আগামীকাল শুরু হচ্ছে উপবৃত্তির অগ্রগতী সংক্রান্ত ভার্চুয়াল সভা
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির MIS ব্যবহার ও সামগ্রিক কাজের অগ্রগতি সংক্রান্ত ভার্চুয়াল সভায় যােগদান প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; বিজ্ঞপ্তি অনুযায়ী ২২ ডিসেম্বর আগামীকাল শুরু হচ্ছে উপবৃত্তির অগ্রগতী সংক্রান্ত ভার্চুয়াল সভা এবং চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি এবং ২০২০ সালের ৬ষ্ঠ শ্রেণির উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য HSP MIS এ এন্টি, তথ্য আপডেট, অযােগ্য শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তন এবং প্রতিষ্ঠানের তথ্য এন্ট্রি/আপডেট বিষয়ে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের সাথে নিম্নলিখিত তারিখ ও সময় অনুযায়ী অনলাইনে “জুম অ্যাপ এর মাধ্যমে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে।
নির্ধারিত তারিখ ও সময় অনুয়ায়ী কর্মকর্তাগণ Useo Upazila Name ব্যবহার করে। Zoom app এ লগইন করে সভায় অংশগ্রহণের অনুরােধ করা হলাে। আগামীকাল শুরু হচ্ছে উপবৃত্তির অগ্রগতী সংক্রান্ত ভার্চুয়াল সভা ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।
উল্লেখ্য যে, “জুম অ্যাপ” এর লিংক , Meeting ID ও Password সংশ্লিষ্ঠ উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ইমেইলে প্রেরণ করা হবে।
নির্ধারিত তারিখে “জুম অ্যাপ” এর লিংক, Meeting ID ও Password না পেলে hsp.sstipend@gmail.com মেইলে যােগাযােগের জন্য অনুরােধ করা হলাে।
আপনার উপজেলার সভার তারিখ দেখুন