির্দেশনাসমূহ :
(১) শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিস্কার-পরিচ্ছন্ন করা;
(২) নতুন কারিকুলাম বাস্তবায়নে সম্প্রতি গৃহীত প্রশিক্ষণ হতে লব্ধ জ্ঞানের যথাযথ প্রয়োগ;
(৩) নতুন কারিকুলাম বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশিত দায়িত্ব অনুসরণ;
(৪) অভিভাবক সমাবেশ আয়োজনের মাধ্যমে অভিভাবকগণকে সচেতন করা;
(৫) নতুন কারিকুলাম সম্পর্কে ইতিবাচক ধারণা বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ;
(৬) কারিকুলাম অনুযায়ী শিখন কার্যক্রম স্কুল বন্ধকালীন মিরবিচ্ছিন্ন রাখা;
নিচের ছবিতে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পরবর্তী চালুকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেওয়া হল। আপনি চাইলে এটি পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন।
আমরা নতুন উদ্যমে পুনরায় কাজ শুরু করেছি। শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট সবার আগে পাওয়া জন্য আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। এবং যেকোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন।