আমার ঘরে আমার স্কুল প্রোগ্রামের আওতায় আজ ১৩ এপ্রিল ২০২০ সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে দ্বিতীয় অধ্যায় থেকে ক্লাস পরিচালনা করা হয়।
পাঠের শিরোনাম: সমানুপাত ও লাভ-ক্ষতি (অধ্যায় দুই, অনুশীলন: ২.২)
শিক্ষকের নাম ও পদবী:
আফিয়া ইসলাম লোপা, সহকারী শিক্ষক
ক্লাসে শিক্ষক অনুশীলনী ২.২ এর কয়েকটি সমস্যার সমাধান করেন:
সমস্যা গুলো হল-
৯. ৫ টাকায় ৮ টি আমলকি ক্রয় করে ৫ টাকায় ৬ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
১০. একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের ৫/৪ অংশের সমান। শতকরা লাভ ক্ষতি নির্ণয় করো?
১২. একটি ঘড়ি ৫২৫ টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ?
১৩. মাইসা প্রতি লিটার 20 টাকা দরে 15 মিটার লালফিতা ক্রয় করল। ভ্যাটের হার 4 টাকা। সে দোকানীকে 500 টাকার একটি নোট দিলো। দোকানি তাকে কত টাকা ফেরত দেবেন?
বাড়ির কাজ:
১১. একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার তিনগুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য নির্ণয় করো।
১৩. মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লালফিতা ক্রয় করল। ভ্যাটের হার 4 টাকা। সরষে দোকানীকে 500 টাকার একটি নোট দিলো। দোকানি তাকে কত টাকা ফেরত দিবেন?
১৪. মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা। তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন। যদি বাংলাদেশী এক টাকা সমান ভারতীয় দশমিক 63 রুপি হয়। তবে ভারতীয় তিন হাজার রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে?
এবং উদাহরণের অংক গুলো।
বাড়ির কাজ সম্পর্কিত নির্দেশনা: প্রত্যেক শিক্ষার্থীকে উক্ত বাড়ির কাজ সম্পন্ন করতে হবে। স্কুল খোলার পর সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষককে বাড়ির কাজ প্রদর্শন করতে হবে।
এই বাড়ির কাছ থেকে প্রাপ্ত নাম্বার ধারাবাহিক মূল্যায়ন এর সাথে যুক্ত হবে। এবং অর্ধ বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র এই সকল বাড়ির কাজের আলোকে প্রশ্ন প্রণয়ন করা হবে।
বাড়ির কাজের সমাধান পেতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দাও।
অথবা ফেসবুক পেইজে মেসেজ করতে পারো।
ইউটিউবে এই ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করো।
ষষ্ঠ শ্রেণির সকল ভিডিও।