প্রকাশিত হয়েছে সংসদ বাংলাদেশ টিভিতে ক্লাস প্রচারের রুটিন
করোনা পরিস্থিতিতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। বন্ধে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত না ঘটায় এ জন্য বাংলাদেশ সরকার সংসদ বাংলাদেশ টেলিভিশন এর মাধ্যমিকের ক্লাস প্রচারের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক টিভিতে ক্লাস প্রচারের রুটিন সহ একটি নির্দেশনা জারি করেছে।
২৫ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল আঞ্চলিক কার্যালয়, জেলা শিক্ষা অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সরকারি ও বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চলমান শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কালীন সময়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পাঠদানের ধারাবাহিকতা রক্ষার জন্য সংসদ বাংলাদেশ টেলিভিশনে বিষয়ভিত্তিক ক্লাস পরিচালনার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার (সংযুক্ত) অনুযায়ী আগামী ২৯ মার্চ ২০২০ তারিখ সকাল ৯ টায় এ কার্যক্রম শুরু হবে।
পাঠদানকারী শিক্ষক ক্লাস শেষে পাঠদানের বিষয়ের উপর বাড়ির কাজ দেবেন। প্রত্যেকটি বিষয়ের জন্য শিক্ষার্থীর আলাদা আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং স্কুল খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিবে। ওই বাড়ির কাজের উপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।
আমার ঘরে আমার স্কুল শিরোনামে প্রকাশিত রুটিন নিম্নে প্রদত্ত হলো:
এই রুটিনে দোসরা এপ্রিল পর্যন্ত সময়সূচী দেওয়া হয়েছে।
ইংলিশ ভার্শনে যারা পড়েন তাদের কি হবে? বা তাদের ক্লাস কিভাবে হবে? এই ব্যপারে কোন নির্দেশনা কি জানালে ভাল হতো।