এবতেদায়ী থেকে আলিম মূলসনদ গ্রহণ প্রসঙ্গে মাদ্রাসা বোর্ডের বিজ্ঞপ্তি
এবতেদায়ী থেকে আলিম মূলসনদ গ্রহণ মাদ্রাসা বোর্ডের বিজ্ঞপ্তি: মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধিনে বিভিন্ন স্তরে পাশকৃত শিক্ষার্থীদের মূল সনদ গ্রহণ প্রসঙ্গে দেশের সকল স্তরের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের জন্য একটি জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানদের এবতেদায়ী থেকে আলিম মূলসনদ সংক্রান্ত বোর্ডের গৃহিত নতুন পদ্ধতি সম্পর্কে অবহিত করেন।
মাদ্রাসা শিক্ষাবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ২১ অক্টোবর ২০২০ প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়-
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বাের্ডের আওতাধীন ঢাকা অঞ্চলের সকল মাদ্রাসা প্রধানকে মাদ্রাসা বোর্ডের বিজ্ঞপ্তি জানানাে যাচ্ছে যে,
বিভিন্ন সনের বিভিন্ন পরীক্ষার মূল সনদ গ্রহণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আগামী ২২/১১/২০২০ তারিখের পরে হাতে হাতে কোন আবেদন গ্রহণ করা হবে না।
অনলাইনে আবেদন করার নিয়মাবলী:
১। প্রতি পরীক্ষার জন্য আলাদা আলাদাভাবে মন্ত্রিসার প্যায়ে আবেদন করতে হবে।
২। মাদ্রাসা প্রধান ও ম্যানেজিং কমিটি/গর্ভনিং বডির সভাপতির নাম, মােবাইল নম্বর, স্বাক্ষর ও অফিসিয়াল সীল
সম্বলিত আবেদন স্ক্যান করে আপিলোড করতে হবে।
৩। আবেদনে কেন্দ্রের নাম, কেন্দ্র কোড, জেলা ও উত্তীর্ণ পরীক্ষার্থীদের সংখ্যা উল্লেখ করতে হবে। ৪। ক্ষুদে বার্তা (মেসেজ) প্রান্তি সাপেক্ষে অত্র বাের্ডের গােপনীয় শাখা (৪র্থ তলা) থেকে মূল সনদ গ্রহনের সময় মাদ্রাসা প্রধান ও ম্যানেজিং কমিটি/গভনিং বডির সভাপতির স্বাক্ষর ও অফিসিয়াল সীল সম্বলিত মূল আবেদন জমা পিকে হবে।
৫। উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে মূল আবেদন গ্রহণ করার ক্ষেত্রে প্রাধিকারপত্র (কম্পােজকুত) জমা দিতে হবে।
উল্লেখ্য যে, প্রাধিকারপত্রে প্রিিনধিৱ স্বাক্ষর সত্যায়নসহ, নাম ও পদবী উল্লেখ থাকতে হবে।
৬। মূল সনদ গ্রহণের সময় মাদ্রাসা প্রধানের মােবাইল নম্বর সম্বলিত অফিসিয়াল সীল ও অনলাইনে আবেদনের কপি সঙ্গে আনতে হবে।
৭। উপজেলা/থানা সদরে অবস্থিত পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিব মহােদয় সংশ্লিষ্ট উপজেলা/থানার সকল মদ্রিাসার
ইবতেদায়ি শিক্ষা সমাপনি পরীক্ষার মূল সনদ গ্রহণের আবেদন করবেন।
এক্ষেত্রে অবশ্যই, কেন্দ্রসচিনের স্বাক্ষর সম্বলিত অফিসিয়াল সীল ব্যবহার করতে হবে।
৮। মাদ্রাসা বাের্ডের ওয়েবসাইটে সনদ বিতরণের বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী ৬ (ছয়) মাসের মধ্যে মূল সনদ
গ্রহণের আবেদন করতে হবে।
৯। যে কোন প্রকার অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বাের্ড কর্তৃক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন।
দেশের মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত যেকোন খবর ও শিক্ষকদের বিভিন্ন তথ্য শেয়ার করতে ফেসবুকের মাদ্রাসা শিক্ষক ফোরাম গ্রুপে জয়েন করুন; আপনার মতামত প্রকাশ করুন।
গ্রুপে জয়েন করার লিংক: মাদ্রাসা শিক্ষক ফোরাম
শিক্ষা, চাকুরি, ব্যবসা, প্রশিক্ষণ, বৃত্তিসহ দেশ-বিদেশের যেকোন খবর সবার আগে পেতে বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন;
আপনার জন্য আরও কিছু খবর:
- মাদ্রাসা থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য প্রেরণ ও সংশোধনের বিজ্ঞপ্তি
- সনদ যাচাই ও শিক্ষক নিয়োগ বিষয়ে এনটিআরসিএ’র সতর্কীকরণ বিজ্ঞপ্তি
- মাদ্রাসা অধিদপ্তরের এমপিও সভা কাল : যা নিয়ে আলোচনা হবে
- শিক্ষক নিবন্ধন সনদ যাচাই সংক্রান্ত বিজ্ঞপ্তি স্পষ্টীকরণ
- করোনা: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের প্রতিষ্ঠানে থাকার নির্দেশ