নিন্ম-মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলের জন্য ক্লাস পরিচালনার রুটিন প্রকাশ
কোভিড-১৯ এর পর অবশেষে ১২ সেপ্টেম্বর থেকে খুলে গেছে দেশের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। পরীক্ষামূলকভাবে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুললেও সীমিত করে দেয়া হয়েছিল সকল শ্রেণীর ক্লাস পরিচালনা পদ্ধতি। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নিন্ম-মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলের জন্য ক্লাস পরিচালনার রুটিন প্রকাশ করেছে। এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে এর আলোকে ক্লাস পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর ২০২১ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মোঃ গোলাম ফারুক স্বাক্ষরিত এ নির্দেশনা নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠান প্রধানের উদ্দেশ্যে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত এই নির্দেশনা প্রদান করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত এর রুটিন অনুযায়ী দেশের সকল নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আগামী ২০ অক্টোবর থেকে জাস্ট পরিচালনা করতে হবে।
এর আলোকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তাহে একদিন এবং অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তাহে ২ দিন করে বিদ্যালয় আসবে এবং ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীরা প্রতিদিন বিদ্যালয় আসবে।
অধিদপ্তর কর্তৃক নির্ধারিত কোভিড-১৯ পরবর্তী ক্লাস পরিচালনার এই রুটিনে সপ্তাহের প্রতি শনিবার নবম শ্রেণি, রবিবার অষ্টম শ্রেণি, সোমবার সপ্তম শ্রেণি, মঙ্গলবার ষষ্ঠ শ্রেণি, বুধবার নবম শ্রেণি এবং বৃহস্পতিবার অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এবং ২০২১ ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীরা সপ্তাহে প্রতিদিন কাজ করবে।
এছাড়াও প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শ্রেণী কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পরিচালনা এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর নিম্নমাধ্যমিক শ্রেণী কার্যক্রম মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সাথে সামঞ্জস্য রেখে পরিচালনা করতে নির্দেশনা দেয়া হয়েছে।
নিন্ম-মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলের জন্য ক্লাস পরিচালনার রুটিন প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়-
উক্ত বিষয়ের প্রতি সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, কোভিড-১৯ অতিমারি কমে আসায় সরকারি সিদ্ধান্ত প্রক্ষিতে ১২-০৯-২০২১ খ্রি. থেকে সারাদেশের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম চালু করা হয়েছে।
তদপ্রেক্ষিকে বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামী ২০/০৯/২০১১ খ্রি থেকে সারাদেশের মাধ্যমিক স্তরের সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম নিম্নোক্ত সূচি অনুযায়ী পরিচালনা করার জন্য অনুরােধ করা হলাে।
নিচের ছবিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থীদের ২০ সেপ্টেম্বর ২০২১ থেকে ক্লাস পরিচালনার রুটিন দেখুন
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি এবং ২০২১ ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস পরিচালনার রুটিন পিডিএফ ডাউনলোড
সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য নির্ধারিত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এবং ২০২১ ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত ক্লাস পরিচালনার রুটিন পিডিএফ ডাউনলোড করার জন্য ডাউনলোড পিডিএফ বাটনে ক্লিক করুন।
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে শিক্ষক চাহিদা চেয়েছে এনটিআরসিএ
- ডিজিটাল বাংলাদেশে ই-সার্ভিস, ই-গভর্ন্যান্স ও ই-কমার্স আমাদের জীবনকে করেছে সহজতর
- অভিজ্ঞতা ছাড়াই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরির সুযোগ
দেশের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে যেকোনো তথ্য সবার আগে পাওয়ার জন্য বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।