একপাতার আয়কর রিটার্ণ দাখিল ফরম ডাউনলোড ও রিটার্ণ জমার নিয়ম
করদাতাদের জন্য একপাতার আয়কর রিটার্ণ দাখিল ফরম চালু করলো জাতীয় রাজস্ববোর্ড। একপাতার আয়কর রিটার্ণ দাখিল ফরম ডাউনলোড ও রিটার্ণ জমার নিয়ম নিয়ে আমাদের আজকের টিউন।
যেসকল ব্যক্তিকর দাতার বার্ষিক আয় ৪ লক্ষ টাকার কম তারা এখন থেকে একপৃষ্টার এই আয়কর ফরম দিয়ে রিটার্ণ দাখিল করতে পারবেন। ২০২০ সাল থেকে ঝামেলাহীন আয়কর ফরম প্রবর্তন করেছে জাতীয় রাজস্ববোর্ড। খুব কম তথ্য পূরণ করে ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ণ জমা দিলে চলবে আয়কর রিটার্ণ জমাকারীদের।
এক পৃষ্ঠার আয়কর রিটার্ণ ফরমে করদাতার ছবি, নাম, ই-টিআইএন, কর অঞ্চল ও সার্কেল, বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে। আর করযোগ্য আয়ের পরিমাণ ও করের পরিমাণ লিখতে হবে।
সম্পদের পরিমাণ ও আয়ের উৎস সংক্রান্ত তথ্য দিতে হবে এক পৃষ্টার এই আয়কর ফরমে। রিটার্ণ দাখিলের চালান নম্বর ও ব্যাংকের নাম লিখতে হবে এই ফরমে।
যেসকল করদাতার বার্ষিক আয় ৪ লক্ষ টাকার কম কিন্তু গাড়ী কিংবা সিটি কর্পোরেশন এ বাড়ী বা ফ্লাট আছে তাদের জন্য এই এক পৃষ্ঠার আয়কর রিটার্ণ ফরমটি প্রযোজ্য হবেনা।
আয়কর রিটার্ণ জমার জন্য পূর্বের ফরমটি অনেক জটিল ও পূরণ করতে অনেক ঝামেলা থাকায় করদাতাগণ আয়কর রিটার্ণ জমা দিতে ঝামেলাবোধ করতো। বর্তমানে নতুন এই ফরমের মাধ্যমে আয়কর রিটার্ণ দাতাদের জন্য অনেক সহজ হয়ে গেল।
আইটি গ ২০২০ ফরমটি Word ও PDF ফাইল ডাউনলোড করুন
রিটার্ণ দাখিল ফরম ডাউনলোড ও রিটার্ণ দাখিল সম্পন্ন করার জন্য বাংলা নোটিশ ফেসবুক গ্রুপে দেশের বিভিন্ন স্থানের অভিজ্ঞরা নিয়মিত আলোচনা করছে। আপনিও যোগ দিয়ে বিভিন্ন তথ্য পেতে পারেন। গ্রুপ লিংক- facebook.com/groups/banglanotice
দেশের সকল স্তরের শিক্ষা, প্রশিক্ষণ, চাকুরি, বৃত্তিসহ সকল অফিসিয়াল নিউজ সবার আগে পেতে বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজটি Like & Follow করে রাখুন; ইউটিউবে সকল তথ্য পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেল Subscribe করে রাখুন।
আপনার জন্য বাছাইকৃত কিছু তথ্য:
- নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংকে বেতন বিল জমা প্রয়োজনীয় কাগজপত্র
- একাদশ শ্রেণি ভর্তি অনলাইন আবেদন প্রস্তুতি ফরম ডাউনলোড ও পরামর্শ
- সমন্বিত উপবৃত্তি ফরম: ৬ষ্ঠ ও ৯ম শ্রেণির নতুন শিক্ষার্থী অন্তর্ভূক্ত করণ
- নবম শ্রেণি রেজিষ্ট্রেশন তথ্য সংগ্রহের ফরম ও জরুরি নির্দেশনা
- সমন্বিত উপবৃত্তি তথ্য ফরম : শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ফরম PDF ডাউনলোড