দ্রবণের আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের প্রয়োগ নিরূপন
এইচএসসি ২০২২ ১২শ সপ্তাহের রসায়ন ১ম পত্র অ্যাসাইনমেন্ট সমাধান সম্পর্কিত ধারণা দেওয়ার নিমিত্তে আজকের আর্টিকেলে আলোচনার বিষয়- এইচএসসি ২০২২ রসায়ন ১ম পত্র এসাইনমেন্ট সমাধান– দ্রবণের আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের প্রয়োগ নিরূপন।
এইচএসসি ২০২২ ১২শ সপ্তাহের রসায়ন ১ম পত্র অ্যাসাইনমেন্ট
অ্যাসাইনমেন্ট : দ্রবণের আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের প্রয়োগ নিরূপন।
এইচএসসি ২০২২ ১২শ সপ্তাহের রসায়ন ১ম পত্র অ্যাসাইনমেন্ট সমাধান
যেকোন দ্রবনের প্রতি মোল দ্রব থেকে উৎপন্ন আয়নসমূহের উপযুক্ত ঘাতসহ ঘনমাত্রার গুনফলকে আয়নিক গুণফল বলে। আয়নিক গুণফল যেকোন দ্রবনের জন্য হলেও দ্রাব্যতা গুণফল শুধুমাত্র সম্পৃক্ত দ্রবনের ক্ষেত্রে প্রযোজ্য। আয়নিক গুণফলের মান মোলার ঘনমাত্রার উপর নির্ভর করে। আর দ্রাব্যতা গুণফল একটি স্থির সংখ্যা। “নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আয়নিক যৌগের সম্পৃক্ত দ্রবণে ঐ যৌগের সংগঠক আয়নসমূহের যথোপযুক্ত ঘাতসহ মোলার ঘনমাত্রার গুণফলকে ঐ তাপমাত্রায় যৌগটির দ্রাব্যতা গুণফল বলে”।
দ্রবণের আয়নিক গুণফল বলতে : “নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আয়নিক যৌগের দ্রবণে ঐ যৌগের সংগঠক আয়নসমূহের যথোপযুক্ত ঘাতসহ মোলার ঘনমাত্রার গুণফলকে ঐ তাপমাত্রায় যৌগটির আয়নিক গুণফল বলে”।
এবার আবার রিপিট করি দ্রাব্যতা গুণফল এর সংজ্ঞাটা : “নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আয়নিক যৌগের সম্পৃক্ত দ্রবণে ঐ যৌগের সংগঠক আয়নসমূহের যথোপযুক্ত ঘাতসহ মোলার ঘনমাত্রার গুণফলকে ঐ তাপমাত্রায় যৌগটির দ্রাব্যতা গুণফল বলে”।
এই ছিল তোমাদের এইচএসসি ২০২২ ১২শ সপ্তাহের রসায়ন ১ম পত্র অ্যাসাইনমেন্ট সমাধান– দ্রবণের আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের প্রয়োগ নিরূপন।
আরো দেখুন-
- গ্রামীণ ও শহর সমাজে পরিবারের পরিবর্তনশীল ভূমিকা আলোচনা কর
- একটি কম্পিউটার ল্যাবের সকল কম্পিউটার টুইস্টেড পেয়্যার ক্যাবলের মাধ্যমে একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত হওয়ায় ডেটা স্থানান্তরের গতি কম পাওয়া যায়। এতে ব্যবহৃত নেটওয়ার্কটির টাইপ, মাধ্যম এবং টপােলজির বিশ্লেষন
- মিয়োসিস প্রফেজ-১ এর উপপর্যায় পর্যালোচনা
- ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের আঙ্গিকে বাংলাদেশের দারিদ্র বিমোচন উপযোগী দরিদ্র আইন প্রণয়নের রূপরেখা অঙ্কন
- অর্থের সময় মূল্য এবং এর বিভিন্ন ধারণা প্রয়োগ
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন। ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন। আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।