চাকরির বিজ্ঞপ্তিসরকারি চাকরিসর্বশেষ আপটেড

সেতু কর্তৃপক্ষে চাকুরি – ৬৭০০০ টাকা বেতন!

সেতু কর্তৃপক্ষে চাকুরি ।বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে চাকুরি এর জন্য রাজস্বভুক্ত বিভিন্ন পদে জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী জনবল নিয়ােগ দেয়া হচ্ছে।

সেতু কর্তৃপক্ষে চাকুরি এর জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে:

পদের নামঃএক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার।

গ্রেভ-০৬

বেতনস্কেলঃ৩৫,৫০০ – ৬৭,০১০

পদ সংখ্যাঃ ০৪

বয়সসীমাঃ -৩৭

শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ

ক) কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ- ডিগ্রি এবং

(খ) সরকারি বা আধা-সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ৯ম  গ্রেড বা গ্রেডভূক্ত পদে  অন্যূন ৫ (চ) বৎসরে চাকুরির অভিজ্ঞতা। |

আবেদনের শর্ত ও নিয়মাবলী:

০১. ০৬ সেপ্টেম্বর ২০১০ তারিখে প্রার্থীর বয়সসীমা অনুগ্ধ ৩৭ বহুর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনাে প্রকার এফিডেভিট গ্রহণযােগ্য হবে না;

০২ সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে;

০৩. নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হবে;

০৪. আবেদনকারী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট www.bba.gov.bd তে প্রবেশ করে -Recruitment menu অথবা।https://eservice.bba.gov.bd/recruitment এর মাধ্যমে আগামী ০৫ আগস্ট ২০২০ তারিখ সকাল ১০.০০ টা থেকে শুরু হয়ে ৬ সেপ্টেম্বর ২০১০ তারিখ বিকাল ৫.০০ টা পর্যন্ত আবেদন করতে পারবেন;

আবেদনপত্রে প্রার্থীকে তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলােডকরতে হবে৷ ছবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৫০ kb-এর মধ্যে হতে হবে;

০৬, নির্ভুলভাবে আবেদনপত্র Submit করার পর প্রার্থী ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Auto Generated Registration Card পাবেন। সফলভাবে আবেদন করার পর আবেদনকারীর মােবাইলে এসএমএস ও ইমেইলে (যদি দেয়া হয়ে থাকে একটি User ID ও Password প্রেরণ করা হবে। উক্ত রেজিস্ট্রেশন কার্ডে ফি পরিশােধের নির্দেশনা দেয়া থাকবে।

রেজিস্ট্রেশন কার্ভাট প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে; প্রার্থীকে সফলভাবে আবেদনপত্র Submit করার ৭২ (বাহাত্তর) ঘটার মধ্যে বিকাশের (bKash) মাধ্যমে পরীক্ষার ফি বাবদ (অফেরতযােগ্য) প্রতিটি পদের জন্য ১,০০০.০০ টাকা এবং অনলাইন ফি বাবদ ২০,০০ টাকাসহ সর্বমোট ১,০২০.০০ (এক হাজার বিশ টাকা) পরিশােধ করতে হবে।

৭।আবেদন করার৭২ (বাহার) ঘন্টার মধ্যে ফি পরিশােধে ব্যর্থ হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে;

০৮, User ID ও Password দিয়ে প্রার্থী নিজস্ব তথ্য উক্ত ওয়েবসাইট লিঙ্গ হতে পুনরুদ্ধার করতে পারবেন;

০৯, বিকাশের মাধ্যমে টাকা আমাধানের প্রক্রিয়া: ১ম ধাপ: আবেদনের ওয়েবসাইটের -Recruitment menu-এর ক্লিক করে লগইন অপশন Applicant Login’ অথবা https://eservice.bba.gov.bd/recruitment/index.php/userpaneVlogin বাটনে ক্লিক করুন; ২ ধাপ: User ID ও Password প্রদান করে Applicant Dashboard-এ প্রবেশ করুন; ৩য় ধাপ: ‘Payment Information/Download Admit Card’ মেনুতে ক্লিক করুন: ৪র্থ ধাপঃ “Pay with bKash লিংক-এ ক্লিক করার পর একটি পপআপ উইন্ডাে আসবে। পপআপ উইন্ডো এর ‘Your bKash Account

number’ টেক্সটবলে যে বিকাশ এ্যাকাউন্ট থেকে ফি পরিশােধ করা হবে সেটি প্রদান করুন; ৫ম ধাপ: বিকাশ একাউন্ট প্রদান করার পর ‘CONFIRM’ বাটনে এ ক্লিক করুন: ৬ষ্ঠ ধাপ: বিকাশ থেকে একটি গােপন Verification Code’ প্রদানকৃত বিকাশ একাউন্টের নম্বরে এসএমএস প্রেরণ করা হবে। Verification

Code’টি প্রদান করে ‘CONFIRM’ বাটনে এ ক্লিক করুন: ৭ম ধাপঃ বিকাশ এ্যাকাউন্টের PIN নম্বরটি প্রদান করে ‘CONFIRM” এ বাটনে ক্লিক করুন; ম ধাপ: সফলতাৰে ফি পরিশােধ হয়ে গেলে Transaction Successful Your Payment has been successfully completed…’মেসেন্স দেখাবে এবং আবেদনকারী প্রবেশপত্র ডাউনলােড ও প্রিন্ট করে সংরক্ষণ করবেন;

১০. বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের Wcbsite এবং প্রার্থীর মােবাইল (Mobile) ফোনে SMS এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদেরকে পরীক্ষার তারিখ, স্থান ওসময় জানিয়ে দেয়া হবে। প্রার্থীর যােগ্যতা যাচাই:

ক, প্রার্থী কর্তৃক প্রদত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মােখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং সনদসমুহের ফটোকপি জমা দিতে হবে। ভুল তথ্য/লাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনাে প্রার্থীর আবেদন বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে;

খ, জেলার স্থায়ী বাসিন্দা বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণের সনদ হিসাবে সংশ্লিী ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপােরেশন প্রদত্ত সনদ দাখিল করতে হবে;

শ, যদি কোনাে প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনাে ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন।

কিংবা কোনাে ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্বপনজনিত অভিযােগে দন্ডিত হন কিংবা কোনাে সরকার বা ঋতশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন এবং উক্তরূপ বরখাস্তের পর দুই বছর অতিক্রান্ত না হয়ে থাকে, তবে তিনি আবেদন করার জন্য যােগ্য

বিবেচিত হবেন না;

১২, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনাে প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;

১৩, কর্তৃপক্ষ পদের সংখ্যা হাসৰুফিবাতিল করার অধিকার সংরক্ষণ করে;

১৪. নির্বাচিত প্রার্থীদের বে-ভাতা ও অন্যান্য সুযােগ-সুবিধা কর্তৃপক্ষের কর্মচারী চাকুরী প্রবিধানমালা ২০২০ দ্বারা নিয়ন্ত্রিত হবে;

নিয়োগ পরীক্ষা ও নিবন্ধন সংক্রান্ত যে কোনাে বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে;

 

আরো নিয়োগ পরিক্ষার খবরঃ

আনসার আহাম্মদ ভূঁইয়া

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা নোটিশ ডট কম এর প্রকাশক ও সম্পাদক জনাব আনসার আহাম্মদ ভূঁইয়া। জন্ম ১৯৯৩ সালের ২০ নভেম্বর, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। বাবা আবদুল গফুর ভূঁইয়া এবং মা রহিমা বেগম। এক ছেলে এক মেয়ে। ছেলে আবদুল্লাহ আল আরিয়ান বয়স ৫ বছর। মেয়ে ফাবিহা জান্নাত বয়স ১ বছর। আনসার আহাম্মদ ভূঁইয়া এর শিক্ষাজীবন আনসার আহাম্মদ ভূঁইয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ২০১৮ সালে ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি উত্তরা ইউনিভার্সিটি ঢাকা থেকে বিপিএড সম্পন্ন করেন। আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু। এরপর আজিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ লাকসাম উচ্চ মাধ্যমিক স্তরে কিছুদিন ক্লাস করার পর। পারিবারিক কারণে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। শিক্ষা জীবনে তিনি কুমিল্লা সরকারি কলেজ এ কিছুদিন রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করার পর ভালো না লাগায় পুনরায় ব্যবসায় শিক্ষা বিষয়ে অধ্যয়ন করেন। ছাত্র জীবনে তিনি নানা রকম সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কর্মজীবন কর্মজীবনের শুরুতে তিনি আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যোগদেন। বেশ কিছুদিন পর তিনি ২০১৯ সালে উন্নত ভবিষ্যতের আশায় কুয়েত পারি জমান। কিন্তু সেখানকার কাজের পরিস্থিতি অনুকুলে না থাকায় পুনরায় আবার বাংলাদেশে ফিরে এসে পূর্বের পদে কাজে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। এছাড়াও তিনি স্বপ্ন গ্রাফিক্স এন্ড নেটওয়ার্ক নামে একটি মাল্টিমিডিয়া এবং প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী সেই সাথে স্বপ্ন ইশকুল নামক একটি কম্পিউটার ট্রেণিং ইনস্টিটিউট এর মালিকানায় আছেন যেখানে তিনি নিজেই ক্লাস পরিচালনা করেন। লেখা-লেখি ও সাহিত্য কর্ম ছাত্র অবস্থায় তিনি লেখা-লেখি ও সাহিত্য কর্মের সাথে জড়িত আছেন। ২০১১ সালে রাইটার্স এসোসিয়েশন এর ম্যাগাজিনে তার প্রথম লেখা বন্ধু চিরন্তন প্রকাশিত হয়। এর পর তিনি বিভিন্ন পত্র পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ