সকল প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গভর্নিং বডি নির্বাচন স্থগিত
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার আওতাধীন সকল বেসরকারি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচন আগামী ৩১ মার্চ ২০২০ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ১৯ মার্চ ২০২০ তারিখে বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয়া হয়।
নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন নির্বাচন প্রসঙ্গে প্রকাশিত নোটিশে বলা হয়-
অত্র বোর্ডের আওতাধীন নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার, রিটার্নিং কর্মকর্তার অবগতির জন্য জানানো যাচ্ছে মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত পত্র অনুযায়ী ১৮ মার্চ ২০২০ খ্রিস্টাব্দে ৩১ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
ফলে অত্র বোর্ডের আওতাধীন সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে যা, এখনো সম্পন্ন হয়নি নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম যেখানে যে অবস্থায় আছে সেভাবে বন্ধ থাকবে।
intermediate and secondary education board 1961 (EP Ord No XXXIII of 1961) এর Section II এর ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো। এ বিষয়ে করণীয় পরবর্তী সময়ে ভোট করতে জানিয়ে দেয়া হবে।