উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা বা রিপোর্ট ডাউনলোড করার পদ্ধতি
মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচীতে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা বা রিপোর্ট ডাউনলোড করার পদ্ধতি জানালো সেকেন্ডারী এডুকেশন ডেভেলাপমেন্ট প্রোগ্রাম কর্তৃপক্ষ। ৩০ জুন ২০২১ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচীর স্কীম পরিচালক শরীফ মোর্তজা মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে HSP MIS এ উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা/রিপোর্ট ডাউনলোড করা প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়-
২০২০-২০২১ অর্থ বছরের ২০২০ সনের ষষ্ঠ শ্রেণি, ২০২০-২০২১ সনের একাদশ শ্রেণির নতুন এন্ট্রিকৃত শিক্ষার্থীদের মধ্য হতে পিএমটি পদ্ধতিতে নির্বাচিত উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এবং অন্যান্য শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর টাকা HSP MIS এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থীর একাউন্টে প্রেরণ করা হয়েছে।
নিম্মােক্ত পদ্ধতিতে HSP MIS-এ শিক্ষা প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা/রিপাের্ট ডাউনলােড করা যাবে।
উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী তালিকা দেখার নিয়ম:
ধাপ-১: HSP MIS এ ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন;
ধাপ-২: উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী অপশনে শিক্ষার্থী প্রােফাইল” বাটনে ক্লিক করুন;
ধাপ-৩: শ্রেণি সিলেক্ট করুন। শিক্ষার্থীর অবস্থা বাটনে ক্লিক করে সক্রিয় সিলেক্ট করুন এবং করে খুজুন বাটনে ক্লিক করুন;
ষষ্ঠ ও একাদশ এবং অন্যান্য শ্রেণির উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের রিপাের্ট ডাউনলােড করার নিয়ম:
ধাপ-১: রিপাের্ট অপশনের শিক্ষার্থীর রিপাের্ট বাটনে ক্লিক করুন;
ধাপ-২: রিপাের্টের নাম হতে শিক্ষার্থীদের বিবরণী রিপাের্ট” সিলেক্ট করুন;
ধাপ-৩: অর্থবছর, সেশন, স্ট্যাটাস,রিপাের্টের ভাষা, রিপাের্ট ধরণ এবং শ্রেণি সিলেক্ট করে রিপাের্ট বাটনে ক্লিক করুন;
ধাপ-৪: ডাউনলােড বাটনে ক্লিক করে রিপাের্টটি ডাউনলােড করুন এবং প্রিন্ট বাটনে ক্লিক করে রিপাের্টটি প্রিন্ট
করুন;
উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পে-রােল/ টাকা প্রাপ্তির রিপাের্ট ডাউনলােড করার নিয়ম:
ধাপ-১: রিপাের্ট অপশনের পে-রােল রিপাের্ট বাটনে ক্লিক করুন;
ধাপ-২: রিপাের্টের নাম হতে পেমেন্ট স্ট্যাটাস রিপাের্ট” সিলেক্ট করুন;
ধাপ-৩: অর্থবছর, রিপাের্টের ভাষা, রিপাের্ট ধরণ এবং পেমেন্ট অবস্থা সিলেক্ট করে রিপাের্ট বাটনে ক্লিক করুন;
ধাপ-৪: ডাউনলােড বাটনে ক্লিক করে রিপাের্টটি ডাউনলােড করুন অথবা প্রিন্ট বাটনে ক্লিক করে রিপাের্টটি প্রিন্ট করুন;
আপনার জন্য আরও কিছু তথ্যঃ