ডিগ্রী ও সমমান শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন বিজ্ঞপ্তি ২০২২
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক পরিচালিত উপবৃত্তি কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানসমূহে স্নাতক পাস সমপর্যায়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নিকট থেকে উপবৃত্তি দরখাস্ত আহবান করা যাচ্ছে। ৫ জানুয়ারি ২০২২ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অফিশিয়াল ওয়েবসাইটে ডিগ্রী ও সমমান শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়।
ডিগ্রী ও সমমান শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন বিজ্ঞপ্তি ২০২২ অনুসারে শিক্ষার্থীরা আগামী ০৯ জানুয়ারি ২০২২ থেকে ১০ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত তারিখ ডিগ্রী শিক্ষার্থীদের উপস্থিতি প্রাপ্তির আবেদন করতে পারবে।
ডিগ্রী ও সমমান শিক্ষার্থীদের উপবৃত্তি
বাংলা নোটিশ ডটকমের পাঠকদের জন্য ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে জাতীয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে দেশের বিভিন্ন মাদ্রাসায় ডিগ্রী বা স্নাতক পাস এবং ফাজিল পাস শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদনের প্রক্রিয়া, বিজ্ঞপ্তি ও অন্যান্য বিষয় সমূহ বিস্তারিত আলোচনা করব।
২০২১-২২ অর্থবছরের স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের উপবৃত্তি প্রদান বিজ্ঞপ্তিতে ডিগ্রী ও সমমান শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন বিজ্ঞপ্তি ২০২২ বিষয়ে শিক্ষার্থীদের জানানো হয় যে-
২০২১-২২ অর্থবছরে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ (৩য় বর্ষ, ২য় বর্ষ এবং ১ম বর্ষ) শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের নিকট থেকে উপবৃত্তির আবেদন আহবান করা হচ্ছে।
ক. উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে http://estipend.pmeat.gov.bd লিংক-এ প্রবেশ করে অনলাইনে নিবন্ধন করতে হবে;
খ. নিবন্ধনের জন্য প্রয়ােজনীয় নির্দেশনা বর্ণিত ওয়েবসাইটে ব্যবহার নির্দেশিকায় পাওয়া যাবে;
গ. উক্ত সফটওয়্যারে তথ্য এন্ট্রির জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ পূর্বের User ID ও Password ব্যবহার করে অথবা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের EMIS সফটওয়্যারের User ID ও Password ব্যবহার করেও লগইন করতে পারবেন;
ঘ. ব্যবহার নির্দেশিকার শর্তাবলি অনুসরণপূর্বক আগামী ০৯/০১/২০২২ থেকে ১০/০২/২০২২ তারিখ পর্যন্ত সিস্টেম ব্যবহার করে অনলাইনে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে;
ঙ. সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ২৮/০২/২০২২ তারিখের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সিস্টেম ব্যবহার করে অনলাইনে প্রেরণ করার জন্য অনুরােধ করা হলাে। উল্লেখ্য, নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার কোন হার্ড কপি প্রেরণের প্রয়ােজনীয়তা নাই।
নিচের ছবিতে ডিগ্রী ও সমমান শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন বিজ্ঞপ্তি ২০২২ দেখুন
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।