ঋণের কিস্তি স্থগিত ৩১ ডিসেম্বর পর্যন্ত – বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তি
সকল প্রকার ঋণের কিস্তি পরিশোধ পুনরায় স্থগিত করল বাংলাদেশ ব্যাংক এবং এটা এবার ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে সকল প্রকার ঋণের কিস্তি স্থগিত ও ঋণের শ্রেণি করণ সম্পর্কে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সর্বসাধারণের জন্য এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সকল প্রকার ঋণের কিস্তি স্থগিত করণ সংক্রান্ত ব্যাংলাদেশ ব্যাংক এর বিজ্ঞপ্তিতে বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী প্রতি ঋণ শ্ৰেণীকরণ প্রসঙ্গে বলা হয়-
প্রিয় মহােদয়,
শিরােনামােক্ত বিষয়ে ১৯ মার্চ ২০২০ তারিখে জারিকৃত বিআরপিডি সার্কুলার নং-০৪ এবং ১৫ জুন ২০২০ তারিখে জারিকৃত বিআরপিডি সার্কুলার নং-১৩ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
০২। বাংলাদেশের অর্থনীতিতে করােনা ভাইরাসের নেতিবাচক প্রভাব বিবেচনায় বিআরপিডি সার্কুলার নং-১৩/২০২০ এর মাধ্যমে ঋণ শ্রেণীকরণের বিষয়ে এ মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছিল যে,
০১ জানুয়ারি ২০২০ তারিখে ঋণের শ্ৰেণীমান যা ছিল, আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত সময়ে উক্ত ঋণ তদাপেক্ষা বিরূপমানে শ্রেণীকরণ করা যাবে না।
তবে, কোন ঋণের শ্ৰেণীমানের উন্নতি হলে তা যথাযথ নিয়মে শ্রেণীকরণ করা যাবে। এছাড়া উক্ত সার্কুলার এর মাধ্যমে ঋণ/বিনিয়ােগের পরিশােধ/সমন্বয়, কিস্তি ইত্যাদি বিষয়েও নির্দেশনা প্রদান করা হয়েছিল।
০৩। কোভিড-১৯ এর কারণে অর্থনীতির অধিকাংশ খাতই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর নেতিবাচক প্রভাব দীর্ঘায়িত হওয়ার আশংকা থাকায় অনেক শিল্প, সেবা ও ব্যবসা খাত তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না।
বর্ণিত বিষয়াবলী বিবেচনায় এবং ঋণ/বিনিয়ােগ গ্রহীতার ব্যবসায়ের উপর কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাব সহনীয় মাত্রায় রাখার লক্ষ্যে ঋণ/বিনিয়ােগ এর মেয়াদ/পরিশােধসূচী নির্ধারণ ও শ্রেণীকরণের ক্ষেত্রে নিম্নবর্ণিত নির্দেশনাসমূহ অনুসরণীয় হবে।
ক) ০১ জানুয়ারি ২০২০ তারিখে ঋণ/বিনিয়ােগের শ্ৰেণীমান যা ছিল, আগামী ৩১ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত সময়ে উক্ত ঋণ/বিনিয়ােগ তদাপেক্ষা বিরূপমানে শ্রেণীকরণ করা যাবে না। তবে, কোন ঋণ/বিনিয়ােগের শ্ৰেণীমানের উন্নতি হলে তা যথাযথ নিয়মে শ্রেণীকরণ করা যাবে।।
খ) অনুচ্ছেদ-৩(ক)-এ বর্ণিত নির্দেশনা পরিপালনের লক্ষ্যে ০১ জানুয়ারি ২০২০ তারিখে বিদ্যমান মেয়াদী (স্বল্পমেয়াদী কৃষি ঋণ ও ক্ষুদ্রঋণসহ) ঋণ/বিনিয়ােগসমূহের বিপরীতে ০১ জানুয়ারি ২০২০ তারিখ হতে ৩১ ডিসেম্বর ২০২০ সময়কালীন প্রদেয় কিস্তিসমূহ deferred হিসেবে বিবেচিত হবে।
এক্ষেত্রে জানুয়ারী/২০২১ হতে সংশ্লিষ্ট ঋণ/বিনিয়ােগের কিস্তির পরিমাণ ও সংখ্যা পুনঃনির্ধারিত হবে। পুনঃনির্ধারণকালে জানুয়ারি/২০২০ হতে ডিসেম্বর/২০২০ পর্যন্ত যতসংখ্যক কিস্তি প্রদেয় ছিল তার সমসংখ্যক কিস্তির সংখ্যা বৃদ্ধি পাবে।
০১ জানুয়ারি ২০২০ তারিখ হতে ৩১ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত সময়ের কোন কিস্তি পরিশােধিত না হলেও উক্ত কিস্তিসমূহের জন্য মেয়াদী ঋণ/বিনিয়ােগ গ্রহীতা কিস্তি খেলাপী হিসেবে বিবেচিত হবেন না।
গ) ০১ জানুয়ারি ২০২০ তারিখে বিদ্যমান চলমান ও তলবী ঋণ/বিনিয়ােগসমূহ এবং উক্ত তারিখ হতে ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত সময়ে সৃষ্ট তলবী প্রকৃতির ঋণ/বিনিয়ােগ এর মেয়াদ/সমন্বয়ের তারিখ বিদ্যমান মেয়াদ হতে ১২(বার) মাস অথবা ৩১ ডিসেম্বর ২০২০ তারিখ (যেটি আগে ঘটে) পর্যন্ত বৃদ্ধি পাবে।
ঘ) অনুচ্ছেদ-৩(খ) ও ৩(গ)-এ বর্ণিত সুবিধা চলাকালীন ঋণ/বিনিয়ােগের উপর সুদ/মুনাফা আরােপের ক্ষেত্রে এতদ্সংক্রান্ত বিদ্যমান নীতিমালা বলবৎ থাকবে অর্থাৎ ঋণ শ্রেণীকরণ, পুনঃতফসিলকরণ, বিআরপিডি সার্কুলার নং-০৪/২০১৫ এর আওতায় পুনর্গঠন এবং বিআরপিডি সার্কুলার নং-০৫/২০১৯ এর আওতায় পুনঃতফসিলকরণ/এককালীন এক্সিট সুবিধাপ্রাপ্ত ঋণ/বিনিয়ােগসহ যে সকল ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বিধি-নিষেধ রয়েছে,
সে সকল ঋণ/বিনিয়ােগের বিপরীতে নগদ আদায় ব্যতিরেকে আরােপিত সুদ/মুনাফা আয়খাতে স্থানান্তর করা যাবে না।
উক্ত সময়ে ঋণ/বিনিয়ােগের উপর কোনরূপ দন্ড সুদ বা অতিরিক্ত ফি (যে নামেই অভিহিত করা হােক না কেন) আরােপ করা যাবে না।
ঙ) কোন গ্রাহকের উল্লিখিত সুবিধা গ্রহণের প্রয়ােজনীয়তা অনুভূত না হলে পূর্বনির্ধারিত পরিশােধসূচী অনুযায়ী অথবা ব্যাংকারগ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণ/বিনিয়ােগ সমন্বয়/পরিশােধ করা যাবে।
চ) অনুচ্ছেদ-৩(ক) হতে ৩(গ)-এ বর্ণিত বিশেষ সুবিধা গ্রহণ না করে কোন গ্রাহক কর্তৃক স্বেচ্ছায় মেয়াদী ঋণ/বিনিয়ােগের (স্বল্পমেয়াদী কৃষি ঋণ ও ক্ষুদ্রঋণসহ) কিস্তি পরিশােধ এবং চলতি ও তলবী ঋণ/বিনিয়ােগ সমন্বয়/পরিশােধের ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহককে উৎসাহিত করার লক্ষ্যে ব্যাংক কর্তৃক যৌক্তিক রিবেট সুবিধা প্রদান করা যাবে।
০৪। এ সার্কুলারের মাধ্যমে কিস্তি পরিশােধ/সমন্বয়ের জন্য বর্ধিত সময়ের সুবিধাপ্রাপ্ত ঋণ/বিনিয়ােগের উপর আরােপিত সুদ আয়খাতে স্থানান্তরকরণ এবং ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণের বিষয়ে পরবর্তীতে প্রয়ােজনীয় নির্দেশনা প্রদান করা হবে।
০৫। ইতােপূর্বে জারিকৃত বিআরপিডি সার্কুলার নং-০৪/২০২০ এবং ১৩/২০২০ এর নির্দেশনা এতদ্বারা রহিত করা হলাে।
৬। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলাে।
০৭। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
আপনাদের বিশ্বস্ত,
মােঃ নজরুল ইসলাম
মহাব্যবস্থাপক
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন
দেশের সরকারি বেসরকারি সকল ব্যাংকের চাকুরি, বৃত্তি, প্রশিক্ষণ সহ সকল বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন।
আপনার জন্য আরও কিছু বিজ্ঞপ্তি:
- অবশেষে শিক্ষকদের ঋণের কিস্তি না কাটতে ব্যাংকগুলোতে চিঠি দিল অধিদপ্তর
- করোনা সংকটে বেসরকারি শিক্ষকদের ব্যাংক লোনের কিস্তি কর্তন না করার দাবি – বাংলা নোটিশ
- কর্মচারীদের বেতন দেওয়ার জন্য করোনা তহবিল থেকে প্রণোদনা ঋণ : নির্দেশনা ও নিয়মাবলী
Lone emergency