প্রাথমিকের এক কোটি চল্লিশ লাখ শিক্ষার্থীর জন্য সুখবর!
প্রাথমিক বিদ্যালয় অধ্যায়নরত প্রায় ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীদের জন্য বিশেষ সুখবর দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।
গত ছয় মাসের বকেয়া উপবৃত্তির সঙ্গে এবারই প্রথম বার পেতে যাচ্ছে স্কুলড্রেস জুতা ও ব্যাগ কেনার জন্য ১৬০০ টাকা। ক্ষতি শিক্ষার্থীর অভিবাবকের মোবাইল একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এই টাকা।
ঈদের আগেই শিক্ষার্থীরা স্কুলড্রেস, জুতা, ব্যাগ এবং গত ৬ মাসের বকেয়া টাকা সহ সমুদয় অর্থ অভিভাবকের মোবাইল ব্যাংকে পৌঁছে যাবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
- বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটি তথ্য সংগ্রহ ফরম ও নিয়মাবলী
- অনলাইন এমপিও আবেদন নিস্পত্তি নতুন সময়সূচী ২০২৪
- নতুন এমপিও আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র ও অনলাইন আবেদনের নিয়ম
এরমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ১৪ মে’র মধ্যে উপবৃত্তি তৃতীয় চতুর্থ কিস্তির অর্থ বিতরনের জন্য সুবিধাভোগীর তালিকা শিওর ক্যাশের পোর্টালে আপলোড করার জন্য উপজেলা শিক্ষা অফিসার গনকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
অধিদপ্তরের আদেশে বলা হয়- পবিত্র ঈদের আগেই শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ সুবিধাভোগীদের শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং এ পাঠাতে চায় অধিদপ্তর। ১৪ মে’র মধ্যে সুবিধাভোগীদের তালিকা শিওর ক্যাশ পোর্টালে আপলোড করতে ব্যর্থ হলে উপজেলা শিক্ষা অফিসারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে হুশিয়ারি প্রদান করে কতৃপক্ষ।
বাংলাদেশের ৬৭ হাজার ৬২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থী রয়েছে। সকল শিক্ষার্থীকে উপবৃত্তি টাকা দেওয়া হয়ে থাকে। প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে ১০০ টাকা করে উপবৃত্তির টাকা পেয়ে থাকে।
এছাড়াও জাতির জনকের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে নতুন স্কুলড্রেস ব্যাগ ও জুতা কেনার জন্য প্রতি শিক্ষার্থীকে ৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ২০২০ সালের জানুয়ারিতে এ ঘোষণা দেয়া হয়। ঘটনার পর থেকে অদ্যাবধি ছাত্রছাত্রীরা এই টাকা পায়নি। এখন ঘোষণায় উল্লেখিত টাকার সাথে ১০০০ টাকা করে নির্ধারণ করে অর্থ ছাড় দেওয়া হচ্ছে।
শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজ ফলো করে রাখুন।
- বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটি তথ্য সংগ্রহ ফরম ও নিয়মাবলী
- অনলাইন এমপিও আবেদন নিস্পত্তি নতুন সময়সূচী ২০২৪
- নতুন এমপিও আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র ও অনলাইন আবেদনের নিয়ম
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজন
- আনন্দধারা: সবাই মিলে বনভোজন আয়োজন