সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনায় বিভিন্ন শব্দের (উপভোগ হাতে খড়ি, পিত্রালয়, সর্বজনীন, মাননীয়, নিদারুণ, নীলিমা, আশীর্বাদ, চন্দ্রমুখ, কবিত্ব) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি অংশের বিভিন্ন পরিচ্ছেদ পেশ করবো। উক্ত বিশ্লেষণে উপসর্গ, সমাস, প্রত্যয়, সন্ধিযোগে গঠিত বিভিন্ন শব্দের উদাহরণ দেয়া হয়েছে।
ছকে প্রদত্ত শব্দগুলো বিশ্লেষণ এবং যে উপায়ে গঠিত হয়েছে তা নিম্নে উল্লেখ করা হলো-
- প্রদত্ত শব্দঃ- উপভোগ
- শব্দ বিশ্লেষণঃ- উপ+ভোগ
- যে সাধিত শব্দঃ- সম্যক অর্থদ্যোতনা সাধিত।
- প্রদত্ত শব্দঃ- হাতে খড়ি
- শব্দ বিশ্লেষণঃ- হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে
- যে সাধিত শব্দঃ- বহুব্রীহি সমাসযোগে সাধিত শব্দ।
- প্রদত্ত শব্দঃ- পিত্রালয়
- শব্দ বিশ্লেষণঃ- পিতৃ+আলয়
- যে সাধিত শব্দঃ- স্বরসন্ধি সাধিত শব্দ।
- প্রদত্ত শব্দঃ- সর্বজনীন
- শব্দ বিশ্লেষণঃ- সর্বজন+ঈন
- যে সাধিত শব্দঃ- তদ্ধিত প্রত্যয় সাধিত।
- প্রদত্ত শব্দঃ- মাননীয়
- শব্দ বিশ্লেষণঃ- মান্+অনীয়
- যে সাধিত শব্দঃ- কৃৎ প্রত্যয় সাধিত।
- প্রদত্ত শব্দঃ- নিদারুণ
- শব্দ বিশ্লেষণঃ- নি+দারুণ
- যে সাধিত শব্দঃ- অতিশয় অর্থদ্যোতনা সাধিত।
- প্রদত্ত শব্দঃ- নীলিমা
- শব্দ বিশ্লেষণঃ- নীল+ইমা
- যে সাধিত শব্দঃ- তদ্ধিত প্রত্যয় সাধিত।
উপভোগ হাতে খড়ি
- প্রদত্ত শব্দঃ- আশীর্বাদ
- শব্দ বিশ্লেষণঃ- আশীঃ+বাদ
- যে সাধিত শব্দঃ- বিসর্গসন্ধি সাধিত শব্দ।
- প্রদত্ত শব্দঃ- চন্দ্রমুখ
- শব্দ বিশ্লেষণঃ- মুখ চন্দ্রের ন্যায়
- যে সাধিত শব্দঃ- কর্মধারয় সমাসযোগে সাধিত শব্দ।
- প্রদত্ত শব্দঃ- কবিত্ব
- শব্দ বিশ্লেষণঃ- কবি+ত্ব
- যে সাধিত শব্দঃ- তদ্ধিত প্রত্যয় সাধিত।
উপভোগ হাতে খড়ি
উপরোক্ত বিশ্লেষণে উপসর্গ, সমাস, প্রকৃতি প্রত্যয়, সন্ধি যোগে গঠিত বিভিন্ন শব্দের উদাহরণ দেয়া হয়েছে।
রেফারেন্স- বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি। নবম-দশম শ্রেণি।
আরো দেখুন-
- ৬ষ্ঠ শ্রেণি বাংলা ব্যাকরণ – ভাষা ও বাংলা ভাষা বিরাম চিহ্ন
- এসএসসি বাংলা ২য় পত্র দশম শ্রেণির সংক্ষিপ্ত সিলেবাস ২০২১
- বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যে ধর্ম, ভাষা ও উৎসবের ভূমিকা
- সপ্তম শ্রেণির গণিত ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট এর সমাধান সহায়িকা
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।