প্রতিষ্ঠানসমূহকে করোনা সংক্রমনের তথ্য প্রেরণ করার নির্দেশ
শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু হওয়ার পর করোনা সংক্রমনের তথ্য প্রেরণ করার নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ২৬ সেপ্টেম্বর ২০২১ এই সংক্রান্ত একটি নির্দেশনাসহ নমুনা ফরম প্রকাশ করেছে মাউশি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইং এর পরিচালক প্রফেসর মাে: আমির হােসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেশের সকল আঞ্চলিক পরিচালক ও উপজেলা/ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রতি প্রদানকৃত এই বিজ্ঞপ্তিতে বলা হয়-
গত ৯ সেপ্টেম্বর ২০২১ এবং ১২ সেপ্টেম্বর ২০২১ তারিখের স্মারক নম্বর যথাক্রমে – ৩৭.০২.০০০০.১১৫.৫২.০০১.১৯.২৪৩ এবং ৩৭.০২.০০০০.১১৫.৫২.০০১.১৯.২৫০ মােতাবেক মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইং হতে ‘স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু হওয়ার পর উদ্ভূত সমস্যা সম্পর্কে মনিটরিং ছক অনুযায়ী দৈনিক তথ্য প্রেরণ সংক্রান্ত বিষয়ে দুইটি নির্দেশনা পত্র জারি করা হয়।
বর্তমান পরিস্থিতিতে করােনা সংক্রান্ত তথ্য আরাে দ্রুত এবং নির্ভুলভাবে প্রাপ্তির লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল আঞ্চলিক পরিচালক তাঁর অধিক্ষেত্রাধীন সকল সরকারি ও বেসরকারি কলেজ এবং
উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তাঁর নিজ উপজেলা/থানার মাধ্যমিক পর্যায়ের সকল সরকারি ও বেসরকারি বিদ্যালয় হতে করােনা সংক্রান্ত প্রাপ্ত তথ্য দৈনিক ভিত্তিতে পূর্বের ছকের পরিবর্তে সংযুক্ত নতুন ছক মােতাবেক মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইং এর ই-মেইল reopen.mew@gmail.com এ প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ প্রাপ্ত তথ্য তাঁর জেলা শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক উপপরিচালক(মাধ্যমিক) বরাবর অনুলিপি প্রেরণ করবেন।
উল্লেখ্য যে, করােনা আক্রান্ত বা সংক্রমিত শিক্ষার্থী, শিক্ষক বা কর্মচারী থাকলেই কেবল তার তথ্য মেইলে প্রেরণ করবেন অন্যথায় মেইল প্রেরণ করার প্রয়ােজন নেই। প্রয়ােজনে জরুরীভিওিতে ০১৭১৬-৫৯৪৫২৭ নম্বরে যােগাযােগ করে করােনা আক্রান্তের তথ্যটি জানিয়ে দেয়া যাবে।
শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু হওয়ার পর করোনা সংক্রমনের তথ্য প্রেরণ সংক্রান্ত নির্দেশনা ও বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত সকল তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং গুগল প্লেস্টোর থেকে এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নিন।