৩১ মে এসএসসি/দাখিল পরীক্ষার ফলাফল: সবার আগে পাবে তুমি!
৩১ মে এসএসসি/দাখিল পরীক্ষার ফলাফল ঘোষনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নিয়মে এসএসসি ফলাফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড। সাম্প্রতিক পরিস্থিতি এবং দ্রুততম সময়ে শিক্ষার্থীদের কাছে ফলাফল পৌঁছে দেওয়ার জন্য শিক্ষা বোর্ডের এমন সিদ্ধান্ত। এ বিষয়ে পদ্ধতিতে শিক্ষাবোর্ড থেকে সরাসরি এসএসসি পরীক্ষার্থীদের মোবাইলে পৌঁছে যাবে তার এসএসসি পরীক্ষার ফলাফল। এছাড়াও আগের প্রচলিত পদ্ধতিতে এসএসসি ফলাফল জানা যাবে।
এই পদ্ধতিতে ফলাফল প্রকাশের বিষয়ে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, করোনা ভাইরাসের প্রভাবে নয় বরং ফলাফল অল্প সময়ের মধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পৌঁছে দিতে এবং ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা শেষ হয় ২৭/০২/২০২০ খ্রি: যদিও ব্যবহারিক পরীক্ষা সমূহ সহ পরীক্ষার শেষ তারিখ ১২/০৩/২০২০।
- বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটি তথ্য সংগ্রহ ফরম ও নিয়মাবলী
- অনলাইন এমপিও আবেদন নিস্পত্তি নতুন সময়সূচী ২০২৪
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যেকোন পাবলিক পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের নির্দেশনা রয়েছে। সেই মোতাবেক ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ৩১ মে ২০২০। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করে সরকার।
এখন আমরা আলোচনা করবো কিভাবে সবার আগে ফলাফল নিবেন সেটি নিয়ে।
এসএসসি সহ বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল তিনটি প্রক্রিয়া প্রকাশ করা হয়-
১. শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল
২. ওয়েব সাইটে আলাদা আলাদা ফলাফল
৩. মোবাইল এসএমএস এর মাধ্যমে।
সবার আগে ফলাফল পেতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
পদ্ধতি-০১
আপনার প্রতিষ্ঠান EIIN নম্বরটি জেনে নিন।
১. mail.educationboard.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
এই সাইটে প্রবেশ করার পর নিচের মত একটি পেইজ চালু হবে।
এখানে Board থেকে আপনার বোর্ডটি সিলেক্ট করুন: সেটা হতে পারে Dhaka, Chittagong, Comilla, ইত্যাদি।
এর পর রেজাল্ট টাইপ থেকে পরীক্ষার নামটি সিলেক্ট করুন: যেমন- JSC, SSC, HSC
যেহেতু আমরা এসএসসি পরীক্ষার ফলাফল নিব সেহেতু SSC সিলেক্ট করুন।
এর পর Get Institute Result বাটনে ক্লিক করুন।
বাটনে ক্লিক করার পর আপনার চাহিত প্রতিষ্ঠানের সবার রেজাল্ট পেয়ে যাবেন।
পদ্ধতি-০২
এই পদ্ধতিতে আপনি প্রতিষ্ঠানের রেজাল্ট , সেন্টারের রেজাল্ট, বিদ্যালয়ের রেজাল্ট ও আলাদা আলাদা রেজাল্ট নিতে পারবেন।
এই পদ্ধতিতে রেজাল্ট পেতে https://eboardresults.com/app/ প্রবেশ করুন।
সাইট ওকে থাকলে নিচের পেইজের মত চালু হবে।
সেখান থেকে SSC/HSC/JSC/Equivalent Result বাটনে ক্লিক করুন
এই রকম একটি ফরম আসবে।
এখানে Examination বক্সে SSC/Dakhil/Equivalent সিলেক্ট করুন।
Year বক্সে 2020 সিলেক্ট করুন
Board বক্সে আপনার কাঙ্খিত বোর্ড এর নাম সিলেক্ট করুন।
রেজাল্ট টাইপ বক্সে রেজাল্টের ধরণ নির্বাচন করুন।
একক ফলাফল নিতে চাইলে Individual Result বাটনে সিলেক্ট করুন।
এর পর আপনার বিবরণ দিয়ে রেজাল্ট নিয়ে নিন।
পদ্ধতি-০৩ (SMS এর মাধ্যমে রেজাল্ট)
এসএমএস এর মাধ্যমে ফলাফল নেওয়ার জন্য আপনার মেসেজ অপশনে গিয়ে লিখুন।
1st Three Letter of Board Name [Space] Examination Name [Space] Roll [Space] Year
Format: COM SSC 161148 2020
পাঠিয়ে দিন: 16222 এই নম্বরে।
এছাড়াও টেলিটক প্রি-রেজিষ্ট্রেশন পদ্ধতিতেও ফলাফল জানা যাবে। এর জন্য তোমাকে নিন্মোক্ত পদ্ধতি অনুসরণ করতে হবে-
তোমরা আমাদের ফেসবুক পেইজেও এসএসসি ফলাফল পাবে। এর জন্য আমাদের ফেসবুক পেইজটি লাইক দিয়ে রাখ এবং আমাদের পেইজে তোমার বোর্ড, রোল নম্বর দিয়ে মেসেজ দিলে আমরা সাথে সাথেই তোমাদের ফিরতি মেসেজ এ জানিয়ে দিব তোমার প্রত্যাশিত ফলাফল।
Very important topic you shared.