পাবলিক পরীক্ষার পরীক্ষক – প্রধান পরীক্ষকদের জন্য কুশিবো’র জরুরী বিজ্ঞপ্তি
পাবলিক পরীক্ষার পরীক্ষক গণের উৎসে কর: জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার পরীক্ষক, প্রধান পরীক্ষক ও পরীক্ষা সংশ্লীষ্ট সকলের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, কুমিল্লা; বোর্ডের ওয়েব সাইটে ০৪ অক্টোবর ২০২০ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাবলিক পরীক্ষার পরীক্ষক গণের উৎসে কর সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়;
২০১৯-২০ অর্থ বৎসরে জেএসসি/এসএসসি/এইচএসসি পরীক্ষা সংক্রান্ত পারিশ্রমিক/সম্মানী হতে উৎসে কর কর্তনের সার্টিফিকেট প্রাপ্তি প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-
বাের্ডের জেএসসি-২০১৮ ও ২০১৯, এসএসসি-২০১৯ ও এইচএসসি-২০১৯ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কাজে দায়িত্ব পালনকারী সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে, তাদের বিভিন্ন পারিশ্রমিক/সম্মানী হতে ২০১৯-২০২০ অর্থ বৎসরে উৎসে কর কর্তনের সার্টিফিকেট নিম্নোক্ত পদ্ধতিতে বাের্ডের ওয়েবসাইট হতে অনলাইনে প্রিন্ট করে নেয়ার জন্য অনুরােধ করা হলাে।
সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়া:
- (www. comillaboard.gov.bd) তে প্রবেশ করুন;
- অভ্যন্তরীন ই-সেবা লিঙ্কে গিয়ে উৎসেকর কর্তন সনদ এ ক্লিক করুন;
- বাের্ডে প্রদত্ত মােবাইল নম্বরটি লিখুন;
- Submit Button ক্লিক করুন;
- Select JSC/SSC/HSC [ যার জন্য যেটি প্রযােজ্য ]
- Select পরীক্ষার সন
- Select Examiner /Head examiner/ Scrutiniser/Re- scrutiniser/Setter/Moderator/ Translator (যার যেটা প্রযোজ্য)
- Subject code লিখুন (Setter,Moderator, Translator হলে বিষয় কোড দেয়ার প্রয়ােজন নেই)
- Click here for tax certificate এ ক্লিক করে আপনার কপি প্রিন্ট করুন;
এই সংক্রান্ত কোন সহযোগিতা প্রয়োজন হলে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিয়ে আপনার সমস্যা উল্লেখ করে সমাধান নিন; ফেসবুক গ্রুপ লিংক: https://facebook.com/groups/banglanotice
কুমিল্লা বোর্ডের রেজিষ্ট্রেশন, পরীক্ষাসহ যেকোন বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন;
আপনার জন্য আরও কিছু বিজ্ঞপ্তি:
- প্রতিষ্ঠান প্রধানদের প্রতি কুমিল্লা শিক্ষা বোর্ডের জরুরী বিজ্ঞপ্তি
- শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি নির্বাচন প্রসঙ্গে কুমিল্লা বোর্ডের জরুরী বিজ্ঞপ্তি
- সুখবর: সরকার দিবে সকল পরীক্ষার ফি!