প্রাথমিক শিক্ষক-কর্মচারীগণকে দাপ্তরিক আইডি প্রদান নির্দেশনা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষক-কর্মচারী ও কর্মকর্তাদের দাপ্তরিক আইডি কার্ড প্রদানের নিদের্শনা প্রদান করা হয়েছে। ২১ এপ্রিল ২০২১ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এই সংক্রান্ত একটি নির্দেশনা বিজ্ঞপ্তি প্রকাশ করে।
অধিদপ্তরের ২১ এপ্রিল ২০২১ তারিখে শিক্ষক-কর্মচারী ও কর্মকর্তাগণের দাপ্তরিক আইডি কার্ড (পরিচয়পত্র) প্রদান ও ব্যবহার সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়-
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কর্মরত শিক্ষক কর্মচারীগণের দৈনন্দিন চলাচলসহ বিভিন্ন কাজে দাপ্তরিক পরিচয় পত্রের ব্যবহার হয়ে থাকে। দাপ্তরিক পরিচয় পত্র না থাকায় সংশ্লিষ্টদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়।
এমতাবস্থায় সকল শিক্ষক-কর্মচারীকে দাপ্তরিক পরিচয় পত্র প্রদান এবং কর্মক্ষেত্র সহ দৈনন্দিন চলাচলে এর ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
দাপ্তরিক পরিচয় পত্র প্রদান ও ব্যবহার নিলামের ব্যবস্থা অনুসরণের জন্য অনুরোধ করা হলো-
১. প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকগণের পরিচয় পত্র ইস্যু করবেন সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসার;
২. অফিস প্রধানগণ তার অফিসে কর্মরত সকলের এবং প্রযোজ্য ক্ষেত্রে তার অধস্তন অফিস প্রধানদের পরিচয় পত্র প্রদান করবেন;
৩. কর্মস্থল ও বাসস্থানের বাইরে দৈনন্দিন কাজে সার্বক্ষণিক পরিচয় পত্র সহকারে চলাচল করবেন;
এই নিদের্শনার মাধ্যমে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মরত শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলকে অফিসিয়াল আইডি কার্ড প্রদানের নিদের্শনা জারী করা হয়।
দাপ্তরিক আইডি প্রদান নির্দেশনার সাথে একটি নমূনা আইডি কার্ড ও প্রদান করা হয়। বাংলা নোটিশ পাঠকদের সুবিদার্থে নমূনা আইডি কার্ডটি দেওয়া হল।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন অফিস সমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও প্রাথমিক বিদ্যালয় সমূহে কর্মরত শিক্ষক-কর্মচারীদের আইডি কার্ড প্রদান প্রসঙ্গে ২২ এপ্রিল ২০২১ আরও একটি নির্দেশনা জারী করে কর্তৃপক্ষ।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কর্মরত কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীর দাপ্তরিক পরিচয়পত্র প্রদানে নিম্নরূপ নিয়মাবলি অনুসরণ করতে বলা হয়-
ক) ওয়েব সাইটে প্রদত্ত নমুনা অনুসারে পরিচয় পত্র প্রস্তুত করতে হবে, ফলে সারাদেশে অভিন্ন আকারে ID হবে;
খ) প্রধান ও সহকারী শিক্ষকগণের পরিচয়পত্র ইস্যু করবেন সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিস;
গ) অফিস প্রশানগন তাঁর অফিসে কর্মরত সকলের এবং প্রযোজ্য ক্ষেত্রে তাঁর অধস্তন অফিস প্রধানদের পরিচয়পত্র প্রদান করবেন;
ঘ) দাপ্তরিক পরিচয়পত্র ইস্যুর জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্মকর্তা পরিচয়পত্রের নমুনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট প্রাইমারী স্কুল সিস্টেম থেকে সংগ্রহ করে তার আওতাধীন সকলকে জানাবেন;
ঙ) কর্মরত শিক্ষক, কর্মচারী তার তথ্য ও ছবি নমুনা সংযোজন করে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার নিকট দাখিল করবেন;
চ) নিয়ন্ত্রণকারী কর্মকর্তা NID এবং শিক্ষক PIN নম্বর সংযােজিত পরিচয়পত্রে স্বাক্ষর করে ব্যবহাকারীকে প্রদান করবেন;
ছ) পরিচয়পত্রী |D কার্ড সংরক্ষণ ও ব্যবহার করবের, কর্মস্থল ও বাসস্থানের বাইরে দৈনন্দিন কাজেও সার্বক্ষনিক পরিচয়পত্র সহকারে চলাচল করবে।
জ) পরিচয়পত্র তৈরীতে স্থানীয়ভাবে কালার প্রিন্ট ও লেমিনেসন করতে হবে। বিদ্যালয়ের ক্ষেত্রে স্লিপ ফান্ড এবং অন্য ক্ষেত্রে অফিস আনুষঙ্গিক খাত থেকে খরচ করা যেতে পারে।
বাংলা নোটিশ ডট কম পাঠকদের জন্য একটি নমূনা আইডি কার্ড প্রস্তুত করে দেওয়া হল। আপনারা চাইলে এটি মাইক্রোসফট ওয়ার্ড, এডোব ফটোশপ এবং ইলাসট্রেটর এর খুব সহজে এডিট করতে পারবেন।
আপনার জন্য আরও কিছু তথ্য:
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–
আমাদের আরও কিছু ওয়েবসাইট: সফটডোড, গ্র্যাফিয়ার, ভিডিও বার্তা,