সর্বশেষ আপটেড
আজিয়ারা উচ্চ বিদ্যালয়
আজিয়ারা উচ্চ বিদ্যালয় কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা বক্সগঞ্জ ইউনিয়ন ৩নং ওয়ার্ড আজিয়ারা গ্রামে অবস্থিত। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অনুমোদনপ্রাপ্ত এমপিওভুক্ত একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়। যার ইংরেজি নাম Aziara High School.
প্রতিবছর জেএসসি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে বিপুল সংখ্যক শিক্ষার্থী আজিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে সফলতার সাথে উর্ত্তীন্ন হয়।
আজিয়ারা উচ্চ বিদ্যালয় (Aziara High School) এর সংক্ষিপ্ত পরিচিতি
নিচের ছকে বিদ্যালয়টির কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও সংক্ষেপে প্রদান করা হলো
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম (বাংলায়) | আজিয়ারা উচ্চ বিদ্যালয় |
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম (ইংরেজিতে) | Aziara High School |
প্রতিষ্ঠার সাল | ০১-০১-১৯৮৪ |
বিদ্যালয় প্রতিষ্ঠাতার নাম | মরহুম আলহাজ্ব মাষ্টার আলী আক্কাছ ভূঁইয়া |
EIIN No | 106103 |
এমপিও কোড (MPO Code) | ০৮১২১৪১৩০১ |
ঠিকানা | গ্রাম-আজিয়ারা, ডাকঘর-আজিয়ারা বাজার, উপজেলা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা; |
আজিয়ারা উচ্চ বিদ্যালয় (Aziara High School) এর শিক্ষক পরিচিতি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিও নীতিমালা ও জনবল কাঠামো-২০২১ অনুযায়ী বিদ্যালয়টিতে মোট ২৫টি অনুমোদিত পদ রয়েছে। এরমধ্যে ১৭টি শিক্ষক, ০৮টি কর্মচারী পদ রয়েছে।
নিচে বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের পরিচিতি দেওয়া হল।