মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এবং জাবেদা
শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজ নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এবং ষষ্ঠ অধ্যায়ঃ জাবেদা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা শেষে তোমরা নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের পঞ্চম অ্যাসাইনমেন্ট সমাধান করতে সহযোগিতা পাবে।
এই পাঠ শেষে তোমরা যে প্রশ্নগুলোর সমাধান করতে পারবে তা নিচে উল্লেখ করা হলো-
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ হিসাব বিজ্ঞান ৫ম:
ক) নিম্নলিখিত লেনদেনগুলাে হতে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেন চিহ্নিত করে পাঠ্যপুস্তকে প্রদত্ত ছক ও নিয়ম অনুসারে কারণ ব্যাখ্যা কর।
- ১. ব্যবসায়ের জন্য মেশিন ক্রয় ৫০,০০০ টাকা;
- ২. অগ্রিম দোকান ভাড়া প্রদান ২০,০০০ টাকা;
- ৩. বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ী ক্রয় ১,০০,০০০ টাকা;
- ৪. ক্রীত মেশিনের সংস্থাপন ব্যয় প্রদান ৫,০০০ টাকা;
- ৫. বাকিতে পণ্য বিক্রয় ৬০,০০০ টাকা;
খ) নিম্নলিখিত লেনদেনগুলাে “শাপলা ফ্যাশনস” এর সাধারণ জাবেদায় লিপিবদ্ধ কর:
২০২০ সালের ১ মার্চ মি. রুবাইয়াত নগদ ২০,০০০ টাকা, আসবাবপত্র ১,০০,০০০ টাকা এবং ১,০০,০০০ টাকার তৈরি পােশাকসহ “শাপলা ফ্যাশনস” এর কার্যক্রম শুরু করেন।
- মার্চ-২, ব্যাংকে ১০,০০০ টাকা জমা দিয়ে হিসাব খােলেন
- মার্চ-১০, ৫ ডজন থ্রি পিছ ও ২ ডজন শাড়ি বাকিতে ক্রয় ৪০,০০০ টাকা
- মার্চ-১০, প্রতিটি ১,০০০ টাকা করে ২ ডজন থ্রি পিছ নগদে বিক্রয়
- মার্চ-২০, ব্যক্তিগত প্রয়ােজনে মালিক উত্তোলন করেন ২,০০০ টাকা
এখন আমরা মূল্যায়ন নির্দেশিকার আলোকে নবম শ্রেণির ৫ম এসাইনমেন্ট এর হিসাব বিজ্ঞান বিষয়ের সমাধান করার চেষ্টা করবো-
ক এর উত্তর: নিম্নলিখিত লেনদেনগুলাে হতে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেন চিহ্নিত করে পাঠ্যপুস্তকে প্রদত্ত ছক ও নিয়ম অনুসারে কারণ ব্যাখ্যা কর।
- ১. ব্যবসায়ের জন্য মেশিন ক্রয় ৫০,০০০ টাকা;
- ২. অগ্রিম দোকান ভাড়া প্রদান ২০,০০০ টাকা;
- ৩. বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ী ক্রয় ১,০০,০০০ টাকা;
- ৪. ক্রীত মেশিনের সংস্থাপন ব্যয় প্রদান ৫,০০০ টাকা;
- ৫. বাকিতে পণ্য বিক্রয় ৬০,০০০ টাকা;
১. মূলধন জাতীয় লেনদেন কারণসহ ব্যাখ্যা:
ক্রমিক নং | বিবরণ | কারণসহ ব্যাখ্যা |
০১ | ব্যবসায়ের জন্য মেসিন ক্রয় ৫০,০০০ টাকা | এর দ্বারা পরবর্তী বছরগুলোতে সুবিধা পাওয়া যাবে। তাই ইহা মূলধন জাতীয় লেনদেন। |
০২ | ক্রীত মেশিনের সংস্থাপন ব্যয় ৫,০০০ টাকা | মেশিন ক্রয় মূলধন জাতীয় হওয়ায় এর সাথে সম্পৃক্ত সকল ব্যয়ই মূলধান জাতীয় ব্যয়। |
২. মুনাফা জাতীয় লেনদেন কারণসহ ব্যাখ্যা:
ক্রমিক নং | বিবরণ | কারণসহ ব্যাখ্যা |
০১ | বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ীক্রয় ১,০০,০০০ টাকায়; | বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ী ক্রয় করা হলো; এটি ব্যবসায়ের একটি পণ্য তাই ইহা মুনাফা জাতীয় লেনদেন। |
০২ | বাকীতে পণ্য বিক্রয় ৬০,০০০ টাকা; | পণ্য বিক্রয় করায় ব্যবসায়ের আয় অর্জিত হয়েছে; তাই বিক্রয় হিসাব মুনাফা জাতীয় লেনদেন। |
খ এর উত্তর: নিম্নলিখিত লেনদেনগুলাে “শাপলা ফ্যাশনস” এর সাধারণ জাবেদায় লিপিবদ্ধ কর:
২০২০ সালের ১ মার্চ মি. রুবাইয়াত নগদ ২০,০০০ টাকা, আসবাবপত্র ১,০০,০০০ টাকা এবং ১,০০,০০০ টাকার তৈরি পােশাকসহ “শাপলা ফ্যাশনস” এর কার্যক্রম শুরু করেন।
- মার্চ-২, ব্যাংকে ১০,০০০ টাকা জমা দিয়ে হিসাব খােলেন,
- মার্চ-১০, ৫ ডজন থ্রি পিছ ও ২ ডজন শাড়ি বাকিতে ক্রয় ৪০,০০০ টাকা,
- মার্চ-১০, প্রতিটি ১,০০০ টাকা করে ২ ডজন থ্রি পিছ নগদে বিক্রয়,
- মার্চ-২০, ব্যক্তিগত প্রয়ােজনে মালিক উত্তোলন করেন ২,০০০ টাকা।
মেসার্স শাপলা ফ্যাশন এর
সাধারণ জাবেদা:
তারিখ | বিবরণ | খতিয়ান পৃষ্ঠা | ডেবিট | ক্রেডিট |
২০২০
মার্চ-১ |
নগদ হিসাব (ডে)
আসবাবপত্র হিসাব (ডে) ক্রয় হিসাব (ডে) মূলধন হিসাব (ক্রে) (যেহেতু, নগদ টাকা, আসবাবপত্র, এবং পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন) |
২০০০০
১০০০০০ ১০০০০০
|
২২০০০০
|
|
মার্চ-২ | ব্যাংক হিসাব (ডে)
নগদান হিসাব (ক্রে) (যেহেতু, ব্যাংকে নগদ অর্থ জমা দিয়ে হিসাব খোলা হলো) |
১০০০০
|
১০০০০ |
|
মার্চ-১০ | ক্রয় হিসাব (ডে)
পাওনাদার হিসাব (ক্রে) (যেহেতু, বাকীতে পণ্য ক্রয় করা হলো) |
৪০০০০
|
৪০০০০
|
|
মার্চ-১০ | নগদান হিসাব (ডে) (১০০০ x ২৪) বিক্রয় হিসাব (ক্রে) (যেহেতু, নগদে পণ্য বিক্রয় করা হলো; যার ফলে নগদ সম্পদ বৃদ্ধি এবং বিক্রয় আয় বৃদ্ধি পেয়েছে) |
২৪০০০
|
২৪০০০
|
|
মার্চ-২০ | উত্তোলন হিসাব (ডে)
নগদান হিসাব (ক্রে) (যেহেতু, ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে নগদে উত্তোলন করেন) |
২০০০
|
২০০০
|
|
মোট: | ২,৯৬,০০০ | ২,৯৬,০০০ |
এই ছিল তোমাদের জন্য হিসাব বিজ্ঞান বিষয়ের আজকের মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এবং জাবেদা আলোচনা। আশা করছি তোমরা নবম শ্রেণির ৫ম এসাইনমেন্ট এর হিসাব বিজ্ঞান বিষয়ের সমাধান করতে পারবে।
তোমাদের জন্য এই তথ্যটি পাঠিয়েছে, রবিউল আলম রবি, নোয়াখালী সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়
তোমার জন্য নবম শ্রেণির ৫ম এসাইনমেন্ট এর সকল বিষয়ের উত্তর নমুনা:
- বাংলা:
- ইংরেজি:
- পদার্থ বিজ্ঞান:
- হিসাব বিজ্ঞান: মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এবং জাবেদা
- ভূগোল ও পরিবেশ:
এসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে যোগ দিন; এখানে দেশের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করছে [Join Now]
আপনার জন্য আরও কিছু তথ্য:
- মাধ্যমিকের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশিত;
- ৬ষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের পঞ্চম এসাইনমেন্ট প্রকাশিত;
- ৭ম শ্রেণির ৫ম সপ্তাহের পঞ্চম এসাইনমেন্ট প্রকাশিত;
- ৮ম শ্রেণির ৫ম সপ্তাহের পঞ্চম এসাইনমেন্ট প্রকাশিত