EFT তে বেতন পেতে স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারীদের তথ্য প্রস্তুত রাখার নির্দেশ
EFT তে বেতন পেতে স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারীদের তথ্য প্রস্তুত রাখার জন্য শিক্ষকদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ০৭ জানুয়ারি ২০২১ স্কুল ও কলেজে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণের বেতন EFT তে প্রেরণ সংক্রান্ত পত্রে এই নির্দেশনা দেওয়া হয়।
এম.পি.ওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীগণের এমপিও এর অর্থ বিতরণ সহজীকরণের লক্ষ্যে সচিব, অর্থ বিভাগ এর সভাপতিত্বে বিগত ০২.০৯.২০২০ খ্রি: তারিখে অনুষ্ঠিত সভায় শিক্ষককর্মচারীগণের এমপিও এর অর্থ প্রাপ্তির জন্য ব্যবহৃত ব্যাংক একাউন্টে G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে প্রেরণের সিদ্ধান্ত গৃহিত হয়।
ইতােমধ্যে অনলাইন এমপিও সিস্টেমে প্রয়ােজনীয় আপগ্রেডেশনের উদ্যোগ নেয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এম,পি,ওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীগণের এমপিও এর অর্থ EFT এর মাধ্যমে প্রেরণের ক্ষেত্রে শিক্ষককর্মচারীগণের নিম্নে বর্ণিত তথ্য সঠিক থাকতে হবে:
- ১। শিক্ষক-কর্মচারীগণের জাতীয় পরিচয় পত্রের নম্বর ( NID);
- ২। এস.এস.সি/দাখিল/সমমান সনদ অনুযায়ী শিক্ষক-কর্মচারীগণের নাম (এস.এস.সি/দাখিল/সমমান সনদপত্র, এমপিও শীট ও জাতীয় পরিচয় পত্রের নাম একই রকম থাকতে হবে);
- ৩। যে সকল কর্মচারীর এস,এস,সি/দাখিল/সমমান সনদ নেই তাদের সর্বশেষ শিক্ষাগত যােগ্যতার সনদ, এমপিও শীট ও
জাতীয় পরিচয় পত্রের নাম একই রকম থাকতে হবে); - ৪। ব্যাংক হিসাবের নাম শিক্ষক-কর্মচারীগণের নিজ নামে থাকতে হবে;
- ৫। ব্যাংকের নাম, শাখার নাম ও রাউটিং নম্বর;
- ৬। শিক্ষক-কর্মচারীগণের ব্যাংক হিসাব নম্বর (অনলাইন ব্যাংক হিসাব নম্বর ১৩ থেকে ১৭ ডিজিট);
- ৭। শিক্ষক-কর্মচারীগণের জন্ম তারিখ;
- ৮। শিক্ষক-কর্মচারীগণের বেতন কোড ও বেতন কোডের ধাপ;
- ৯। শিক্ষক-কর্মচারীগণের মােবাইল নম্বর;
সকল তথ্য সঠিক না থাকলে EFT এর মাধ্যমে প্রেরিত এমপিও এর অর্থ শিক্ষক-কর্মচারীর ব্যাংক হিসাবে জমা হবে না।
উল্লিখিত তথ্যসমূহ প্রতিষ্ঠান প্রধানগণের মাধ্যমে অনলাইনে সংগ্রহের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে শীঘ্রই EMIS সফটওয়্যারের লিংকসহ প্রয়ােজনীয় নির্দেশনা প্রদান করা হবে।
এমতাবস্থায়, উল্লিখিত তথ্যসমূহ সঠিকভাবে সংগ্রহ করে প্রস্তুত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক-কর্মচারীগণকে নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
EFT তে বেতন পেতে স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারীদের তথ্য প্রস্তুত রাখার
আপনার জন্য আরও কিছু তথ্য:
দেশের শিক্ষা, চাকুরি, প্রশিক্ষণ, বৃত্তি ও উপবৃত্তিসহ যেকোন সরকারি বেসরকারি অফিসিয়াল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং Bangla Notice এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।