অ্যামোনিয়া পানি ও মিথেন গ্যাসের মডেল, অণু ও পরমাণু সম্পর্কে ডাল্টনের মতবাদ
সপ্তম শ্রেণির কোমলমতী শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। আজ তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই আর্টিকেলে তোমাদের জন্য রয়েছে ৭ম শ্রেণির ১৫তম সপ্তাহের বিজ্ঞান বিষয়ের ৪র্থ অ্যাসাইনমেন্টের উত্তর/ সমাধান : অ্যামোনিয়া পানি ও মিথেন গ্যাসের মডেল, অণু ও পরমাণু সম্পর্কে ডাল্টনের মতবাদ।
১৫তম সপ্তাহে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত ৭ম শ্রেণির শিক্ষার্থীদের এসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ৭ সেপ্টেম্বর ২০২১ অধিদপ্তর কর্তৃক সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় সমূহের ৭ম শ্রেণির শিক্ষার্থীদের ১৫ তম সপ্তাহের এসাইনমেন্ট সমূহ প্রদান করা হয়।
৭ম শ্রেণির ১৫তম সপ্তাহের বিজ্ঞান বিষয়ের ৪র্থ অ্যাসাইনমেন্ট
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ :
১। কাদা মাটির তৈরি মার্বেল ও কাঠি অথবা তোমার নিজের মত করে অ্যামোনিয়া, পানি ও মিথেন গ্যাসের মডেল তৈরি করো এবং খাতায় উপস্থাপন করো।
২। তোমার তৈরি মডেল উপলব্ধি করে অণু ও পরমাণু সম্পর্কে ডাল্টনের মতবাদকে ব্যাখ্যা করে খাতায় লিখ।
নির্দেশনা
১। অ্যামোনিয়া, পানি ও মিথেন গ্যাসের গঠন জানতে হবে।
২। পরমাণু সম্পর্কে ধারণা নিয়ে ডাল্টনের মতবাদ জানতে হবে।
১। কাদা মাটির তৈরি মার্বেল ও কাঠি অথবা তোমার নিজের মত করে অ্যামোনিয়া, পানি ও মিথেন গ্যাসের মডেল তৈরি করো এবং খাতায় উপস্থাপন করো।
২। তোমার তৈরি মডেল উপলব্ধি করে অণু ও পরমাণু সম্পর্কে ডাল্টনের মতবাদকে ব্যাখ্যা করে খাতায় লিখ।
ডাল্টনের মতবাদ হতে অনু ও পরমানু সম্পর্কে ব্যাখ্যা করা হলোঃ
পরমাণু ও অণু
আমরা ডাল্টনের মতবাদ থেকে জানলাম যে, পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। এ ক্ষুদ্র কণাদেরকে পরমাণু বলা হয়। তবে পরমাণু স্বাধীন বা মুক্ত অবস্থায় থাকতে পারে না। এরা একে অন্যের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। অণুরা মুক্ত অবস্থায় থাকতে পারে।
মৌলিক পদার্থের বেলায় শুধু ঐ পদার্থের পরমাণুরা যুক্ত হয়ে অণু গঠন করে। যেমন দুটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে একটি অক্সিজেন অণু গঠন করে। অন্যভাবে বলা যায়, অক্সিজেন নামের মৌলিক পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা গঠিত। আবার অক্সিজেনের একটি অণুকে ভাঙলে অক্সিজেনের দু’টি পরমাণু পাওয়া যাবে।
ডাল্টনের মতবাদ
১৮০৩ সালে ইংরেজ পদার্থ ও রসায়ন বিজ্ঞানী জন ডাল্টন পরমাণু সম্পর্কে একটি তত্ত্ব প্রকাশ করেন যা ডাল্টনের পরমাণুবাদ নামে পরিচিত। তার প্রদত্ত পরমাণুবাদে মোট পাঁচটি স্বীকার্য আছে । এই স্বীকার্য পাঁচটি হলো–
- পদার্থ অতি ক্ষুদ্র কণাসমূহ দ্বারা গঠিত, এই কণাগুলোর নাম পরমাণু।
- একই পদার্থের পরমাণুসমূহের আকার, ভর এবং অন্যান্য বৈশিষ্ট্য একই রকম হয়, ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণুসমূহের আকার, ভর এবং অন্যান্য বৈশিষ্ট্য ভিন্নরকমের হয়।
- পরমাণুসমূহ বিভাজিত, সৃষ্টি বা ধ্বংস হতে পারে না।
- সরল পূর্ণসংখ্যক অনুপাতে বিভিন্ন পদর্থের পরমাণু সংযুক্ত হয়ে রাসায়নিক যৌগের সৃষ্টি করে।
- রাসায়নিক বিক্রয়াসমূহে পরমাণু সংযোজিত, বিভক্ত বা পুনর্বিন্যাসিত হয়।
এবার একটি যৌগিক পদার্থ পানির কথা বিবেচনা করি। একটি পাত্রে কয়েক ফোঁটা পানি নিয়ে একে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে থাকি। ধরা যাক, এক পর্যায়ে আমরা ছোট্ট এক ফোঁটা পানি পাবো। সেই এক ফোঁটা পানিও অসংখ্য কণার সমষ্টি।
এক পর্যায়ে হয়তো আমরা একটিমাত্র পানির কণা পাবো যেটি যুক্ত অবস্থায় থাকতে পারে এরকম কণাতে পানির বৈশিষ্ট্য বজায় থাকে। এই ক্ষুদ্র কণাটি হলো পানির অণু। একটি পানির অণুকে ভাঙলে আরও ক্ষুদ্র কণা পাওয়া যায়, তবে সেগুলো স্বাধীনভাবে থাকতে পারে না। সেগুলো পানির বৈশিষ্ট্যও ধারণ করে না। আসলে তারা আর পানির কণা থাকে না। একটি পানির অণুকে ভাঙলে একটি অক্সিজেন পরমাণু ও দুটি হাইড্রোজেন পরমাণু পাওয়া যায়। অন্যভাবে বলা যায় একটি অক্সিজেন পরমাণু ও দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি পানির অণু গঠন করেছে।
একইভাবে,অ্যামনিয়ায় ৩টি হাইড্রোজেন ১টি নাইট্রোজেন পরমানুর সাথে যুক্ত হয়ে অ্যামনিয়া অণু তৈরি করে এবং ১টি কার্বন ও ৪টি হাইড্রোজেন পরমানু একসাথে মিথেন অণু তৈরি করে।
এটিই তোমাদের ৭ম শ্রেণির ১৫তম সপ্তাহের বিজ্ঞান বিষয়ের ৪র্থ অ্যাসাইনমেন্টের উত্তর/ সমাধান : অ্যামোনিয়া পানি ও মিথেন গ্যাসের মডেল, অণু ও পরমাণু সম্পর্কে ডাল্টনের মতবাদ।
আরো দেখুন-
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন। ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন। আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।