শ্রেণিকক্ষ পরিষ্কার রাখতে শিক্ষার্থীদের প্রতি মাউশির নির্দেশনা
সম্প্রতি নিজের শ্রেণিকক্ষ নিজেই পরিষ্কার রাখার বিষয়ে শিক্ষার্থীদের প্রতি একটি নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ০৫ অক্টোবর অধিদপ্তরের ওয়েবসাইটে শ্রেণিকক্ষ পরিষ্কার রাখতে শিক্ষার্থীদের প্রতি মাউশির এই নির্দেশনাটি প্রকাশিত হয়।
মাউশি অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ প্রতিদিন পরিস্কার-পরিছন্ন রাখা সংক্রান্ত নির্দেশনা বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো হয়-
কোভিড-১৯ অতিমারীর কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানে স্বশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার পর গত ১২/০৯/২০২১ তারিখ পুনরায় চালু হয়েছে। শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীর স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি।
এক্ষেত্রে শিক্ষার্থীরা শিক্ষকের তত্ত্বাবধানে নিজেরাই তাদের শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন সচেষ্ট থাকবে। এ পরিপ্রেক্ষিতে নিমােক্ত নির্দেশনাগুলাে মেনে চলার জন্য উপরােধ করা হলাে:
প্রতিষ্ঠান প্রধানের ও শিক্ষকবৃন্দের জন্য নির্দেশনা:
১. প্রতি শ্রেণির জন্য পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, সাবান, বালতি, স্যাভলন/জীবানুনাশক, ডাস্টার (কাপড়ের), বিন, সরবরাহ করতে হবে।
২. “কোন কাজই ছােট নয়”-এ বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের উজ্জীবিত করতে হবে। সে জন্য শিক্ষার্থীদের কাজের ক্ষেত্রে শিক্ষকবৃন্দ উৎসাহ ও সহযােগিতা প্রদান করবেন।
শিক্ষার্থীদের জন্য নিদের্শনা :
১. শিক্ষার্থীরা তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য শিক্ষকের নির্দেশনা অনুযায়ী প্রতি সপ্তাহের ৬ দিনের জন্য ৬টি দলে ভাগ করে নিজ শ্রেণিকক্ষ ও সংলগ্ন বারান্দা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে।
২. ক্লাস শেষে যে দলের যে দিন দায়িত্ব থাকবে তারা নিজ শ্রেণিকক্ষ সেদিন পরিষ্কার করে শ্রেণিকক্ষ ত্যাগ করবে।
এ বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরােধ করা হলাে। বিষয়টি অতীব জরুরি।
নিচের ছবিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশ হওয়া নিজ শ্রেণিকক্ষ প্রতিদিন পরিষ্কার-পরিছন্ন রাখা সংক্রান্ত নির্দেশনাটি দেওয়া হল। ছবির নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে বিজ্ঞপ্তিটি ডাউনলো করে নিতে পারেন।
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
- বেসরকারি স্কুল ও কলেজ এর সেপ্টেম্বর ২০২১ এমপিও ছাড়
- বিশ্বের প্রভাবশালীদের গোপন লেনদেনের তথ্য ফাঁস
- রাবিতে ভর্তি পরীক্ষা চার স্তর নিরাপত্তা : প্রতি আসনে ৩১ প্রতিন্দ্বন্দ্বী
সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।