এসএসসি ২০২১ রসায়ন এমসিকিউ ও সৃজনশীল প্রশ্নের সমাধান
বিজ্ঞান বিভাগ থেকে দেশের সকল সাধারণ শিক্ষা বোর্ড এর আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য রসায়ন এমসিকিউ ও সৃজনশীল প্রশ্নের সমাধান নিজেদের মান যাচাইয়ে সহযোগিতা করবে। শতভাগ পাঠ্যবই ও অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে খুঁজে বের করা এএসএসসি ২০২১ রসায়ন এমসিকিউ ও সৃজনশীল প্রশ্নের সমাধান দেখে তোমার প্রশ্নগুলোর উত্তর যাচাই করে নিতে পারবে।
ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ মাদ্রাসা এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের রসায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমাদের জন্য এই বিষয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্ন এবং প্রশ্নের সঠিক উত্তরসমূহ খুঁজে পাঠ্য বইয়ের আলোকে এবং অভিজ্ঞ শিক্ষক এর তত্ত্বাবধানে প্রস্তুত করে দেওয়া হল।
আমাদের দেওয়া উত্তর নিয়ে তোমার কোনো মতামত থাকলে জানাতে পারো। যেকোন তথ্য ও পরামর্শ পাবে আমাদের ফেসবুক পেইজে।
কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এনসিটিবি প্রণীত সংক্ষিপ্ত সিলেবাস এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় শিক্ষা বোর্ড সমূহ বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিষয়ে ১১ টি সৃজনশীল এবং ৩০ টি বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে সর্বমোট ৫০ নম্বরের প্রশ্ন পত্র তৈরি করেছেন।
এসএসসি ২০২১ রসায়ন এমসিকিউ (MCQ) বা বহুনির্বাচনি প্রশ্ন
২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি পরীক্ষার জন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড সমূহের নির্ধারিত সময়সূচি অথবা রুটিন অনুযায়ী বিজ্ঞান শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থীদের রসায়ন পরীক্ষা ১৬ নভেম্বর ২০২১ সকাল ১০ টা থেকে ১১ টা ৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয়।
পাঠ্যবই থেকে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য ২৫ টি বহুনির্বাচনী প্রশ্ন দেয়া হয়েছে যার সমাধান বা সঠিক উত্তর সমূহ এখানে দেয়া হলো। এগুলোর মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের প্রদানকৃত উত্তরের সাথে মিলিয়ে নিয়ে নিজেদের দক্ষতা মূল্যায়ণ করতে পারবে। পরবর্তী বিষয়সমূহে সঠিক ভাবে প্রস্তুতি গ্রহণ করায় শিক্ষার্থীদের সহায়ক হবে এবং ভালো ফলাফল অর্জন করতে পারবেন।
পরীক্ষার্থীরা এর মধ্য থেকে ১৫ মিনিট সময়ে যেকোনো ১২ টি প্রশ্নের উত্তর প্রদান করবে। প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর হিসেবে বারোটি প্রশ্নে মোট ১২ নম্বর প্রদান করা হবে।
রসায়ন এমসিকিউ প্রশ্নের সঠিক সমাধান বা উত্তর এসএসসি ২০২১
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের রসায়ন বিষয়ে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় এমসিকিউ প্রশ্নের মধ্যে যে কোনো পনেরো টি প্রশ্ন ও উত্তর করা বাধ্যতামূলক। এই বিষয়ে পরীক্ষার্থীদের প্রাপ্ত ১২ নম্বর কে ২৫ নম্বরে রূপান্তর করে ফলাফল প্রস্তুত করা হবে এবং মার্কশিট একটা যোগ করা হবে।
তোমরা যারা ২০২১ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে রসায়ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের জন্য এই বিষয়ের MCQ বা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর সমূহ দেয়া হলো।
এসএসসি পরীক্ষা ২০২১
বিষয়: রসায়ন (বহুনির্বাচনী অভিক্ষা)
[২০২১ সালের সিলেবাস অনুযায়ী]
সময় ২৫ মিনিট, পূর্ণমান-২৫
[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]
১। ইলেকট্রনের প্রকৃত আধান কোনটি?
(ক) +1 কুলম্ব, (খ) +1.6 x 10-19 কুলম্ব, (গ) -1.6 x 10-19 কুলম্ব, (ঘ) -1 কুলম্ব
উত্তরঃ (গ) -1.6 x 10-19
২। সিলভার মৌলের প্রতীক কোনটি?
(ক) Sn (খ) Pb (গ) Si (ঘ) Ag
উত্তরঃ (ঘ) Ag
৩। Cr3+ আয়নে কতটি ইলেকট্রন আছে?
(ক) 21 (খ) 24 (গ) 27 (ঘ) 28
উত্তরঃ (ক) 21
৪। কপার এর M শেলে কতটি ইলেকট্রন থাকে?
(ক) 9 (খ) 10 (গ) 17 (ঘ) 18
উত্তরঃ (গ) 17
৫। H3PO4 এর আপেক্ষিক আণবিক ভর কত?
(ক) 50 (খ) 66 (গ) 82 (ঘ) 98
উত্তরঃ (ঘ) 98
৬। কোনটির আয়নিকরণ শক্তি কম?
(ক) Mg (খ) Ra (গ) Ca (ঘ) Ba
উত্তরঃ (খ) Ra
৭। আয়রন পর্যায় সারণির কোন পর্যায়ে অবস্থিত?
(ক) ৩য় (খ) ২য় (গ) ৪র্থ (ঘ) ৫ম
উত্তরঃ (গ) ৪র্থ
৮। কোনটি পানিতে অদ্রবণীয়?
(ক) LiCl (খ) MgCl2 (গ) CH4 (ঘ) NaF
উত্তরঃ (গ) CH4
৯। ফসফরাস ট্রাইক্লোরাইড অণুতে কতটি সমযােজী বন্ধন আছে?
(ক) 1 (খ) 2 (গ) 3 (ঘ) 5
উত্তরঃ (গ) 3
১০। কোন মৌলটির যােজনী শূন্য?
(ক) Na (31) Ni (গ) K (ঘ) Kr
উত্তরঃ (31) Ni
১১। কোন মৌল জোড়ের পরিবর্তনশীল যােজ্যতা আছে?
(ক) Mg, Au (খ) Sn, F (গ) Ai, P (ঘ) Fe, Hg
উত্তরঃ (ঘ) Fe, Hg
১২। H2S এ সালফারের সুপ্ত যােজনী কত?
(ক) 0 (খ) 2 (গ) 4 (ঘ) 6
উত্তরঃ (গ) 4
নিচের তথ্যের আলােকে ১৩ থেকে ১৫ নং প্রশ্নের উত্তর দাও: 6X 17Y 12Z
১৩। Y মৌলের যােজ্যতা ইলেকট্রন কতটি?
(ক) 1 (খ) 5 (গ) 7 (ঘ) 17
উত্তরঃ (গ) 7
১৪। Y ও Z দ্বারা গঠিত যৌগ- i. উচ্চ গলনাংকবিশিষ্ট, ii. সমযােজী, iii. পানিতে অদ্রবণীয়
নিচের কোনটি সঠিক? (ক) i, (খ) i ও ii, (গ) ii ও iii (ঘ) i ও iii
উত্তরঃ (ক) i
১৫। X ও Y দ্বারা গঠিত যৌগে সমযােজী বন্ধনের সংখ্যা কয়টি?
(ক) 4 (খ) 8 (গ) 12 (ঘ) 24
উত্তরঃ (ক) 4
১৬। প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের শতকরা পরিমাণ কত?
(ক) 7% (খ) 6% (গ) 4% (ঘ) 3%
উত্তরঃ (ঘ) 3%
১৭। কোন পদার্থটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি?
(ক) C3H12 (খ) C8H18 (গ) C3H8 (ঘ) C20H42
উত্তরঃ (ঘ) C20H42
১৮। হাইড্রোজেন পারক্সাইডের উপস্থিতিতে প্রােপিনের সাথে HBr এর বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
(ক) CH3-CHBr-CH3 (খ) CH3-CH2-CHBr (গ) CH3-CHBr-CHBr (ঘ) CH2Br -CH2-CH2Br
উত্তরঃ (খ) CH3-CH2-CHBr
১৯। কোনটি অধিক সক্রিয়?
(ক) C4H4 (খ) C3H6 (গ) C5H12 (ঘ) C3H8
উত্তরঃ (খ) C3H6
২০। অ্যালডিহাইডের কার্যকরী মূলক কোনটি?
(ক) -COOH (খ) -CHO, (গ) O=-C- (ঘ) -COOR
উত্তরঃ (খ) -CHO
নিচের অংশটুকু পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও: CH3-CH2-C = CH + Cl2— > A A + Cl2 -> B
২১। ‘B’ যৌগের নাম কী?
(ক) 1, 1-ডাইক্লোরােবিউটেন, (খ) 2, 2-ডাইক্লোরােবিউটেন, (গ) 1, 1, 2, 2-টেট্রাক্লোরােবিউটেন, (ঘ) 1,1, 2, 2-টেট্রাক্লোরােবিউটিন
উত্তরঃ (গ) 1, 1, 2, 2-টেট্রাক্লোরােবিউটেন
২২। উদ্দীপকের A যৌগটি: i. সংযােজন বিক্রিয়া দেয়, ii. প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়, iii. ‘B’ অপেক্ষা কম সক্রিয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
উত্তরঃ (ক) i ও ii
২৩। নিচের কোনটি d ব্লক মৌল?
(ক) K (খ) Ca (গ) Ti (ঘ) Kr
উত্তরঃ (গ) Ti
২৪। অবস্থান্তর মৌল কোনটি?
(ক) Fe (খ) Zn (গ) Sc (ঘ) K
উত্তরঃ (ক) Fe
২৫। নিচের কোন মৌলটি অধিক সক্রিয়?
(ক) O (খ) P (গ) N (ঘ) F
উত্তরঃ (ঘ) F
বাংলাদেশের সকল জাতীয় পত্রিকায় প্রকাশিত যাবতীয় খবর সবার আগে পাওয়ার জন্য বাংলা নোটিশ ডট কম ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনার মোবাইলে দ্রুত সকল বিষয়ে আপডেট পেতে গুগল প্লে-স্টোর থেকে আমাদের এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নিন।