২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণি ভর্তির সাধারণ নির্দেশনা
২০২০-২১ সালে একাদশ শ্রেণি ভর্তির অর্থ্যাৎ মাদ্রাসা ও কলেজে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের জন্য সাধারণ নির্দেশনা জারি করেছে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। একাদশ শ্রেণি ভর্তির প্রক্রিয়া সুন্দর ও সুচারুভাবে পরিচালনার জন্য এই নির্দেশনাগুলো অনুসরণ করা জরুরী।
একাদশ শ্রেণি ভর্তির যেকোন তথ্যের জন্য আমাদের ফেসবুক পেইজ ফলো ও লাইক দিয়ে রাখুন।
আরও পড়ুন:
- ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন, ফল প্রকাশ ও ভর্তির সময়সূচী
- প্রথম পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শূণ্য আসন ও নূণ্যতম জিপিএ তালিকা;
আন্ত: শিক্ষাবোর্ড সাবকমিটি কর্তৃক একাদশ শ্রেণি ভর্তি পোর্টাল xiclassadmission.gov.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনাটি হল-
- ১। ৯ আগস্ট ২০২০ হতে ২০ আগস্ট ২০২০ তারিখের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ইন্টারনেট এর মাধ্যমে আবেদন করা যাবে, তবে ১৫ আগস্ট ২০২০ জাতীয় শােক দিবসে অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে ।
- ২। নগদ/সােনালী ব্যাংক/টেলিটক/বিকাশ/শিওর ক্যাশ/রকেট এর মাধ্যমে সার্ভিস চার্জ সহ আবেদন ফি ১৫০/(একশত পঞ্চাশ) টাকা প্রদান করতে হবে।
- ৩। একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি কলেজে এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে। তবে একই প্রতিষ্ঠানের একাধিক শিফট/ভার্সন/গ্রুপে আবেদন করা যাবে।
- ৪। আবেদন ফি পরিশােধ করার সময় এবং প্রথমবার আবেদনের সময় শিক্ষার্থীকে একটি মােবাইল নম্বর (নিজের/অভিভাবকের) দিতে হবে, যে টি শিক্ষার্থীর Contact Number হিসেবে বিবেচিত হবে। Contact Number টি শিক্ষার্থীর জন্য অতীব গুরত্বপূর্ণ কেননা পরবর্তীতে শিক্ষার্থীর সকল যােগাযােগ ও আবেদনের জন্য এই Contact Number টির প্রয়ােজন হবে।
- ৫। আবেদন করার সময় কলেজের পছন্দক্রম বিশেষ বিবেচনা পূর্বক সাবধানে পূরণ করতে হবে।
- ৬। এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-র ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাক্রম নির্ধারণ করা হবে। সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়ন (Continuous Assessment) ব্যতীত মােট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে।
- ৭। ভর্তির ফলাফল ৩ (তিন) টি পর্যায়ে প্রক্রিয়াকরণ করা হবে।
- একজন শিক্ষার্থীকে তার মেধা, কোটা (প্রযােজ্য ক্ষেত্রে) ও পছন্দ ক্রমানুযায়ী একটি মাত্র কলেজের জন্য নির্বাচন করা হবে।
- নির্বাচিত শিক্ষার্থী নিজেই অন-লাইনে বাের্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করবে।
- এক জন শিক্ষার্থী সর্বোচ্চ ২(দুই) বার স্বয়ংক্রিয়ভাবেকৃত মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে, এক্ষেত্রে মাইগ্রেশন সর্বদাই শিক্ষার্থীর পছন্দ ক্রমানুসারে উপরের দিকে যাবে।
- আরও পড়ুন: একাদশ শ্রেণি ভর্তি অনলাইন আবেদন প্রস্তুতি ফরম ডাউনলোড ও পরামর্শ
(প্রফেসর মু. জিয়াউল হক)।
সভাপতি আন্তঃ শিক্ষা বাের্ড সমন্বয় সাব-কমিটি ও
চেয়ারম্যান। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ঢাকা।
আপনার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- কলেজ ভর্তি আবেদন ফি প্রেরণের সবগুলো নিয়ম
- ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন দাখিলের জন্য করণীয়
একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য ও সহযোগিতার জন্য আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে মেসেজ করুন; দ্রুত সময়ে আপনার সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।
আমাদের ফেসবুক পেইজ: বাংলা নোটিশ
ইউটিউব চ্যানেল: স্বপ্ন ইশকুল