মাউশির ইএমআইএস এর MCS মডিউল চালুকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমআইএস এর Message Communication System (MCS) মডিউল চালুকরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে dshe.gov.bd ৩১ ডিসেম্বর ২০২০; মাউশির ইএমআইএস এর MCS মডিউল চালুকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি;
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন অফিসসমূহ এবং সরকারি প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, স্কুল এন্ড কলেজ) এর সাথে যােগাযােগ করার জন্য মাউশি অধিদপ্তরের ইএমআইএস সিস্টেমে Message Communication System (MCS) মডিউলটি যুক্ত করা হয়েছে।
উক্ত মডিউলটি ব্যবহার করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, আঞ্চলিক শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সরকারি স্কুল এবং সরকারি কলেজসমূহের মধ্যে তথ্য/ পত্র আদান-প্রদান করা যাবে।
মডিউলটি প্রচলিত ই-মেইল সিস্টেমের মত করে প্রস্তুত করা হয়েছে যা www.emis.gov.bd তে হােস্ট করা হয়েছে। মডিউলটি ব্যবহারের ব্যবহারকারী নির্দেশিকা http://emis.gov.bd/EMIS/content/docs/EMIS_DSHE_MCs_UserMan.pdf লিংকে পাওয়া যাবে।
উল্লেখ্য, Message Communication System (MCS) মডিউলে প্রবেশের জন্য-
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উইং প্রধানগণ পিডিএস আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস সিস্টেমে প্রবেশ করলেই মডিউলটি পাওয়া যাবে।
- আঞ্চলিক শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এমপিও কার্যক্রমের আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস সিস্টেমে প্রবেশ করলেই মডিউলটি পাওয়া যাবে।
- সরকারি স্কুল এবং সরকারি কলেজসমূহ তাদের প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস সিস্টেমে প্রবেশ করলেই মডিউলটি পাওয়া যাবে।
Message Communication System (MCS) মডিউলটি ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরােধ করা হলাে।
আপনার জন্য আরও কিছু তথ্য:
শিক্ষা, চাকুরি, প্রশিক্ষণ, বৃত্তিসহ দেশ বিদেশের সকল অফিসিয়াল নিউজ সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেল Subscribe করে রাখুন।